সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আজ অনেকদিন পর লিখতে বসলাম টেকটিউন্সে। বেশ কয়েকটা পোস্ট পেন্ডিং করে রাখায় অভিমানে আর বসা হয়নি। অনেক পোস্ট দেখেছি, কপি করা, তবে তা বহাল তবিয়তে আছে। কিন্তু আমারগুলো পেন্ডিং। যাই হোক, দুঃখ ভুলে আজ লিখতে বসলাম। এতোদিনে নিশ্চিয়ই আপনারা খবরটা জেনে গেছেন। তারপরও বলছি। আগামী মাসে ইয়াহু’র লোগো পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার ক্যাথি স্যাভিট ৭ আগস্ট এ কথা জানিয়েছেন। এই আগস্ট জুড়ে ইয়াহু তাদের ফ্রন্টপেজে প্রতিদিন নতুন লোগো শো করাবে। তারপর আসবে কাঙিক্ষত সেই নতুন লোগো। তবে নতুন লোগোতেও প্রতিষ্ঠান ব্র্যান্ড কালার পার্পল বা হালকা বেগুনী রংই থাকছে।
এ প্রসঙ্গে ইয়াহু’র চিফ মার্কেটিং অফিসার ক্যাথি স্যাভিট বলেন, ইয়াহু’র এ অগ্রগতির একটি নূতন অর্থে হয়েছে। আমরা ইমেইল, ফটো শেয়ার এবং আপনার প্রিয় স্পোর্টস অনুসরণ করতে পারবেন খুব সহজেই। সেই সঙ্গে পরিবর্তিত সুন্দর নতুন পণ্য চালু করছি। আমরা Macklemore এবং রায়ান লুইস, জন লেজেন্ড, এবং Dragons সহ মহান শিল্পীদের সঙ্গে যৌথভাবে কাজ করেছি এবং অবশ্যই, আমরা টাম্বলার-এর সঙ্গে আসার বিষয়টি নিয়ে উত্তেজিত। ক্যাথি বলেন, নতুন লোগোতে আমাদের reimagined নকশা এবং নতুন অভিজ্ঞতা বেশি প্রতিফলিত। লোগোটি একটি আধুনিক রূপের হবে। এখন প্রারম্ভকালীন, আমরা আমাদের হোমপেজে এবং পরবর্তী মাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের নেটওয়ার্ক সারা লোগোর একটি প্রকরণ প্রদর্শন করবো। ইয়াহু’র থিম মজা, স্পন্দনশীল এবং স্বাগতপূর্ণ --- তাই আমরা রঙ বেগুনিই রাখবো ইয়াহু’র। আমাদের প্রতিমাসংক্রান্ত বিস্ময়বোধক বিন্দু এবং অবশ্যই বিখ্যাত yodel আমরা বজায় রাখাবো।
প্রিয় টেকি বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জানতে যেতে পারেন ইয়াহু’র এই পেজে। আর লেখাটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার এই সাইটটিতে।
আমি moniazadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
The Daily Bhorer Kagoj Position: Staff Reporter (From 1st February 2011 to till now) www.BartaBangla.com Position: Editor-in-Chief (From 1st February 2012 to till now) http://www.allmedialink.com/ Position: Editor The Daily Azadi The Daily Azadi is a well-circulated and reputed local daily of Chittagong. It is considered as ‘A-Grade’ newspaper, which has...
কোন লোগোটা সিলেক্ট হবে কিছু জানেন ??
জানলে একটু জানাবেন । ধন্যবাদ, সুন্দর পোস্ট ।