আসসালামুআলাইকোম। আমি মুসলিম তাই মুসলিম হিসেবে প্রথমে সবাইকে সালাম দেওয়া আমার দায়িত্ব।
এবার কাজের কথায় আসি।
প্রথমে আপনার ইয়াহু মেইল এ সাইন-ইন করুন
যদি আপনার একাউন্ট অনেকদিন না ব্যবহার করনে তাহলে নিচের মত ক্যাপচা কোড চাইবে।
এবার উপরের মত করে ছবির সাথে মিলিয়ে ক্যাপচা কোড দিয়ে Continue করুন।
আপনি যদি ইয়াহু মেইল এর পুরাতন ভার্সন ব্যবহার করেন তাহলে নিচের চিত্রের মত নতুন র্ভাসনে আপগ্রেড করতে বলবে।
ইয়াহুর মত আমিও আপনাকে আপগ্রেড করবে বলবো। কেননা, এতে আপনি ইয়াহুর সকল নতুন সুভিধা উপভোগ করতে পারবেন। আপগ্রেড করার জন্য Full featured (recommended) এ সিলেক্ট করে Switch now তে ক্লি করুন।
প্রথমেই Account Info তে ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।
এখানে আপনাকে আবারও সাইন-ইন করতে বলবে, এবং তাই করুন। পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।
এখন Update password-reset info তে ক্লিক করুন এবং নিচের চিত্রের মত দেখতে পাবেন।
Add Another ক্লিক করুন এবং এ জন্য আপনি নিচের চিত্রটি দেখুন:
এখানে আপনার বাংলাদেশী মোবইল নম্বর প্রবেশ করান +880 দেওয়া থাকবে সুধূ 1712345678 এভাবে লিখুন এবং সেভ করুন। সেভ করার পর নিচের মত একটি বক্স আসবে:
আপনার মেবাইলে +447781470659 এরকম নম্বর থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে, যে নম্বরটি আপনি এখন যুক্ত করলেন সেটিতে।
“Enter Verification code: 96552 to add this mobile phone to your Yahoo account. More info at r.yahoo.com”
এবার উপরের মত করে পাঁচ সংখ্যার কোডটি প্রবেশ করিয়ে ভেরিফাই করুন।
Change question and answers এ ক্লিক করুন এবং নিচের মত করে প্রশ্ন এবং উত্তর বাছাই করুন:
এবার Set up second sing-in verification এ ক্লিক করুন।
এখন Get start এ ক্লিক করুন।
আপনার একাউন্টে আগে থেকে কোন মোবাইল নম্বর যুক্ত করা থাকলে উপরের মত বক্স দেখতে পাবেন। আমি কিছুক্ষন আগে যে নম্বরটি যুক্ত করেছি তা দেখতে পাচ্ছি। এখানে আপনি দুটি অপশন পাবেন। ১. এই নম্বরটি ব্যবহার করা, ২ নতুন একটি নম্বর যুক্ত করা। আমি এই নম্বরটি ব্যবহার করবো। আপনার যেটি ইচ্ছে ব্যবহার করতে পারেন। যে নম্বরটি দেওয়া আছে সেটি ব্যবহার করার জন্য Use current phone এ ক্লিক করুন। [বি:দ্র: এই পদ্ধতি চালু করলে আপনি Opera Mini বা UC Browser মোবাইল দিয়ে ইমেইল লগ-ইন করে পারবেন না]
Generate password এ ক্লিক করুন এবং আপনার ইচ্ছেমত পাসওয়ার্ড তৈরী করুন। আর না করতে চাইলে Skip now ক্লিক করুন।
প্রথমে সেটিং এ ক্লিক করুন এবং নিচের মত Vacation Response এ ক্লিক করুন:
তার পার From date এ আজকের তারিখ দিন এবং Until date এ ৩১ ডিসেম্বর ২০২৩ দিন বা যেটি সর্বশেষ সেটি বাছাই করুন। এবার উপরের চিত্রের মত আপনার যা লেখা প্রয়োজন লিখে দিন। যেমন:
“Thanks for your mail. Your mail has been successfully sent to Majharul Islam Masum. I will be replied you as soon as possible”
এবার সেভ/ওকে করুন।
প্রথমেই Account Info তে ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।
এখানে আপনাকে আবারও সাইন-ইন করতে বলবে, এবং তাই করুন। পাসওয়ার্ড দিয়ে সাইস-ইন ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।
এখান থেকে Set language site time zone এ ক্লিক করুন।
এখানে US Pacific সিলেক্ট করা থাকে। আপনি এখন সেখানে GMT +6.00 Bangladesh, Central Asia সিলেক্ট করুন এবং সেভ করুন।
এখান থেকে Set language site time zone এ ক্লিক করার পর নিচের চিত্র অনুসরন করুন:
উপরের মত বাংলা বাছাই করে ডান দিকে তীর চিহ্ন ক্লিক করুন। এর পর সেভ করুন। বাংলা সিলেক্ট করার পর আপনার ইয়াহু নিচের মতন দেখাবে:
ফায়ারফক্সের Tools থেকে Options এ ক্লিক করুন। তার পর Content এ ক্লিক করুন।
এবার Default font এ ক্লিক করে SolaimanLipi অথবা যে কোন ইউনিকোড বাংলা ফন্ট সিলেক্ট করে ওকে করে দিন।
আজকের মত এখানেই শেষ করছি। বেচে থাকলে আবারও কথা হবে।
আমি মাজাহারুল ইসলাম মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অনেক ভাল লেখেছেন। ধন্যবাদ।