WORDPRESS বিশেষজ্ঞদের খুবই প্রয়োজন। গুগলে সার্চ দিয়ে লাভ হয় নি, আগেই জানিয়ে রাখলাম।
এভাস্ট আমার সাইটে ম্যালওয়্যারের খোঁজ পেয়েছে। http://behemoth.rizvanhasan.com ভয় নেই (সত্যিকারের ম্যালওয়্যার না।)। আর কোন এন্টিভাইরাস পায়নি অবশ্য। ১৬ টা সার্ভিস দিয়ে চেক করা, শুধু এভাস্টই পাচ্ছে।
পেইজ ভিউ কাউন্টের জন্য একটা প্লাগ ইন ইন্সটল করেছি। সেটা জাভা স্ক্রিপ্টের ওপর কাজ করে। এটাকেই এলাস্ট ম্যালওয়্যার হিসেবে ধরছে।
এর সমাধানটা খুবই দ্রুত দরকার। গতকাল থেকে আমার এভাস্ট এলার্ট দেখানো শুরু করেছে, আর আজকে থেকেই ভিজিটর কমছে।
HTML:Script-inf এটা দেখাচ্ছে।
এখন উপায় কী????????
এমন কোন প্লাগ ইন আছে যা ম্যালওয়্যার পরিষ্কার করতে পারবে??? wp malwatch কোন কাজের না। এরা বলছে কোন প্রবলেম নেই। কিন্তু সেই জাভাস্ক্রিপ্টের সোর্স দিয়ে সার্চ দিয়ে ৫৫৯ টা রেজাল্ট দিচ্ছে।
সিপ্যানেলেও ত ভাইরাস সার্চের কিছু দেখছি না। উপায় কী? একেবারেই কোন কিছু না হলে হয়ত সাইট রিস্টোর করতে হবে।
আমার কাছে ডাটাবেইজের ব্যাক আপ আছে ২ মেগার মত। এটা দিয়ে সাইট রিস্টোর করে কীভাবে?? ইন্সটল করেছিলাম এখান থেকে Click This Link
এই সাইটটা হল একটা আর্টিকেল ডিরেক্টরি। এখান থেকে আমার বেশ কিছু লাভ হচ্ছে। আমি কোন ভাবেই সাইটটা নষ্ট করতে চাই না। আন্দাজে সব মুছে ফেললাম পরে যদি পোস্ট, ইমেজ, প্লাগ ইন, কাস্টমাইজড থিম -- এসব কিছু ফেরত না পাই????
প্লিজ, কেউ পারলে আমাকে সাহায্য করেন। কৃতজ্ঞ থাকব।
গুগল একশন নিয়ে ফেলছে। সাইটে এখন কোন ভিজিটর আসছে না। পুরা ধরা। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। এখন কী করব সেটা জানাবেন প্লিজ। সব ঠিক করার উপায় কী???
আমি aakashpaglaa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেউ নাই হেল্প করার ?? ওহ।