আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
বর্তমান সময়ে অনলাইন বিজনেসের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে৷ আর এসব অনলাইন বিজনেসকে সাপোর্ট করছে বিভিন্ন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, টুল, প্লাগ-ইন। আর অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে সবচেয়ে এগিয়ে ওয়ার্ড-প্রেস! কোন ধরনের লিমিটেশন ছাড়াই আপনি ওয়ার্ড-প্রেসের মাধ্যমে অনলাইন বিজনেস শুরু করতে পারেন। বৈচিত্র্যময় সফটওয়্যার স্ট্র্যাকচার, বিশাল কমিউনিটি সাপোর্ট, ফ্রি অথবা পেইড উভয় দিক থেকেই ওয়ার্ড-প্রেস এগিয়ে।
আজকের এই টিউনে আমরা এমন কিছু বিজনেস আইডি শেয়ার করব যেগুলো আপনি শুধু মাত্র ওয়ার্ড-প্রেস প্লাগ-ইন ইন্সটল করে শুরু করতে পারেন।
তাহলে চলুন দেরি না করে বিজনেস আইডিয়া গুলো দেখে নেয়া যাক,
অনলাইনে হাজার হাজার জব ওয়েবসাইট আছে তারা নিয়মিত আয় করছে আপনিও চাইলে আপনার জব বোর্ড ওয়েবসাইট খুলতে পারেন। আপনি নির্দিষ্ট একটি ইন্ডাস্ট্রি বাছাই করে সেই ইন্ডাস্ট্রির জন্য একটা জব পোর্টাল খুলতে পারেন। এতে আপনাকে সাহায্য করার জন্য রয়েছে অনেক প্লাগ-ইন। আপনি এই প্লাগ-ইন গুলো ইন্সটল করে অনলাইনে সিভি সাবমিশন থেকে শুরু করে সব ফাংশনালিটি যোগ করতে পারবেন।
WP Job Manager অনলাইনে জব পোর্টাল তৈরি করার জন্য দারুণ একটি লাইট-ওয়েট প্লাগ-ইন। এটার সেটআপ বেশ সহজ আপনি শর্টকোডের মাধ্যমে এটা কাস্টমাইজ করতে পারবেন। এই প্লাগ-ইনটি প্রায় সব থিমের সাথেই কাজ করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ WP Job Manager
জব বোর্ড তৈরি করার আরেকটি দারুণ প্লাগ-ইন হচ্ছে Simple Job Board।
এর মাধ্যমে একটি কাস্টমাইজড জব বোর্ড তৈরি ও ম্যানেজ করা যাবে। আপনি এখানে মাল্টিপল সব জব লিস্টিং এড করতে পারবেন এবং শর্টকোডের মাধ্যমে যেকোনো পেইজে দেখাতে পারবেন।
প্রতিটি আলাদা আলাদা জবের জন্য আপনি কাস্টমাইজড এপ্লিকেশন ফর্ম এবং জব ফিচার এড করতে পারবেন। প্লাগ-ইনটিতে রয়েছে English, French(Français), Arabic (العربية), Brazilian Portuguese(Português do Brasil), Italian(Italiano), Russian(Русский), Chinese(简体中文), Dutch(Nederlands), Serbian(Српски језик), Swedish(Svenska), Urdu(اردو), Japanese(日本語) and Polish(Polski) ল্যাংগুয়েজ সাপোর্ট।
অফিসিয়াল ওয়েবসাইট @ Simple Job Board
যেকোনো ওয়েবসাইটে জব লিস্টিং ক্যারিয়ার পেইজ সেটআপ করাতে সবচেয়ে পাওয়ারফুল একটি প্লাগ-ইন হচ্ছে WP Job Openings। এখানে আপনি এক সাথে অনেক ফিচার পেয়ে যাবেন। ইউজার এক্সপেরিয়েন্স এবং মডার্ন ডিজাইনকে মাথায় রেখে এখানে দেওয়া হয়েছে Grid এবং List লেআউট ডিজাইন। এতে রয়েছে ফিল্টার সুবিধাও।
অফিসিয়াল ওয়েবসাইট @ WP Job Openings
যতই দিন যাচ্ছে অনলাইনে ফুড রেসিপি ওয়েবসাইট গুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আপনিও যদি একটি ফুড রেসিপি ওয়েবসাইট বানাতে চান এবং আপনার ওয়েবসাইটের সাথে অডিয়েন্সদের কানেক্ট রাখতে চান তাহলে নিচের প্লাগ-ইনটি ব্যবহার করতে পারেন।
Easy recipe প্লাগ-ইনটা ব্যবহার করা বেশ সহজ যেকেউ চাইলে এটা ব্যবহার করতে পারে। প্লাগ-ইনটিতে আছে সহজ ওয়ার্কফ্লো যার মাধ্যমে আপনি ধাপে ধাপে রেসিপি এড করতে পারবেন Post এ এবং পেজে। এটি একই সাথে SEO তেও সাহায্য করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ WP Recipe Maker
বর্তমানে অনলাইনে পড়াশুনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন কোম্পানি অনলাইনে পেইড কোর্স অফার করছে। আপনিও চাইলে ই-লার্নিং কোর্স ওয়েবসাইট তৈরি করতে পারেন। নিচের প্লাগ-ইন গুলো আপনাকে এ কাজে সাহায্য করবে।
অনলাইনে কোর্স ক্রিয়েট এবং সেল করার জন্য পূর্ণাঙ্গ এবং চমৎকার সব ফিচার দিয়ে তৈরি দারুণ একটি প্লাগ-ইন হল Tutor LMS। এখানে আপনি পরিপূর্ণ একটি ম্যানেজমেন্ট পাবেন। আপনি এই প্লাগ-ইনটি ইন্সটল করে ইউজারদের জন্য কুইজ, ইন্টারেক্টিভ লেসন, রিপোর্ট তৈরি করতে পারবেন। সিঙ্গেল লাইন কোড না করেও আপনি অনলাইন স্কুল, কোর্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Tutor LMS
অনলাইনে কোর্স ক্রিয়েট এবং সেল করার আরেকটা চমৎকার প্লাগ-ইন হচ্ছে LearnPress। প্রতিটি কোর্স আপনি লেসন দিয়ে এবং কুইজ দিয়ে সাজাতে পারবেন। এর সহজ ইউজার ইন্টারফেস যেকেউ ব্যবহার করতে পারে। এটি দিয়ে আপনি কোডিং না জেনেও অনলাইন স্কুল, অনলাইন কোর্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ LearnPress
LifterLMS একটি পাওয়ারফুল ওয়ার্ড-প্রেস ওয়েবসাইট যা দিয়ে আপনি অনলাইন কোর্স তৈরি, সেল, এবং ট্রেনিং ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে পারেন। LifterLMS এই প্লাগ-ইনটি প্রায় সকল ওয়ার্ড-প্রেস থিমের সাথেই কাজ করে এবং Elementor, Beaver Builder, Divi, এর মত পেজ বিল্ডার গুলোকেও সাপোর্ট করে। এই প্লাগ-ইনটি একই সাথে Monster Insights, WP Fusion, GamiPress, Astra Pro, Course Scheduler, প্লাগ-ইন গুলোরও ইন্টিগ্রেশন ব্যবস্থা রেখেছে। আপনি Zapier এর মাধ্যমে আরও ১৫০০+ অ্যাপ এর সাথে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ LifterLMS
নির্দিষ্ট বিষয়ে কমিউনিটি তৈরি করতে ফোরাম ওয়েবসাইটের বিকল্প নেই। একই সাথে ফোরাম ওয়েবসাইটে এড বসিয়ে আয়ও করা যায়। আপনি ওয়ার্ড-প্রেসের মাধ্যমে চাইলে খুব সহজে একটি ফোরাম ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। ওয়ার্ড-প্রেসে আরেকটি সুবিধা হল আপনার বিদ্যমান ওয়েবসাইটেও ফোরাম ফিচার এড করতে পারবেন। ফোরাম ওয়েবসাইট তৈরির সেরা প্লাগ-ইন গুলো দেখে নেয়া যাক।
সিম্পল এবং পাওয়ারফুল একটি ফোরাম প্লাগ-ইন হচ্ছে bbPress। এর মাধ্যমে ওয়েবসাইটে ফোরাম ফিচার এড করতে পারবেন এবং কমিউনিটি বাড়াতে পারবেন।
bbPress
অফিসিয়াল ওয়েবসাইট @ bbPress
ওয়েবসাইটে কমিউনিটি ফিচার যুক্ত করার আরেকটি চমৎকার অ্যাপ হচ্ছে BuddyPress। প্রায় সকল ওয়ার্ড-প্রেস থিমে এটি সাপোর্ট করে। এই প্লাগ-ইন এড করে আপনি ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার প্রায় সকল সুবিধাই দিতে পারেন। এড ফ্রেন্ড, মেসেজিং এর মত ফিচার গুলো এখানে পাওয়া যাবে।
BuddyPress
অফিসিয়াল ওয়েবসাইট @ BuddyPress
ফোরাম ওয়েবসাইটের জন্য সহজ এবং পূর্ণাঙ্গ একটি প্লাগইন হচ্ছে wpForo Forum। এতে রয়েছে মডার্ন এবং রেসপন্সিভ ফোরাম লেআউট। একটি কমিউনিটি পরিচালনা করতে যত ধরনের ফিচার দরকার সব কিছু এখানে পাওয়া যাবে। এটির রয়েছে BuddyPress এবং Ultimate Members এর মত প্লাগইন গুলোর সাথে ইন্টিগ্রেশন ব্যবস্থা।
wpForo Forum
অফিসিয়াল ওয়েবসাইট @ wpForo Forum
নির্দিষ্ট এরিয়া, শহর, দেশের নির্দিষ্ট সার্ভিস খুঁজে পেতে বিজনেস ডিরেক্টরি পেজ গুলো দারুণ ভূমিকা রাখে। আপনিও যদি নির্দিষ্ট ইন্ডাস্ট্রির উপর ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে নিচের প্লাগইন গুলো দেখতে পারেন।
WPAdverts লাইট ওয়েট প্লাগ-ইনটি দিয়ে আপনি মাত্র ১ মিনিটের মধ্যে নিজের একটি ডিরেক্টরি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এটি যেকোনো ওয়ার্ড-প্রেস থিমের সাথে কাজ করে। আপনি চাইলে পুরনো ওয়েবসাইটেও এই প্লাগ-ইনটি ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ WPAdverts
বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটের জন্য সবচেয়ে জনপ্রিয়, সর্বোচ্চ ডাউনলোড করা প্লাগইন হচ্ছে Business Directory প্লাগ-ইনটি। এই প্লাগইন এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে আরও ইন্টারেক্টিভ করে তুলতে পারবেন। ওয়েব সাইটে যুক্ত করতে পারবেন রিভিউ জেনারেট সেকশন। এটি দিয়ে আপনি রিয়েল এসেস্ট ডিরেক্টরি, চার্চ ডিরেক্টরি সহ আরও অনেক সার্ভিস ক্রিয়েট করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Business Directory
অনলাইনে চমৎকার সব কুইজ ওয়েবসাইট তৈরি করতে নিচের প্লাগ-ইন গুলো ব্যবহার করতে পারেন।
Quiz And Survey Master প্লাগ-ইনটি ইন্সটল করে আপনি অনলাইন কুইজ ওয়েবসাইট এবং সার্ভে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এতে রয়েছে multiple choice, true and false, open answer, drop down, fill in the blank এর মত কুইজ ব্যবস্থা। কুইজ তৈরি করে সেগুলো আপনি ইমেইলেও পাঠাতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Quiz And Survey Master
Watu Quiz প্লাগ-ইনটি ইন্সটল করে আপনি অনলাইন এক্সাম, সার্ভে, কুইজ তৈরি করতে পারবেন এবং রয়েছে সাথে সাথে রেজাল্ট দেখার ব্যবস্থা। প্রতি আলাদা প্রশ্নের জন্য আলাদা ভাবে নাম্বার এসাইন করতে পারবেন। এক্সামের পরে এটি চমত্কার ভাবে গ্রেডিং করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Watu Quiz
অনলাইনে প্রোডাক্ট ক্যাটালগ ডিসপ্লে করতে নিচের প্লাগ-ইন গুলো ব্যবহার করতে পারেন।
আপনাকে Products Catalogue প্লাগ-ইনটি সাহায্য করতে পারে। থাম্বনেইল সহ প্রোডাক্ট ওভারভিউ এড করার ব্যবস্থা রয়েছে প্লাগইনটিতে। প্রোডাক্ট ক্যাটালগিং করতে যত ফিচার দরকার প্রায় সব ফিচারই পাবেন এতে। ইউজাররা ক্লিক করে প্রোডাক্ট ওভারভিউ দেখতে পারবে, রয়েছে প্রাইজ স্লাইডার, ফিল্টারিং সহ আরও অনেক সুবিধা।
অফিসিয়াল ওয়েবসাইট @ Products Catalogue
রিয়েল এসেস্ট বিজনেস এর জন্য সেরা প্লাগইন হল Easy Property Listings। মিনিটের মধ্যেই এই প্লাগ-ইনটি দিয়ে আপনি একটি ডাইনামিক রিয়েল এসেস্ট ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। ওয়েবসাইট ফাস্ট এবং চমৎকার করে তুলতে এতে রয়েছে সব এডভান্সড ফিচার, শর্টকোড এবং টেম্পলেট।
অফিসিয়াল ওয়েবসাইট @ Easy Property Listings
অনলাইনে গাড়ি কেনা-বেচা ওয়েবসাইট তৈরিতে আপনকে দারুণ সাহায্য করতে পারে Auto Listings প্লাগ-ইনটি। এতে রয়েছে গাড়ি খুঁজার এডভান্সড সব সার্চ ফিচার। এটি প্রায় সকল ওয়ার্ড-প্রেস থিমেই কাজ করে। সহজেই অনলাইনে গাড়ি কেনাবেচার মার্কেট প্লেস তৈরি করে ফেলতে পারবেন এই প্লাগ-ইনটি ইন্সটল করে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Auto Listings
আপনিও যদি অনলাইনে বিজনেস দেয়ার কথা ভেবে থাকেন তাহলে এই টিউন থেক আইডিয়া নিতে পারেন ব্যবহার করতে পারেন উল্লেখিত প্লাগ-ইন গুলো।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।