ইলেমন্টর হচ্ছে ওয়াডপ্রেস এর সবচেয়ে জনপ্রিয়, একটা পেইজ বিল্ডার প্লাগিন৷ যার এত এত পাওয়ারফুল ফিচার কল্পনার বাহিরে। ইলেমন্টর দিয়ে আপনি যেকোন টাইপের ওয়েবসাইট খুব তাড়াতাড়ি ডিজাইন করে ফেলতে পারবেন। আপনার কল্পনার মধ্যে কি ডিজাইন আসে, তার সব করে ফেলতে পারবেন৷
ইলেমন্টর কেনো শিখবেন?
এখন কোথায় থেকে কিভাবে শিখবেন? আপনি যদি ইলেমেন্টর এ নতুন হয়ে থাকেন, তাহলে আপনার পক্ষে বুঝা কষ্টকর কিভাবে কোথায় থেকে শিখবেন।
Youtube এ চলে যান, গিয়ে সার্চ করুন Md.Nur Nobi
চ্যানেলের প্লেলিস্ট এ Elementor for Everyone প্লেলিস্ট দেখা শুরু করে দেন৷
আপনি প্রথম ভিডিও দেখলেই বুঝে যাবেন, আপনি শিখতে পারবেন কিনা
ইলেমন্টর নিয়ে যদি কাজ করা শুরু করেন, তাহলে আপনার কাছে মনে হবে, আপনি ছবি এডিটিং করতেছেন। 😛
Chanel link: Chanel link: https://youtube.com/channel/UCKcVzmssJHuEeTVxxaqoz
Thanks
Sagar Khandakar
আমি সাগর খন্দকার। , Dhaka,Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।