WordPress সাইটে কি, কি প্লাগইন ইউস করবেন, তাদের জন্য এ টিউন!

অনেকেই জানতে চেয়েছেন WordPress সাইটে কি, কি প্লাগইন ইউস করবেন, তাদের জন্য এ টিউন!

আমরা যারা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরী করে থাকি তাদের জন্য প্লাগিন অনেক গুরুত্বপূণ ইস্যু। প্লাগিন যদি ঠিক মতন নিধারণ না করতে পারেন তাহলে আপনার পুরো ওয়েবসাইট এ এর প্রভাব পড়তে পারে। তাই আজ কিছু প্লাগিন নিয়ে আজ কথা বলবো।

আপনার সাইট এ ভিসিটর ৮ সেকেন্ডের চাইতে বেশি সময় সাইট লোড হতে লাগলে ভিসিটর ওই সাইট এ ঢুকতে চায় না। তাই লোডিং স্পিড বাড়ানোর জন্য Hummingbird অনেক বড় অবদান রাখে।

3

W3 total cache ক্যাশ প্লাগিনটি আপনার সাইট এর লোডিং স্পিড বাড়াবে সাইটকে ইউসার ফ্রেইন্ডলী করে তুলবে

জেটপ্যাক প্লাগিনটা সিকিউরিটি বাড়ায়, সাইট এর পারফরমেন্স বাড়ায়। অতিরিক্ত ফিচারস গুলোর মধ্যে স্প্যাম ফ্রি টিউমেন্ট, সোশ্যাল শেয়ার রিলেটেড টিউন স্বয়ংক্রিয়ভাবে চেক করে দেয়।

7

কন্টাক্ট ৭ নামের প্লাগিনটি আপনার কন্টাক্ট পেজকে যেকোনো ভাবে ডিসাইন করতে সহায়তা করে থাকে।

আপনার ওয়েবসাইট এ SSL বসানোর পর Really simple SSL টি প্রতিটি পেজ এর SSL বসতে নিশ্চিত করে।
All in one schema.org Rich snippet :
এই প্লাগিনটি মাধ্যমে আপনি সহজেই আপনার ওয়েবসাইট এ যেকোনো পেজ বা টিউন এ রেটিং বসাতে পারবেন।

WP Rocket আপনার পেজ লোডিং খুব ফাস্ট কে দিবে। ইউসার অভিজ্ঞতা ভালো করবে।

এই প্লাগিনটি আপনি খুব সহজেই ইমেজ কমপ্রেস করতে পারবেন। ইমেজ কম্প্রেসের মাধ্যমে আপনার সাইট এর লোডিং স্পিডও বেড়ে যাবে।

এই প্লাগিনটি আপনার কনটেন্ট এর হেডার থেকে পয়েন্ট আকারে সুচির মতন দেখাবে। যেটা আপনার ট্রাফিকে কনটেন্ট সম্পর্কে একটা ওভারভিউ দিতে সহায়তা করে

আমরা যারা ওয়ার্ডপ্রেসে সাইট তৈরী করি তাদের জন্য Yoast SEO প্লাগিন খুবই গুরুত্বপুণ্য। এই প্লাগিনটি আপনার অন পেজ SEO’র অনেক কাজেই এই প্লাগিনটি করে দেয়।

যারা ই-কমার্স সাইট করতে চান তারা woo commerce প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

যদিও এখন বেশিরভাগ থিম মোবাইল রেস্পন্সিভ তারপরেও অনেক সময় AMP প্লাগিনটা মোবাইল রেস্পন্সিভ সাইট এর জন্য দরকার হয়। এই প্লাগিনটি অনেক কাযকর একটা প্লাগিন ওয়ার্ডপ্রেসের জন্য।

এই প্লাগিনটি আপনার সাইটকে স্প্যামিং থেকে রক্ষা করবে। এটি আন্টি-স্প্যামিং প্লাগিনও বলা যায়।

এই প্লাগিনটি আপনার সাইট এ সোশ্যাল শেয়ার বাটন এর জন্য দরকারি। যেকোনো সাইড এ সোশ্যাল শেয়ার বাটন এই লুগিন ব্যবহার করে দিতে পারবেন।

এই প্লাগিনটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর ব্যাকআপ নিতে পারেন। যার ফলে আপনার সাইট এ কোন ক্ষতি হলে তখন এই ব্যাকআপ কাজে দিবে।

আমরা যেসব প্লাগিন সাধারণত ব্যবহার করে থেকেই তাই আলোচনায় আনলাম। এছাড়াও আরো অনেক প্লাগিন আছে যা কিনা আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন।

তবে কিছু রিটিউমেন্ট প্লাগইন আছে যেগুলো না ব্যবহার করলেই নয়, তবে যত কম প্লাগইন ইউস করা যায় ততই ভাল, অনেক সময় বেশী প্লাগইন ইউস করার ফলে সাইটের লোডিং স্পিড বেড়ে যায়।

আরো জানুন

Level 3

আমি ইমরান হোসেন হৃদয়। , https://www.theshopinfo.com/ বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am Imran Hossen Hridoy. My Professional Skills Web designing, Software Makeing, Internet, OLD Phones Expert, Smart Phones Expert, Computer Expert , Etc. My website: theshopinfo.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস