আমার ওয়ার্ডপ্রেস একটি সাইট সার্ভার ট্রান্সফার করব। এখন আমার প্রশ্ন হল সব ইউজার, পোস্ট, সেটিংস ঠিক রেখে আমি কি সার্ভার ট্রান্সফার করতে পারব? আর নেম সার্ভারে কি ২টার বেশি মানে নতুন ও পুরাতন ২টাই ব্যবহার করতে পারব? বন্ধুরা একটু হেল্প কর আমার খুবই দরকার।
আমি Romel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়ার্ডপ্রেসের সমস্ত তথ্য থাকে ডাটাবেজে। ডাটাবেজ ট্রান্সফার করলেই ইউজার পাসওয়ার্ড, সমস্ত পোস্ট সব একবারে ট্রান্সফার হবে অক্ষত ভাবে। পিএইচপি ফাইলগুলায় শুধু থীম প্লাগইন এইসব থাকে। আর নেম সার্ভার দুটোর বেশি ইউজ করার কি দরকার? ট্রান্সফার করার আগে অবশ্যই কিছুসাধারণ বিষয় খেয়াল রাখবেন। যেমনঃ ১. সমস্ত প্লাগইন ডিজএবল করে নেয়া। ২. ক্যাশিং প্লাগইন থাকলে সেগুলো প্রোপার ওয়েতে কমপ্লিট আনইন্সটল করে দেয়াটাই বেটার। এসব মেনে চললে আশাকরি অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে পাবেন।
ওয়ার্ডপ্রেসের সমস্ত তথ্য থাকে ডাটাবেজে। ডাটাবেজ ট্রান্সফার করলেই ইউজার পাসওয়ার্ড, সমস্ত পোস্ট সব একবারে ট্রান্সফার হবে অক্ষত ভাবে। পিএইচপি ফাইলগুলায় শুধু থীম প্লাগইন এইসব থাকে।
আর নেম সার্ভার দুটোর বেশি ইউজ করার কি দরকার?
ট্রান্সফার করার আগে অবশ্যই কিছুসাধারণ বিষয় খেয়াল রাখবেন। যেমনঃ
১. সমস্ত প্লাগইন ডিজএবল করে নেয়া।
২. ক্যাশিং প্লাগইন থাকলে সেগুলো প্রোপার ওয়েতে কমপ্লিট আনইন্সটল করে দেয়াটাই বেটার।
এসব মেনে চললে আশাকরি অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে পাবেন।