একটি ব্লগ সাইট থেকে কি কি উপায়ে অর্থ উপার্জন করা যায়?

এরকম অনেকেই আছে যারা অনলাইন ইনকামের জন্য একটি ব্লগ সাইট শুরু করেছে বা শুরু করার কথা ভাবছে। আর তাদের মনে এই প্রশ্নটি আছে যে একটি ব্লগ সাইট থেকে কি ইনকাম করা যায়? বা করা গেলে কি উপায়ে এবং কত টাকা ইনকাম করা সম্ভব?

তাই আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যিনি সদ্য একটি ব্লগ সাইট শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন তাহলে আজ আপনি ঠিক জায়গায় এসেছেন।

কারণ আজকে এই আর্টিকেলের মধ্যে আমরা জানবো যে একটি ব্লগ সাইট থেকে অর্থ উপার্জন করা সম্ভব কিনা আর সম্ভব হলেও ঠিক কোন কোন উপায়ে অর্থ উপার্জন করা যায়।

তো চলুন আর বেশি দেরি না করে আমরা জেনেনি যে একটি ব্লগ সাইট থেকে কিভাবে বা কোন কোন উপায়ে ইনকাম করা সম্ভব।

একটি ব্লগ সাইট থেকে যেসব উপায়ে আয় করা সম্ভব

  1. অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে: একটি ব্লগ সাইট থেকে আয় করার সব থেকে সহজ ও প্রাথমিক উপায় হল অ্যাড নেটওয়ার্ক। আপনি আপনার ব্লগ কনটেন্ট গুগল এডসেন্স বা অন্য কোনো অ্যাড নেটওয়ার্কের দ্বারা মনিটাইজ করে ব্লগ সাইট থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
  2. এফিলিয়েট মার্কেটিং: একটি ব্লগ সাইট থেকে আয় করার আরেকটি খুবই জনপ্রিয় মাধ্যম হল ব্লগ সাইটে এফিলিয়েট প্রোগ্রামিং বা মার্কেটিং করা। আপনি ব্লগ সাইটে বিভিন্ন এফিলিয়েট প্লাটফর্মের প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমেও আয় করতে পারবেন। আর এই ক্ষেত্রে অ্যাড নেটওয়ার্ড ও এফিলিয়েট প্রোগ্রাম দুটি একই সাথেই ব্যবহার করতে পারবেন ব্লগ সাইটে।
  3. ই-কমার্স স্টোর: আপনি আপনার ব্লগ সাইটটি ই-কমার্স স্টোর বা স্টোরের মতো ব্যবহার করে নিজের প্রোডাক্ট বিক্রি বা অন্য কোন প্রোডাক্ট রিসেলিং করার মাধমেও আয় করতে পারবেন।
  4. পেইড প্রোডাক্ট রিভিউ বা স্পন্সর স্পট: আপনার ব্লগ সাইটে যেকোনো প্রোডাক্টের পেইড রিভিউ করে ও স্পন্সর স্পষ্ট পাবলিশের মাধ্যমে আয় করা সম্ভব এবং যা অনেক জনপ্রিয় বিভিন্ন ব্লগ সাইটের ক্ষেত্রে। আপনার যদি একটি টেক বা প্রযুক্তি ব্লগ সাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পন্সর স্পট ও পেইড রিভিউ করার মাধ্যমে অর্থ উপার্জন করার সুযোগ বেশি থাকবে।
  5. ডিজিটাল প্রোডাক্ট ও অনলাইন কোর্স: এছাড়াও আপনি আপনার সাইটে ডিজিটাল প্রোডাক্ট যেরকম ই-বই এবং অনলাইন কোর্স বিক্রয়ের মাধমেও আয় করতে পারেন।

কিন্তু অবশ্যই মনে রাখবেন ওপরে যে উপায় গুলি প্রদান করলাম তা কার্যকর হওয়ার জন্য অবশ্যই আপনার ব্লগ সাইটে পর্যাপ্ত ভিসিটর্স বা ট্রাফিক থাকা প্রয়োজন কারণ ওপরের বিষয়গুলি ফলপ্রসূ করার মাধ্যম অর্থ উপার্জন তখনি সম্ভব হবে।

একটি ব্লগ সাইট থেকে কোন কোন উপায়ে আয় করা সম্ভব তা তো জানলাম। এবার চলুন জেনেনি যে একটি বাংলা ওয়েবসাইট বা ব্লগ সাইট থেকে ব্লগিং করে পর্যাপ্ত পরিমান টাকা উপার্জন করা কি সম্ভব?

হ্যাঁ, অবশ্যই করা সম্ভব।

কিন্তু এই ব্যাপারটি অবশ্যই আপনার জানা প্রয়োজন যে আপনি একটি English ব্লগ সাইটের মতো ততো বেশি ভিসিটর্স একটি বাংলা ব্লগ সাইটে পাবেন না আর যার ফলস্বরূপ অর্থ উপার্জন করাটাও একটু কম হবে।

কারণ আপনি আমি সবাই জানি যে English কীওয়ার্ড লিখে বিশ্বের সমস্ত জায়গা থেকে সার্চ করা হয়। কিন্তু বাংলা কীওয়ার্ড লিখে সার্চ করার লোক English কীওয়ার্ড ব্যবহারকারীদের থেকে কম।

কিন্তু তার মানে এই না যে আপনি বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারবেন না। অবশ্যই পারবেন এবং যথেষ্ট ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন।

এখন বাংলা কীওয়ার্ড লিখে বহু লোকে সার্চ করছে আর বাংলা ব্লগ সাইটের সংখ্যাও অনেক বাড়ছে। যা দেখে বোঝা যাচ্ছে যে বাংলা ব্লগিংয়ের ভবিষৎ ভালো হতে চলেছে।

এছাড়াও গুগল অ্যাডসেন্স এর স CPC এবং ক্লিক পার অ্যাডস বাংলা কিবোর্ডগুলিতে মোটামোটি ভালোই আছে।

সবার শেষে এটাই বলবো যে আপনি যদি ব্লগিং শুরু করতে চান তাহলে আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

আপনি যদি ব্লগ বা ব্লগিং এবং অনলাইন ইনকাম সম্পর্কে একটি পূর্ণ দিকনির্দেশনা চান আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি আমার সাইটটি ভিসিট করতে পারেন এখানে ক্লিক করুন

Level 1

আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস