ওয়ার্ডপ্রেস সমসা – জরুরী সাহায্য

Please Click HERE First.

দেখলেন? কি বলে। সমস্যার সমাধান দরকার। কোন ভূলের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না।

****************

জরুরী

****************

ওয়ার্ডপ্রেস Theme Edit এবং তৈরির জন্য কিছু Software এর হুদিস দিবেন?

বি:দ্র: আমি প্রগ্রামিং এবং কোডিং এর "প" ও "ক" কিছুই জানিনা। তবুও soft টা দরকার।

Level 2

আমি শিহাব মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিচ্ছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ফ্রি হস্টিং ব্যবহার করেন এর জন্য এই সমস্যা হতে পারে। আর যদি আপনি আপনার ওয়েব সাইটের কন্ট্রোল প্যানেল থেকে MySQL ডাটাবেজ মুছে দিয়ে থাকেন তাহলেও এই সমস্যা হতে পারে। আর যদি আপনি wp-config.php ফাইল এ ভুল ইনফো দিয়ে থাকেন তাহলেও এই সমস্যা হয়।

থীম এডিট করার জন্য কয়েকটি সফটঃ
১. Notepad++
২. সাইটি
৩. জিএডিট
৪. কেএডিট
আরও লাগলে বইলেন, আরও অনেকগুলাই আছে।

ওয়ার্ডপ্রেসের এই সমস্যার সমাধান সফটওয়্যার দিয়ে হবেনা। আপনার ডাটাবেজ কানেকশন পায়নি তাই এমন হচ্ছে। wp-config.php এই ফাইলে ইউজারনেম,ডাটাবেজ নেম,পাসওয়ার্ড ভাল করে চেক করুন ঠিক হয়ে যাবে। না পারলে কন্ট্রোল দিন আমাকে আমি ঠিক করে দিচ্ছি।
মেইল করতে পারেন [email protected]