ফ্রিতে Themeforest থেক থিম ডাউনলোড করুন!

টাইটেলে যা দেখেছেন তা সত্যি! হ্যাঁ, আপনারাও পারবেন ফ্রিতে থিম নিতে। তাও আবার Themforest থেকে। সেজন্য নিচের Step গুলো Follow করুনঃ-

  1. প্রথমে আপনি একটি ব্রাউজার খুলুন যেটা আপনার কাছে মিষ্টি লাগে।
  2. তারপর Adress বারে লিখুনঃ https://themeforest.net/free/wordpress-themes
  3. এখান থেকে আপনি কতকগুলো থিম ফ্রিতে পাবেন। প্রতিমাসে ৩-৪টি থিম এখান থেকে ফ্রিতে পাতে পারেন। তবে সেজন্য আপনাদের একটি Themeforest এর অ্যাকাউন্ট খুলতে হবে।
  4. অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তা আপনারাও করতে পারবেন। সেজন্য আমি এই স্টেপটি দেখাচ্ছি না। [যদি অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় আমাকে জানাবেন]
  5. অ্যাকাউন্ট খুলে লগ ইন করার পর এখান থেকে যেই থিমটি আপনার ভালো লাগে সেই থিমটির ডান অথবা বাম কোনায় লেখা Download for free লেখায় ক্লিক করুন। শুধুমাত্র সাইন ইন করা অবস্থায় এটি দেখাবে।
  6. এরপর থিমটির Details আপনারা পেয়ে যাবেন। আপনার ইচ্ছা হলে আপনি পড়ে নিতে পারেন। এরপর ডান পাশে লেখা থাকবে Download it free!. এই লেখার উপর ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।

বিশেষ দ্রষ্টব্যঃ এগুলো ফ্রি থিম হলেও এতে প্রিমিয়াম কোয়ালিটির ফিচার রয়েছে। তবে এই থিমগুলোতে আপনি লাইসেন্স কী পাবেন না। ফলে পরবর্তীতে থিমের কোনো আপডেট থাকলে আপনি তা আপডেট করতে পারবেন না।

টিউনস্টি ভালো লাগলে সাথেই থাকুন!

Level 0

আমি শরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস