সম্পূর্ণ ফ্রি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম কোয়ালিটি পোর্টফলিও থিম

সম্পূর্ণ ফ্রি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম কোয়ালিটি পোর্টফলিও থিম 🙂
=

পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের স্যাম্পল। আপনি কি কাজ করেন বা পারেন তার স্যাম্পল গুলো কোন একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা। যাতে আপনি কি কাজ পারেন তা কেউ দেখতে চাইলে আপনি উনাকে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন। আমরা উদাহারণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আপনি ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার বা অন্য যে প্রফেশনে কাজ করেন না কেনো পোর্টফলিও খুব গুরুত্বপূর্ণ 🙂

পোর্টফলিও কি? - ধরুন, আপনি শার্ট কেনার জন্য দোকানে গেলেন। আপনি ফুটপাত বা ব্র্যান্ডের দোকানে যান, একটি জিনিস খেয়াল করে দেখবেন যে, দোকানে সারি সারি কাপড় সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ওইটাই হচ্ছে দোকানের পোর্টফোলিও। আপনি ঘুরে ঘুরে শার্ট দেখলেন, পছন্দ করলেন, কিনে ফেললেন। বা আপনি একটি শার্ট পছন্দ করলেন কিন্তু দেখা গেলো সাইজে ছোট হচ্ছে। তখন দোকানের দায়িত্তরত কর্মচারী আপনাকে আপনার সাইজের বা পছন্দের কালারের শার্ট দিলেন। কারন তাদের স্টকে এইরকম এর শার্ট আছে। তাইলে আপনি ক্রেতা (ক্লায়েন্ট) হিসেবে খুশী হলেন এবং নিশ্চয়ই আবার আসবেন। কারন তাদের পোর্টফলিও আপনার ভালোলাগসে। তাদের কাপরের অনেক বৈচিত্র্য আছে। যেহেতু দোকানে শার্টের পাশাপাশি পাঞ্জাবি, প্যান্ট আছে। আপনার হয়তো প্যান্ট বা পাঞ্জাবীও পছন্দ হয়ে যেতে পারে! এবং দেখা গেলো আপনি কিনে ফেলেন যা আপনার পরিকল্পনায় ছিল না!
এখন আমরা উল্টো চিন্তা করি, আপনি শার্ট কেনার জন্য দোকানে গেলেন। গিয়ে দেখলেন দোকান পুরো খালি আর একজন কর্মচারী ৩২ তা দাঁত বের করে বসে আছে! এখন সে যদি বলে, ‘স্যার, আমাদের কাপড় বিক্রি করার ৫ বছরের অভিজ্ঞতা আছে। আমরা প্রচুর ক্রেতার কাছে কাপড় বিক্রি করেছি, আমাদের কাপরের কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস! আমাদের একটা ২, ০০০ টাকার শার্ট আছে যা পরলে আপনাকে সালমান খান, টম ক্রুজ এর মতো লাগবে 🙂
এখন আপনি ক্রেতা হিসেবে চিন্তা করেন, আপনি কি শার্টের স্যাম্পল না দেখেই শার্ট কিনার জন্য টাকা দিয়ে দিবেন? তাদের পুরো দোকান খালি। কিভাবে আপনি তাদের বিশ্বাস করবেন? যদি আপনি আপনি ক্লায়েন্টকে কাজের স্যাম্পল না দেখাতে পারেন তাইলে উনি কোন বিশ্বাসে আপনাকে কাজটা দিবে? হতে পারে যাই করেন সেই কাজে আপনি বস, আপনার অনেক অভিজ্ঞতা। কিন্তু কাজের স্ যাম্পল না থাকলে কাজ পাওয়ার চান্স কমে যায় 🙂
পোর্টফলিও ওয়েবসাইট বানানোর সময় সবাই যে বিপদে পড়ি, "যে কিভাবে ওয়েবসাইট বানাবো? আমিতো ডেভেলপার না? কোড জানি না?" ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখে পড়ি। তাদের সমস্যা সমাধানের জন্য একটি সম্পূর্ণ ১০০% ফ্রি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আসলাম। যার সাহায্যে আপনি কোন কোডিং জ্ঞান ছাড়াই সহজেই পোর্টফলিও ওয়েবসাইট বানাতে পারেনঃ)ঃ)
অনেকেই বিভিন্ন সময় বলেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের লিঙ্ক দেওয়ার জন্য। আশা করি সবার উপরকার হবে 🙂

কি কি সুবিদা আছে ফ্রি পোর্টফলিও ওয়ার্ডপ্রেসে থিমে?
-
👉 ফুল রেস্পন্সিভ ও মোবাইল ফ্রেন্ডলি
👉 ড্রাগ এন্ড ড্রপ এলিমেন্টর পেজ বিল্ডার
👉 ক্লিন ডিজাইন
👉 ওয়ান ক্লিক ডেমো ইন্সটল
👉 ১০+ সেকশন
👉 SEO ফ্রেন্ডলি
👉 ভিডিও ডকুমেন্টশন
👉 এবং আরও অনেক কিছু!

Free Download Link : https://essentialwebapps.com/preview/pikme-personal-portfolio-wordpress-theme/

Level 0

আমি Abdullah Nahian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস