আসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
গেমিং টপ-আপ ওয়েবসাইট নিয়ে আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ইন্সটল, রেডিমেড থিম ইন্সটল এবং ডাটাবেজ এডমিন পাসওয়ার্ড চেঞ্জ।
আজকে আমরা বাকি ধাপগুলো নিয়ে কাজ করব।
বাকি ধাপগুলো হলো :
৪. থিম কাস্টমাইজ (হেডার-ফুটার, ইমেইল চেঞ্জ এবং সাইট টাইটেল)।
৫. উকমার্স সেটিং।
৬. প্রডাক্ট অ্যাড করা (প্রাইস চেঞ্জ - নতুন প্রডাক্ট অ্যাড)।
৭. অন্যান্য চেন্জ।
আগেই বলে রাখি থিম কাস্টমাইজেশন করতে ডেক্সটপ মোড অন করা লাগতে পারে তাই Google Chrome Browser আথবা Puffin Browser এ Desktop Site on করে নিবেন।
তো বেশি কথা না বলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক।
৪ নম্বর ধাপ: থিম কাস্টমাইজ
আজকের প্রথমে দেখাবো Site Logo চেঞ্জ করা
প্রথমে আপনার সাইটে Dashboard এ Login করুন
মেনু থেকে Appearance > Customize ক্লিক করুন
তারপর Header builder > Site title and Logo > Select Logo > Upload file এ ক্লিক করে আপনার সাইটের লোগো আপলোড করুন।
না বুঝলে নিচের পিকচার গুলো দেখুন।
Site Title & Logo ক্লিক করুন
Select Logo ক্লিক করুন
তারপর Upload এ ক্লিক করে Select Files এ ক্লিক করুন
তারপর আপনার logo পিকচার আপলোড দিয়ে Select লেখায় ক্লিক করুন
এখন Publish এ ক্লিক করুন
তারপর সাইটে ভিজিট করে দেখুন Logo আপলোড হয়ে গেছে
এখন Bottom Whatsapp Number চেঞ্জ করবো
লোগো চেঞ্জ করার পর বাম পাশের উপরে Arrow তে ক্লিক করুন অথবা আপনি মেনু থেকে Appearance > Customize আসতে পারেন।
এরপর WP Bottom Menu > Menu Items ২য় নম্বর Menu items এ ক্লিক করে শুধুমাত্র ফোন নম্বরটি চেঞ্জ করুন
নিচের পিকচার দেখে নম্বর Change করুন
Menu items ক্লিক করুন
২য় নম্বর Menu Item এ ক্লিক করুন
এই বক্সের ভিতরে যে নম্বর দেওয়া আছে ওই যাগায় আপনার Whatsapp নম্বর দিন এবং Publish লেখায় ক্লিক করুন।
নম্বর দেওয়ার সময় সাবধানে দিবেন কারন কোন ফাকা/Space হয়ে গেলে whatsapp api লিংক কাজ করবে না
এখন আপনার সাইটে গিয়ে বটম মেনু Whatsapp আইকনে চাপ দিয়ে দেখুন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে।
প্রথমে মেনু থেকে Settings > General ক্লিক করুন
Site Title এ আপনার সাইটের নাম দিন
Tagline a আপনার মনের মত Tagline দিন
একটু নিচে গিয়ে দেখুন Administration Email Address
এই বক্সে আপনি আপনার ইমেইল দিন
এখন নিচে Save changes এ ক্লিক করুন
কাজ শেষ হয়নি যে Gmail দিছেন ওই Gmail একটা ভেরিফিকেশন মেইল পাবেন।
ভেরিফিকেশন লিংকে ক্লিক করে জিমেইল Confirmed করে নিন।
Confirme করলে Gmail এ আরেক টি Confirme মেইল পাবেন
প্রথমে মেনু থেকে Appearance > Elementor Header & Footer Builder > Edit with Elementor এ ক্লিক করুন
Edit With Elementor লেখায় ক্লিক করুন
তারপর Browser থেকে Desktop site on করে নিন
এখন ৩ টি বক্স পাবেন প্রতিটা বক্সের ভিতরের লেখা গুলা চেঞ্জ করে নিবেন।
না বুঝলে নিচের পিকচার গুলা দেখুন
About Wlcmobile লেখা কেটে দিতে আপনার সাইটের নাম দিন এবং বক্সের ভিতর লেখাগুলো চেঞ্জ করে নিন
Working Hours বক্সে আপনার পছন্দ মত টাইম বসিয়ে দিন
Footer কাজ শেষ।
লেখা চেঞ্জ করতে মেনু থেকে Horizontal scrolling > Edit > Announcement Text এ গিয়ে প্রয়োজনীয় আপনার লেখাগুলি দিন অথবা শুধুমাত্র ফোন নম্বরটি চেঞ্জ করে সাবমিট এ ক্লিক করুন
না বুঝলে নিচের পিকচার গুলি দেখুন
Edit এ ক্লিক করুন
নিচের লেখা গুলো চেন্জ করুন
হোম পেজে গিয়ে দেখুন লেখাগুলি চেঞ্জ হয়ে গেছে
প্রথমে সাইটের একবারে নিচে চলে যান
এখানে দেখুন Quick link বক্সে Contact লেখা আছে
Contact পেজে ক্লিক করুন
কলম আইকনে ক্লিক করুন
Edit with Elementor ক্লিক করুন
Desktop site On করে নিবেন
On না করলে লেখা গুলো edit করা যাবে না
Edit icon list Number বক্সে ক্লিক করুন
এখন আপনার প্রয়োজনীয় Number- Gmail- Address চেঞ্জ করে Update ক্লিক করুন
Contact পেজের কাজ শেষ
আজকে আমি থিম কাস্টমাইজ (হেডার-ফুটার, ইমেইল চেঞ্জ এবং সাইট টাইটেল) টিউন করেছি।
বাকি আরও উকমার্স সেটিং, প্রডাক্ট অ্যাড করা, অন্যান্য চেন্জ পরবর্তী পার্টগুলো তে পাবেন।
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
যদি কেউ না বুঝেন তাহলে টিউমেন্ট করুন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।
তো আজকের টিউন এ পর্যন্তই - আল্লাহ-হাফেজ।
আমি নাইম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।