আমার প্রিয় টিউনার বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্ । আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালই আছেন । আমিও আল্লাহর রহমতে ভাল আছি, কিন্তু একটি সমস্যার জন্য টিউন করতে বসলাম । সত্যি কথা বলতে কি টিটি তে দিনের বেশিভাগ সময়ই থাকি কিন্তু টিউন করা হয় না । তবে টেকটিউনসের প্রতি আমার বেশ আস্থা আছে । টেকনোলজি সংক্লান্ত সে কোন সমস্যার সমাধান এই টেকটিউনসে পাওয়া সম্ভব । তবে একটি সমস্যা আমাকে বেশ হতাশ করেছে, আর তা হলো আমার Yahoo আইডি এর পাসওয়ার্ড, সিকিউরিটি প্রশ্ন, পরিবর্তিত ই-মেইল ঠিকানা ও মোবাইল নাম্বার ভুলে গেছি । কোন
ভাবেই আইডি টি ওপেন করতে পারছি না । মাঝে মাঝে চেষ্টা করি কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করে না বিধায় ওপেন হয় না । এভাবে প্রায় ৬ মাস ঝুলন্ত অবস্থায় আছি । এক কথায় বলতে গেলে চেষ্টার কোন ক্রুটি করি নাই । কিন্তু ফলাফল শুন্য, বিপদে আছি ।
যদি কোন হ্যাকার/টিউনার অভিজ্ঞ ভাই আমার Yahoo আইডিটার ব্যাপারে কোন সহায়তা করতে পারেন তাহলে আমার খুব উপকার হতো । আপনারা অনুগ্রহ পূর্বক দয়া করে, কমেন্টস্/ম্যাসেজ/ফোন/সংশ্লিষ্ট কোন পরিক্ষিত সমাধানের লিংক অথবা কোন উপদেশ দিয়ে আমাকে উপকৃত করবেন আশা করি । আমাকে হতাশ করবেন না ইনশাআল্লাহ্ । আমার ফোন নাম্বারঃ 01711-345 961 (সৎ উদ্দেশ্যে মিসকল দিলে কল ব্যাক করব) আর একটি কথা আমার আইডিটি টিউনে দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ অনেকে এমনি ট্রাই করবে ফলে হিতে বিপরীত হবে, আইডিটি লক হয়ে যাবে । সব কাজ বৃথা । আশাকরি হ্যাকার ভাইয়েরা এগিয়ে আসবেন । আপনারা ভাল থাকবেন । আর আমার জন্য দোআ করবেন ।
আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, এই কামনায় শেষ করলাম আল্লাহ্ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্ ।
আমি মোঃ আজাদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No