হ্যালো
আমারা যারা ওয়াডপ্রেস নতুন শিখতে চাই, তারা বুঝে উঠতে পারি না কিভাবে ওয়াডপ্রেস কোথায় থেকে শেখা শুরু করব। কারণ ওয়াডপ্রেস এর এত ফিচার, এত এত প্রিমিয়াম থিম এবং প্লাগিন, কিসের পর কি শিখব তা নতুনদের জন্য, বুঝে উঠা মুশকিল।
আমি চেষ্টা করব, আমার অভিজ্ঞতার আলোকে, আপনাদের সাথে কিছু বাংলা ইউটিউব চ্যানেল / ওয়েবসাইট সাজেস্ট করার জন্য, যেটা থেকে আপনি ভালো কিছু শিখতে পারেনঃ
লিখে গুগল এ সার্চ করেন, সেখানে ওয়াডপ্রেস এর ফ্রি কোর্স পাবেন একটা, ওইটা কমপ্লিট করুন৷ তাহলে ওয়াডপ্রেস এডমিন প্যানেল ও ফ্রি থিম কাস্টোমাইজেশন সম্পর্কে ভালো আইডিয়া পাবেন।
তাছাড়া, ওদের ইউটিউব চ্যানেল abcitpark থেকেও আপনি ভিডিও দেখতে পারেন, পুরো ইউটিউব চ্যানেল'টা ওয়াডপ্রেস কাস্টমাইজেশন ভিত্তিক।
2. Softech it লিখে ইউটিউব এ সার্চ করেন, ওদের চ্যানেল এর প্লেলিস্ট দেখবেন, ওয়াডপ্রেস বিগিনার একটা প্লেলিস্ট আছে, ওইটা সসম্পূর্ণ করুন।
সুজন ভাইয়ের লেকচার এইগুলো, ওনার ভিডিও দেখলে, আপনার মধ্যে ওয়াডপ্রেস শেখার আগ্রহ'ই বেড়ে যাবে।
৩.মশিউর লিখে ইউটিউব এ সার্চ করেন, ওদের চ্যানেল এর প্লেলিস্ট দেখবেন, ওয়াডপ্রেস প্লেলিস্ট আছে, ওইটা সসম্পূর্ণ করুন।
প্লেলিস্টের প্রথম সম্ভবত ১৪-১৫ টা ভিডিও, ওয়াডপ্রেস এডমিন প্যানেল নিয়ে। ওইগুলো সসম্পূর্ণ করুন। বাকিগুলো ইলেমন্টর দিয়ে একটা ফ্রি থিম কাস্টমাইজেশন করা হয়ছে।
এখানে আপনি ওয়াডপ্রেস ছাড়াও, html, css, bootstrap, psd to html, jquery ভিডিও পেয়ে যাবেন৷ আপনার যদি এসব জানা না থাকে আমিও রিকুমেন্ট করব এসব শিখে ওয়াডপ্রেস এ মুভ করেন। কেন? যদি না শিখে ওয়াডপ্রেস শেখা শুরু করেন, তাহলে আপনি নিজে এর উওর পেয়ে যাবেন।
যেকোনো একটা চ্যানেল এর প্লেলিস্ট এর সব ভিডিও কাভার করে, অন্য আরেকটা প্লেলিস্ট মুভ করবেন। এখান থেকে কিছু, ওখান থেকে কিছু এভাবে করবেন না, তাহলে দিনশেষে আউটপুট 0।
ধন্যবাদ
Sagar Khandakar
"বানান বা কোথাও কোন ভুল হলে, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন"
আমি সাগর খন্দকার। , Dhaka,Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।