WORDPRESS বিশেষজ্ঞ রা কই?? অল্প একটু হেল্প লাগবে। ম্যালওয়্যার আলার্ট ও সাইট রিস্টোর

WORDPRESS বিশেষজ্ঞদের খুবই প্রয়োজন। গুগলে সার্চ দিয়ে লাভ হয় নি, আগেই জানিয়ে রাখলাম।

এভাস্ট আমার সাইটে ম্যালওয়্যারের খোঁজ পেয়েছে। http://behemoth.rizvanhasan.com ভয় নেই (সত্যিকারের ম্যালওয়্যার না।)। আর কোন এন্টিভাইরাস পায়নি অবশ্য। ১৬ টা সার্ভিস দিয়ে চেক করা, শুধু এভাস্টই পাচ্ছে।
পেইজ ভিউ কাউন্টের জন্য একটা প্লাগ ইন ইন্সটল করেছি। সেটা জাভা স্ক্রিপ্টের ওপর কাজ করে। এটাকেই এলাস্ট ম্যালওয়্যার হিসেবে ধরছে।

এর সমাধানটা খুবই দ্রুত দরকার। গতকাল থেকে আমার এভাস্ট এলার্ট দেখানো শুরু করেছে, আর আজকে থেকেই ভিজিটর কমছে।

HTML:Script-inf এটা দেখাচ্ছে।

এখন উপায় কী????????

এমন কোন প্লাগ ইন আছে যা ম্যালওয়্যার পরিষ্কার করতে পারবে??? wp malwatch কোন কাজের না। এরা বলছে কোন প্রবলেম নেই। কিন্তু সেই জাভাস্ক্রিপ্টের সোর্স দিয়ে সার্চ দিয়ে ৫৫৯ টা রেজাল্ট দিচ্ছে।

সিপ্যানেলেও ত ভাইরাস সার্চের কিছু দেখছি না। উপায় কী? একেবারেই কোন কিছু না হলে হয়ত সাইট রিস্টোর করতে হবে।

আমার কাছে ডাটাবেইজের ব্যাক আপ আছে ২ মেগার মত। এটা দিয়ে সাইট রিস্টোর করে কীভাবে?? ইন্সটল করেছিলাম এখান থেকে Click This Link

এই সাইটটা হল একটা আর্টিকেল ডিরেক্টরি। এখান থেকে আমার বেশ কিছু লাভ হচ্ছে। আমি কোন ভাবেই সাইটটা নষ্ট করতে চাই না। আন্দাজে সব মুছে ফেললাম পরে যদি পোস্ট, ইমেজ, প্লাগ ইন, কাস্টমাইজড থিম -- এসব কিছু ফেরত না পাই????

প্লিজ, কেউ পারলে আমাকে সাহায্য করেন। কৃতজ্ঞ থাকব।

 

গুগল একশন নিয়ে ফেলছে। সাইটে এখন কোন ভিজিটর আসছে না। পুরা ধরা। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। এখন কী করব সেটা জানাবেন প্লিজ। সব ঠিক করার উপায় কী???

 

 

Level 0

আমি aakashpaglaa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ নাই হেল্প করার ?? ওহ।

Level 0

আপনি কি dhakawebhost.com এর পেইড ডোমেইন use করতেসেন??
আপনার দেয়া লিঙ্ক দিয়ে কিভাবে ওয়েবসাইট restore করে জানিনা। তবে এটা ঠিক যে databse ভিতর ওয়ার্ডপ্রেস এর যাবতীয় জিনিস থাকে। আপনি নতুন কোন host এ বা এই host এ নতুন ভাবে ওয়ার্ডপ্রেস ও plugins আপলোড করে databse restore করতে পারলে আপনার সাইট আবার আগের মত হয়ে যাবে।
এখন databse backup নেয়ার জন্য php myadmin এ গিয়ে টেবিল বাই টেবিল ব্যাকআপ নিবেন।শুধু wp opton টেবিল টা বাদে।
এবার আপনার সাইট reset করে নতুন একটি database তৈরি ক্রুন।এবার ওয়ার্ডপ্রেস setup করে আবার ঐ database এর php myadmin এ গিয়ে টেবিল বাই টেবিল load করেন।শুধু wp opton টেবিল টা বাদে।

    @murad: ওদের ডোমেইন না, ওদের হোস্টিং ব্যবহার করছি। ডাটাবেইজ ত আমার ব্যাক আপ নেয়া আছেই। ম্যালওয়্যার ঘটিত সমস্যার আগের ব্যকয়াপ আছে।
    এখানে এসকিউএল ফাইল আছে, আমার ধারণা এটা দিয়ে কোন ভাবে ডাটাবেইজ এক্সিকিউট করা লাগে।

    আচ্ছা, সাইটের পোস্ট আর কমেন্টগুলোও কী থাকবে? থিম আর থিমের যেই পরিবর্তনগুলো আমি এনেছি, সেগুলো কোথায় যাবে? এগুলা পরিবর্তনের লিস্ট কী ডাটাবেইজের ভিতর আছে??
    এটাই কিন্তু আমার মূল প্রশ্ন (এই মুহূর্তে)।

    @murad: আর গুগলকে বুঝাবো কী করে যে আমার সাইট ঠিক হয়ে গেছে?

Level 0

এইটা নিয়ে একটা post করার ইচ্ছা ছিল।somoy korte partesina

    @murad: একটু সময় করেন বস। অনেকের উপকার হবে।

আপনি হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করে বলুন আপনার সিপ্যানেলটা স্ক্যান করার জন্য। আর থিমটা সম্পর্কে একটু জানার ইচ্ছা ছিল। থিমটা প্রিমিয়াম(পেইড) নাকি ফ্রি?

কয়দিন আগে আমার এক কাস্টমার একই সমস্যায় পড়েছিল। সমস্যাটা থিমে ছিল। থিমে একটা ম্যালওয়্যার লোডিং সাইটের লিংক এমবেডেড করা ছিল।

    @Saleh Ahmed: আমার থিমটা ফ্রি। কিন্তু বিন্দু বিন্দু পর্যন্ত কাস্টমাইজড। ভিতরে অন্য লিংক এমবেড থাকার প্রশ্নই ওঠে না। সমস্যাটা প্লাগ ইন এ। সুপার কাউন্টার নামের একটা জাভা স্ক্রিপ্টে চলা প্লাগইনের জন্য হচ্ছে।

    গুগল ওয়েবমাস্টার দিয়ে স্ক্যান করিয়েছি। ওরা ম্যালওয়্যার পেয়েছে। আর প্রচুর সাইট দিয়ে করিয়েছি, কেউ কিছু পায় নি। আমি যেই ছবিটা দিয়েছি ওখানেও সুপার কাউন্টার এর কথা লেখা আছে, দেখেন।

    গুগল ওয়েবমাস্টার থেকেই সমাধান করলাম, গতকালকে রাতে। এখন আর ম্যালওয়্যার দেখাচ্ছে না। তাও ওদের রিভিউয়ের জন্য দিয়েছি, দেখা যাক। গুগল ওয়েবমাস্টার একটা বস জিনিস। সিরিয়াস হেল্প করে। ওয়ার্ডপ্রেসে সেভাবে কাজে লাগে না, কিন্তু সমস্যাটা সম্পর্কে বেসিক ধারণাটা ওরা খুব পরিষ্কার করে দেয়। এর পরে সমাধান ত আমার উপর।

    পিএইচপি মাই এডমিনে সুপার কাউন্টারের লিংক দিয়ে সার্চ দিলাম, ৫৫৯ টা রেজাল্ট পেয়েছে। অথচ, প্লাগ ইনটা ডিলিটেড আগেই। যাক গা, আমি ডাটাবেইজ নতুন করে রিএক্সিকিউট করলাম। অবস্থা যা মনে হচ্ছে, আজকে সকাল থেকে হয়ত ঠিক হয়ে গেছে।

    দেখেন ত, ঢুকতে গেলে আপনাদের কোন ম্যাসেজ দেয় কী না। আগে এই লিংকটাতে দিতঃ
    http://behemoth.rizvanhasan.com/miscellaneous/www-socialsecurity-gov-apply-for-benefits-check-your-claim-status/