MagOne একটি SEO Friendly, Responsive and Ads Ready Blogger Template.
আশা করছি এ টেপ্লেটটির পরিপূর্ণ ফিচার্স ব্লগিংয়ের সকল প্রয়োজন মিটিয়ে নিতে সমর্থ হবে।
Magone অত্যান্ত ভালমানের ও উন্নতমানের একটি ব্লগার থিমস। একটি ব্লগ ব্যবহারের পূর্ণাঙ্গ ফিচার্স এর ভীতরে সেট করা রয়েছে। এটিকে যে কোন স্টাইলে ব্যবহার করা যায়। আপনি চাইলে এটি ম্যাগাজিন কিংবা পার্সনাল উভয় ধরনের ব্লগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
তবে এই ব্লগের ফিচার্সগুলো অত্যান্ত জটিল হওয়ার কারনে এটি সেটআপ সম্পর্কে ধারনা নেওয়া অনেক জরুরী। নিচে আমরা এর বিশেষ কয়েকটি ফিচার্স নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সবগুলি ফিচার্স সংক্ষেপে দেখব এবং এর সেটাআপ গাইড আপনাদের সাথে শেয়ার করব।
আপনাদের অনেকের হয়ত MagOne থিমটির সাথে পরিচয় রয়েছে। অতি পরিচিত ও জনপ্রিয় একটি ব্লগার থিমস। এটি প্রোপার SEO সহ AMP অপটিমাইজ করা। অনলাইন থেকে এই থিমটির মূল্য পরবে ২৩ ডলার। একটিভ করার কারনে আমরা এই থিমস এর সকল ফিচার্স ব্যবহার করতে পারবেন।
MagOne template is flexible and responsive magazine template for Blogger/Blogspot websites. Drag and drop to built a magazine website in minute.
Feature Of MagOne Template
1. Do everything with your widgets.
2. Responsive Design.
3. Multiple Comment Systems.
4. Everything Ready for Articles.
5. Powerful Advance Designer Tool.
6.Template Options.
7. Translation Ready.
তাছাড়াও টেমপ্লেটটিতে আরো বিভিন্ন ধরনের উইজেট ও ডিজাইন যুক্ত করা আছে, যেগুলি বিস্তারিত বিশ্নেষন করার সম্ভব নয়। সে জন্য আমরা সংক্ষেপে ফিচার্সগুলি আপনাদের সামনে তুলে ধরছি।
এ ছাড়াও আরো বেশ কিছু ফিচার্স রয়েছে, যেগুলি এখানে আমরা বর্ণনা করছি না। আপনি টেমপ্লেটির লাইভ ডেমো দেখলে পরিপূর্ণ ধারনা নিতে পারবেন।
[Preview #eye#] [Download #download#]
যদি টেমপ্লেটটি নিয়ে কারো কোনো সমস্যা থাকে কিংবা এটি সেটআপ করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আপনাদের যতোটুকু পারি সাহায্য করব।
আমি আল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।