Techtune এ একটু সাহায্য চাই কম্পিউটারের bit সম্পর্কে

==========================

আমি আমার কম্পিউটারে উইন্ডোজ দিলে দেখা যায়যে আমার কম্পিউটারে 32বিট হয় যার কারণে আমি After effect Software টি ব্যবহার করতে পারিনা।

আর After Effect cs6 চালানোর জন্য 64বিট দরকার কারণ এটা ছাড়া চলে না।

তাই  আমার কম্পিউটারকে 32বিট থেকে উইন্ডেজ 64 বিটে ইন্সটল করতে হবে

আমি জানি এই Techtunes এ অনেক অভিঙ্গ লোক আছেন যারা আমাকে হেল্প করতে পারবেন।তাদের কে একটু বলবযে আমার এই কাজে একটু সাহায্য করলে আমার হয়ত অনেক উপকার হবে।যদিও আপনার একটু সময় নষ্ট হবে।

যদি কেউ দয়াবান হয়ে থাকেন তাহলে একটু হেল্প করুন কিভাবে আমি After effect Software টি আমি আমার 32বিট পিসিতে ইন্সটল করতে পারব।

=================

Level 0

আমি সময়ের বন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hm Bujte Pereci! As Like Me! 1st market theke x64 bit er Windows OS kine anun Install korun then AE install korun. that’s all!! ar jodi x64 bit OS apnar Pc te install na hoy then…………Bakita bujtei parsen ki korte hobe?. Processor change karna parega!!

N.B(OS DVD er gay likha take 32 bit Or 64 bit apni 64 biter ta kinben)

Thank You!

আমাকে ফোন দিন ০১৮২২-৯৪৬৮১৭ সকাল ১০ টা খেকে দুপুর ৩ টার মধ্যে সমাধান দিতে চেস্টা করবো। সকাল ১১ টা খেকে দুপুর ৩ টার মধ্যে

ভাই আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আপনি কখনই আপটার ইফেক্ট 32 বিটে সেটাপ করতে পারবেন না। তার জন্য আপনাকে মাদরবোর্ড পরিবর্তন করতে হবে ও আরো ভাল কাজ করার জন্য আপনাকে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে,

এটা হার্ডওয়ার সক্রান্ত বিষয় এটা কোন সফটওয়ার সক্রান্ত বিষয় নয়।

ভাই আপনার পিসির র‍্যাম কত সেটা বললেন না আপনার পিসি ৬৪ বিট করতে হলে আপনাকে ২জিবি+ র‍্যাম থাকতে হবে তা না হলে আপনি ৬৪ বিট অপারেটিং সিস্টেম ইন্সটল করলে কাজ হবে না। তাই আপনি একটা ২জিবি র‍্যাম লাগান তারপর ৬৪ বিট অপারেটিং টা ইন্সটল করে আফটার ইফেক্ট ইন্সটল করেন কাজ হয়ে যাবে। এ জন্য আপনার মাদারবোর্ড বা কোন কিছু চেঞ্জ করতে হবে না। ভালো ফল পাওয়ার জন্য একটা ৪জিবি র‍্যাম নিতে পারেন।
ভালো থাকবেন।

কাছা কাছি একটা ভাল দোকানে যান , তারা আপনাকে ভাল করে বুঝিয়ে দিতে পারবে

আমার পিসির রেম 4জিবি এবং প্রসেসর কোর আই 3
2জিবি এটি আই গ্রাফিক্স কার্ড তাতেও কাজ হয় না

    @সোহাগ চৌধুরী:তাহলে অনেক ভালো। আপি এবার উইন্ডোজ এর ৬৪ বিট এর অপারাটিং ইন্সটল করুন ১০০% কাজ হয়ে যাবে।
    ধন্যবাদ

Level 0

32 bit কে আপনি 64 bit এমনি change করতে পারবেন না।আপ্নাকে নতুন করে 64bit windows ইন্সটল করা লাগবে।

ভাই আমার ফ্রেন্ডে windows xp ডিক্স ইন্সট করলে তারটায় 64 বিট অটোমেটিকে হয়ে যায় কিন্তু আমারটায় ইনস্টল করলে 32বিট হয়।
আমি দোকান থেকে নতুন windows 7 এর ডিক্স কিনে আনলাম x64 & x86 কিন্তু ইনস্টল হয় না
Error code:0x80070017 দেখায়
আরো 2টা ডিক্স দিয়ে দেখেছি কাজ হয় না।

Jara amake help korar jonno comments korecen tader onek dhonnobad

Vai ami windows xp te use 64 bit use korte chi kintu kevabe ektu bolen.