কিভাবে ব্লগার সাইট ওয়ার্ডপ্রেসে মুভ বা ট্রান্সফার করবেন?

ইন্টারনেটে যে সমস্ত ব্লগিং প্লাটফর্ম গুলি উপলব্ধ আছে তাদের মধ্যে Blogger বা Blogspot যে একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফ্রম সে বিষয়ে কোন দ্বিমত নেই। কারণ,

ফ্রি সাব-ডোমেইন এবং ফ্রি হোস্টিংয়ের সাথে ব্লগ সাইট শুরু করে সেখানে গুগল অ্যাডসেন্স দ্বারা ওয়েবসাইট মনিটাইজ করে ফ্রিতে অর্থ উপার্জন করার জন্য,

ব্লগার বা ব্লগস্পট এর বিকল্প ব্লগিং প্লাটফ্রম আপনি আর একটিও পাবেন না। তাই বেশিরভাগ বেক্তিই  তাদের প্রথম ব্লগ সাইট Blogger থেকেই শুরু করেন।

কিন্তু এই সমস্ত সুবিধা গুলি থাকার শর্তেও Blogger এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা আছে বা অসুবিধার মধ্যে পড়তে হয় তাই অনেকেই ব্লগারের পরিবর্তে ওয়ার্ডপ্রেস পছন্দ করে।

আবার কেউ কেউ প্রথমে ব্লগার থেকে শুরু করলেও পরে তারা ওয়ার্ডপ্রেসে আসতে চায় আবার অনেকে একদমই ট্রান্সফার করে চলে আসে।

Blogger সাইট WordPress সাইটে মুভ বা ট্রান্সফার কেন করবেন?

১. ব্লগারের মধ্যে আপনি অল্পকিছুই প্রিলোডেড থিম পান যা একদম ভালো দেখতে হয় না তার সাথে কাস্টোমাইজেশনেরও সেরকম কোন অপসন থাকে না।

আর আপনি যদি কোন থার্ড পার্টি সাইট বা স্টোর থেকেও থিম ডাউনলোড বা কিনে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে থিম কাস্টোমাইজেশন অংকে কঠিক হয়ে দাঁড়ায় যদি না আপনার কোডিং সম্পর্কে জ্ঞান থাকে।

২. ব্লগার থেকে ফ্রি হোস্টিং পেলেও তা সম্পূর্ণ ভাবে আপনার নিয়ন্ত্রণে থাকে না, আপনি যদি কোন নীতি লঙ্ঘন করেন তাহলে ব্লগার থেকে আপনার সাইটটি ডিএক্টিভ করে দেওয়া হতে পারে আপনাকে কোনো আগাম নোটিশ না দিয়েই।

৩. ব্লগার সাইটে এসইওর করার তুলনায় ওয়ার্ডপ্রেস সাইটে এসইও করা অনেক সহজ। একটি ওয়ার্ডপ্রেস কনটেন্ট ব্লগার কনটেন্টের থেকে দ্রুত রেঙ্ক করানো সম্ভব।

৪. ব্লগার ওয়েবসাইটের লোডিং স্পিড ধীর বা কম হয়ে গেলে তা ইম্প্রোভ করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে যাদের html সম্পর্কে অভিজ্ঞতা থাকে না।

৫. ব্লগারে আপনার সাইট কাস্টমাইজ বা মডিফিকেশনের সুযোগ খুবই কম থাকে বা একদমই থাকেনা বললেই চলে। অন্যদিকে আপনি ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন্স সাহায্যে আপনিজেরকম চান সেরকম ভাবে প্রতিটি যিনি এক্সটেন্ড ও মোডিফাই করতে পারেন।

অর্থাৎ সব মিলিয়ে ওয়ার্ডপ্রেস থেকে নিজের সেলফ হোস্টেড ব্লগ সাইট খুলে ব্লগিংয়ের যে স্বাধীনতা পান, তা ব্লগার সাইট থেকে কোনো ভাবেই পাওয়া যায়না।

Level 1

আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস