Namecheap.com থেকে আপনার একাউন্টে লগিন করেন। এবং নিচের স্ক্রিনশট দেখুন।
“Dashboard” থেকে “SSL Certificates” বাটনে ক্লিক করুন। এবং নিচে দেওয়া স্ক্রিনশটের মত পেজ দেখতে পারবেন।
এখন আপনি যে ডোমেইন থেকে “SSL Certificate” নিতে চান সেটাতে চলে যান।
এখন দেখতে পাবেন আপনার ডোমেইন এর পাশে নিচে দেওয়া স্ক্রিনশট এর মত অনেক গুলো “SSL Installed Certificates”
এখানে আপনি আপনার “cPanel” এর “SSL Certificate” দেখতে পারবেন।
এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে “Reissue” বাটনে ক্লিক করুন।
এখানে লক্ষ্য রাখবেন। কারণ, এখানে সব গুলো স্টেপ খুব গুরুত্বপূর্ণ। “Reissue” বাটনে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এবং উপরে দেওয়া স্ক্রিনশটের মত পেজ দেখাবে।
আপনাকে “What is CSR and how to create one” বাটনে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতে হবে।
এখন নিচের ইমেইজ দেখুনঃ
এখন আপনাকে এই লিংকে যেতে হবে এবং “CSR Generation Notes” থেকে Generate CSR: https://decoder.link/csr_generator লিংকে ক্লিক করতে হবে।
এখন উপরে দেওয়া ইমেইজের মত পেজ আসবে আপনাকে এখানে সব ইনফো দিতে হবে যেমন আমি উপরে দেওয়া ইমেজে দেখিয়েছি।
সব ইনফো সঠিক ভাবে পূরণ করে “Generate” বাটনে ক্লিক করবেন।
এখন উপরে উল্লেখিত ইমেইজ এর মত ৩টা ট্যাবে ৩ ধরনের কোড পাবেন।
“CSR, Private KEY, And Certificate” এই ৩টা কোড আলাদা আলাদা নাম দিবেন যেমন ৩টা ট্যাবে দেওয়া ঠিক অই নাম দিয়েই “.Txt” ফরম্যাটে ফাইল গুলো সেফ করবেন।
সব গুলো কোড সেভ করে নিবেন এবং “I have copied the private KEY. Close this windows” বাটনে ক্লিক করবেন।
এখন আপনি যে “CSR” কোড পেয়েছেন অই কোড টা এখান থেকে কপি করে নিবেন। এবং নিচে দেওয়া স্ক্রিনশট ফলো করুন
আপনার কপি করা “CSR” কোডটা “Enter CSR” বক্সে পেস্ট করুন এবং “Next” বাটনে ক্লিক করুন।
এখন আপনাকে কিছু করতে হবে না শুধু মাত্র “Next” বাটনে ক্লিক করে পরবর্তি ধাপে যেতে হবে। এখানে “DCV Method” অটো সিলেক্ট হয়ে থাকবে। না বুঝলে উপরে ইমেইজ দেখুন।
এখন সব গুলো ইনফো “Review” করবেন সব কিছু ঠিকঠাক থাকলে “Submit” বাটনে ক্লিক করে পরের ধাপে চলে যান।
এবার কাজ গুলো সাবধানে করবেন। “Get a CNAME” বাটনে ক্লিক করুন। তবে অবশ্যই নিউ ট্যাবে ওপেন করবেন।
“Get a CNAME”বাটনে ক্লিক করলে আপনাকে উপরে দেওয়ার ইমেইজের মত পেজে নিয়ে যাবে। এখান ডান পাশে দেখুন “EDIT METHOD” নামে একটা বাটন আছে। এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে “Get Record” নামে একটা বাটন পাবেন এবং “Get Record” বাটনে ক্লিক করুন।
উপরে দেওয়া ইমেইজ দেখুন। এখানে “Domains to validates” এ আপনার ডোমেইন দেখাচ্ছে এবং নিচে “Host” এবং “Target” এ দুইটা কোড আছে। অই দুইটা কোড আগে কপি করে নোট প্যাডে নিয়ে রাখুন এবং নিচের স্টেপ গুলো ফলো করুন।
এখন “Dashboard” থেকে যে ডোমেইন এর জন্য “SSL Certificate” বানিয়েছেন সেই ডোমেইনের পাশে থাকা “Manage” বাটনে ক্লিক করুন। না বুঝলে নিচের ইমেইজ দেখুন।
“Manage” থেকে আপনাকে “Domain Details Page” এ নিয়ে যাবে “Domain Details Page” থেকে “Advance DNS” পেজে চলে যান। না বুঝলে নিচের ইমেইজ দেখুন।
এখন “Add New Record” বাটনে ক্লিক করে “CNAME” রেকর্ড এড করুন।
এখন আপনি যে দুইটা কোড পেয়েছিলেন “Host” কোড এবং “Target” কোড সেই দুইটা কোড দুই বক্সে বসিয়ে দেন। “Host” এর বক্সে “Host” এর কোড বসাবেন এবং “Target” এর বক্সে “Target” এর কোড বসিয়ে “✔️” টিক বাটনে ক্লিক করে সেভ করুন।
এখন “SSL Details Page” এ এসে পেজ “Reload” করুন। এবং নিচের মত আপডেট পেজ দেখতে পাবেন।
এখন ডান পাশে থাকা “Download Certificate” বাটনে ক্লিক করে আপনার “SSL Certificate” ডাউনলোড করুন।
এখন “Dashboard” থেকে “Apps” বাটনে ক্লিক করুন। এরপরে “EasyWP” অ্যাপ দেখতে পারবেন। এখন “EasyWP” অ্যাপে ক্লিক করুন। এবং নিচের স্টেপ গুলো ফলো করুন।
“Manage” এ ক্লিক করুন
“Custom PositiveSSL” এ ক্লিক করুন এবং “SSL Details Page” থেকে যে ফাইল ডাউনলোড করেছেন সেগুলো “Extract” করুন এবং আগের যে আরো ৩টা ফাইল ছিলো সেগুলো হাতের কাছে রাখুন। মোট ছয়টা ফাইল পাবেন। ৩টা ফাইল পাবেন জীপ ফাইলের মধ্যে এবং বাকি তিনটা “CSR Generator” দিয়ে বানিয়েছেন।
এখন ৩টা বক্সে তিন ধরনের ফাইল আপলোড করবেন। ফাইল গুলো হবে “CSR Generator” দিয়ে “Generate” করা “Private KEY”, “Certificate”.crt ফাইল এবং “.ca bundil” ফাইল। এখন তিনটা বক্সে তিনটা ফাইল আপলোড করুন। নিচের ইমেইজ ফলো করুন।
প্রথম বক্সে “Private KEY” আপলোড করুন।
২য় বক্সে “SSL Certificate” আপলোড করুন।
এবং ৩য় বক্সে “CA Bundle” আপলোড করে “Change” বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনি সফল ভাবে “SSL Certificate” ইন্সটল করতে পেরেছেন। এখন চলুন “SSL Certificate Valid” কিনা যাচাই করা যাক।
এখানে ক্লিক করুন এবং আপনার ওয়েব সাইট এর এড্রেস লিখুন। না বুঝলে নিচের ইমেইজ দেখুন।
ব্যাস আপনার ওয়েব সাইট ১০০% সিকিউরড। আপনি সফল ভাবে “SSL Certificate” ইন্সটক করতে পেরেছেন।
কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। আশাকরি হেল্প করতে পারবো। তাহলে আজকের মত এখানেই বিদায় দেখা হবে আগামি কোনো আর্টিকেল। আল্লাহ্ হাফেজ।
লেখাঃ MH Mamun
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}