হ্যাকারের হাত থেকে রক্ষা করুন আপনার প্রিয় মেইল একাউন্ট। স্ক্রিনশট সহ বিস্তারিত

আসসালামুআলাইকোম। আমি মুসলিম তাই মুসলিম হিসেবে  প্রথমে সবাইকে সালাম দেওয়া আমার দায়িত্ব।

এবার কাজের কথায় আসি।

  • আপনার ইয়াহু মেইলকে রাখুন ১০০% নিরাপদ ও হকার মুক্ত [SORRY!হকার না হ্যাকার HACKER]:

প্রথমে আপনার ইয়াহু মেইল এ সাইন-ইন করুন

যদি আপনার একাউন্ট অনেকদিন না ব্যবহার করনে তাহলে নিচের মত ক্যাপচা কোড চাইবে।

এবার উপরের মত করে ছবির সাথে মিলিয়ে ক্যাপচা কোড দিয়ে Continue করুন।

  • ক্যাপচা কোড কি? এবং কেন? : হ্যা প্রশ্ন থাকতেই পারে আর উত্তরও সাথে রয়েছে। ক্যাপচা হলো কিছু আকা-বাকা/প্যাচানো লেখা যা সবসময় ইমেইজ আকারে প্রদর্শীত হয়। এবার কথা হল এটি কেন দেওয়া হয়। হ্যা এটি দেওয়া হয় মানুষ ও রোবট যাচাই করার জন্য। কেননা এমন কিছু সফ্টওয়্যার/রোবট আছে যা ওয়েব সাইটে স্প্যাম সৃষ্টি করে। আর এ কারনেই এই ক্যাপচা ব্যাবহার করা হয়। কেননা মানুষ ব্যাতিত কোন রোবট বা সফ্টওয়্যার Text format ছাড়া কোন ইমেইজ বা বিটম্যাপ পড়তে পারে না। কেননা রোবট বা সফ্টওয়্যার-এর স্ক্যানার(চোঁখ) ইমেইজকে টেক্সট আকারে রূপামত্মর করতে পারেনা।  যেমন: কোন স্ক্যান করা ওয়ার্ড ফাইল কে মাইক্রোসফ্ট ওয়ার্ড দিয়ে আর লেখা যায়না। কেবল মাত্র ওপেন করা যায় তাও আবার ইমেইজ আকারে।

আপনি যদি ইয়াহু মেইল এর পুরাতন ভার্সন ব্যবহার করেন তাহলে নিচের চিত্রের মত নতুন র্ভাসনে আপগ্রেড করতে বলবে।

ইয়াহুর মত আমিও আপনাকে আপগ্রেড করবে বলবো। কেননা, এতে আপনি ইয়াহুর সকল নতুন সুভিধা উপভোগ করতে পারবেন। আপগ্রেড করার জন্য Full featured (recommended) এ সিলেক্ট করে Switch now তে ক্লি করুন।

  • পাসওয়ার্ড উদ্বারের তথ্য আপডেট করা: মানুষ মাত্রই ভূল! আমিও অনেক ভূল করি। তাই যে কোন সময় যে কেউ তার অনলাইন একাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতে পারে। কিন্তু ভুল করলেও তা ফিরে পাবার উপায়তো আছে। তাই আপনাকে কিছু তথ্য আপডেট ককরতে হবে। এ জন্য আপনি নিচের চিত্রটি দেখুন:

প্রথমেই Account Info তে ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখানে আপনাকে আবারও সাইন-ইন করতে বলবে, এবং তাই করুন। পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখন Update password-reset info তে ক্লিক করুন এবং নিচের চিত্রের মত দেখতে পাবেন।

  1. ইমেইল পদ্ধতি: আমার এখানে আগে থেকেই একটি ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, তাই সেটিকে ভেরিফাই করতে বলছে। আপনি এখানে ইমেইল এর Add Another ক্লিক করে আপনার আরেকটি ইমেইল দিন এবং সেভ করুন। অথবা আগে থেকেই যদি অন্য কোন ইমেইল দেওয়া থাকে, তাহলে সেটি ডিলিট করতে চাইলে প্রথমে একটি Add করে নিতে হবে। তা না হলে ডিলিট হবে না। এবার ইমেইলটিকে ভেরিফাই করার জন্য Verify Now তে ক্লিক করুন। তারপর আপনার ইমেইলে [যেটি আপনি এখন অ্যাড করলেন] একটি মেইল পাঠানো হবে। সেটি ওপেন করে ভেরিফাই লিংকে ক্লিক করে কনর্ফাম করুন।
  2. মোবাইল ফোন পদ্ধতি: ইয়াহু মেইলে আগে বাংলাদেশী মোবইল ফোন নম্বর ব্যবহার করা যেত না কিন্তু এখন ব্যবহার করার সুযোগ দিয়েছে ইয়াহু। মোবাইল নম্বর অ্যাড করার জন্য Update password-reset info থেকে নিচের মত করে মোবাইল নম্বর যুক্ত করুন:

Add Another ক্লিক করুন এবং এ জন্য আপনি নিচের চিত্রটি দেখুন:

এখানে আপনার বাংলাদেশী মোবইল নম্বর প্রবেশ করান +880 দেওয়া থাকবে সুধূ 1712345678 এভাবে লিখুন এবং সেভ করুন। সেভ করার পর নিচের মত একটি বক্স আসবে:

আপনার মেবাইলে +447781470659 এরকম নম্বর থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে, যে নম্বরটি আপনি এখন যুক্ত করলেন সেটিতে।

“Enter Verification code: 96552 to add this mobile phone to your Yahoo account. More info at r.yahoo.com”

 

এবার উপরের মত করে পাঁচ সংখ্যার কোডটি প্রবেশ করিয়ে ভেরিফাই করুন।

  1. প্রশ্ন এবং উত্তর পদ্ধতি: এই পদ্ধতি ব্যবহার করার জন্য আপনাকে প্রশ্নের উত্তর অবশ্যই মনে রাখতে হবে, যে দুইটি প্রশ্ন এবং উত্তর আপনি বাছাই করবেন। এবার নিচের মত করে প্রশ্ন এবং উত্তর বাছাই করুন:

Change question and answers এ ক্লিক করুন এবং নিচের মত করে প্রশ্ন এবং উত্তর বাছাই করুন:

মনে রাখবেন কখনোই দুটি প্রশ্নের একই উত্তর দেওয়া যাবেনা। এখান থেকে দুটি প্রশ্ন এবং উত্তর বাছাই করুন এবং সেভ করুন।

  • পাসওয়ার্ডকে আরো নিরাপদ করা: আপনার ইয়াহু মেইল-এ এবার ফেইসবুকের মত মোবাইল সাইন-ইন ভেরিফিকেশন যুক্ত করতে পারেন। এই সেবাটি চালু করলে প্রতিবার কোন নতুন ডিভাইসে আপনার ইয়াহু মেইল সাইন-ইন করলে আপনার গোপন প্রশ্ন চাইবে অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে একটি  কোড পাঠাবে এবং সেটি চাইবে। তার জন্য যা করতে হবে:

এবার Set up second sing-in verification এ ক্লিক করুন।

এখন Get start এ ক্লিক করুন।

আপনার একাউন্টে আগে থেকে কোন মোবাইল নম্বর যুক্ত করা থাকলে উপরের মত বক্স দেখতে পাবেন। আমি কিছুক্ষন আগে যে নম্বরটি যুক্ত করেছি তা দেখতে পাচ্ছি। এখানে আপনি দুটি অপশন পাবেন। ১. এই নম্বরটি ব্যবহার করা, ২ নতুন একটি নম্বর যুক্ত করা। আমি এই নম্বরটি ব্যবহার করবো। আপনার যেটি ইচ্ছে ব্যবহার করতে পারেন। যে নম্বরটি দেওয়া আছে সেটি ব্যবহার করার জন্য Use current phone এ ক্লিক করুন। [বি:দ্র: এই পদ্ধতি চালু করলে আপনি Opera Mini বা UC Browser মোবাইল দিয়ে ইমেইল লগ-ইন করে পারবেন না]

  • কোন অ্যাপলিকেশন এর জন্য পাসওয়ার্ড তৈরী: উপরের পদ্ধদি চালু করলে আপনি কোন তৃতীয় পক্ষের সফ্টওয়্যার যেমন: Android Mail, Mozila Thunder Bird, ইত্যাদি আপনার বর্তমান পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন না। এজন্য আপনাকে আরো একটি পাসওয়ার্ড তৈরী করতে হবে যা সুধু কোন তৃতীয় পক্ষের সফ্টওয়্যার যেমন: Android Mail, Mozila Thunder Bird, ইত্যাদিতে ব্যবহার হবে। তাই এই পাসওয়ার্ড তৈরী করতে নিচের পদ্ধতি ব্যবহার করুন:

Generate password এ ক্লিক করুন এবং আপনার ইচ্ছেমত পাসওয়ার্ড তৈরী করুন। আর না করতে চাইলে Skip now ক্লিক করুন।

  • আপনার মেইল অটো রিপ্লাই দিবে আপনার ইয়াহু: হ্যা যে কেউ আপনাকে ইমেইল পাঠালে আপনার ইচ্ছে অনুয়ায়ী আপনার লেখা রিপ্লে করে দিবে ইয়াহু। এজন্য  নিচের মত করে আপনার ইয়াহুকে সেটিং করুন:

প্রথমে সেটিং এ ক্লিক করুন এবং নিচের মত Vacation Response এ ক্লিক করুন:

তার পার From date এ আজকের তারিখ দিন এবং Until date এ ৩১ ডিসেম্বর ২০২৩ দিন বা যেটি সর্বশেষ সেটি বাছাই করুন। এবার উপরের চিত্রের মত আপনার যা লেখা প্রয়োজন লিখে দিন। যেমন:

“Thanks for your mail. Your mail has been successfully sent to Majharul Islam Masum. I will be replied you as soon as possible”

এবার সেভ/ওকে করুন।

  • ইয়াহুতে ইমেইল ওপেন করলে সময় ভূল দেখায়: আমরা যখন বাংলাদশে থেকে মেইল পড়ি তখন বাংলাদেশ সময়ের সাথে কোন মিল থাকে না। যেমন: আপনি এই মাত্র একটি ইমেইল পাঠালে/রিসিভ করলেন, সেটি ওপেন করলে দেখবেন আপনার ইয়াহুর সময়ের সাথে বাংলাদেশের সময়ের কোন মিল নেই সুধু তারিখের মিল আছে। এ সমস্যার সমাধানের জন্য নিয়ে এলাম একটি ছোট সমাধান।

প্রথমেই Account Info তে ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখানে আপনাকে আবারও সাইন-ইন করতে বলবে, এবং তাই করুন। পাসওয়ার্ড দিয়ে সাইস-ইন ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখান থেকে Set language site time zone এ ক্লিক করুন।

এখানে US Pacific সিলেক্ট করা থাকে। আপনি এখন সেখানে GMT +6.00 Bangladesh, Central Asia সিলেক্ট করুন এবং সেভ করুন।

  • ইয়াহু এবার দেখুন আপনার প্রিয় বাংলা ভাষায়:  বাংলাতে ইয়াহু ব্যবহার করার জন্য Account Info থেকে Set language site time zone এ ক্লিক করুন।

এখান থেকে Set language site time zone এ ক্লিক করার পর নিচের চিত্র অনুসরন করুন:

উপরের মত বাংলা বাছাই করে ডান দিকে তীর চিহ্ন ক্লিক করুন। এর পর সেভ করুন। বাংলা সিলেক্ট করার পর আপনার ইয়াহু নিচের মতন দেখাবে:

  • বাংলা দেখতে ও লিখতে সমস্যা? আপনার পিসিতে বাংলা না দেখা গেলে বা বাংলা ঠিকমত না পড়তে পারলে নিচের মত করে আপনার পিসি ও মজিলা ফায়ারফক্সকে কনফিগার করুন:

ফায়ারফক্সের Tools থেকে Options এ ক্লিক করুন। তার পর Content এ ক্লিক করুন।

এবার Default font এ ক্লিক করে SolaimanLipi অথবা যে কোন ইউনিকোড বাংলা ফন্ট সিলেক্ট করে ওকে করে দিন।

আজকের মত এখানেই শেষ করছি। বেচে থাকলে আবারও কথা হবে।

Level 0

আমি মাজাহারুল ইসলাম মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক ভাল লেখেছেন। ধন্যবাদ।

Level New

vai ami vabtei parini aj apnar a post pabo. please amake help koren. gotokal rate ami haramiphone er slow+dc er pallai pore yahoo te sign in korte parini. mibile verify code dia bartho hor por r code pathaina. security quest er answer chai bt ota ami vule gasi pore mobile theke ps reset kore kaj chalai kintu 2hour age pc theke dhukte jaina block khaisi. mobile theke parsi.security ans o palte disi kintu pc theke dhukte parsina. account temperery block dakhai. akhon ki korbo bolben pls

Level New

mobile theke likhte jaia onek spelling hoise, khoma korben vaia