এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশী এবং ব্লগিং এর মাধ্যমে জনপ্রিয়তা বা, টাকা আয় করা আপনার উদ্দেশ্য। তাহলে আমার পরামর্শ থাকবে ব্লগস্পট বেছে নেয়া।
আর, দামী হোস্টিং(কমদামে কিনলে স্পিড পাবেন না, অফলাইনে থাকবে), এস ই ও টুল এর প্রিমিয়াম একাউন্ট, প্রিমিয়াম প্লাগ ইন এগুলো কেনার সামর্থ্য থাকলে ওয়ার্ডপ্রেস সেরা। ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এস ই ও সহজে করা যাবে, ইউজাররা ডিজাইন দেখে খুশী হবে।
ব্লগস্পটে ইউজার বলে কিছু থাকবে না, ভিজিটর থাকবে। স্ট্যাটিক ওয়েবসাইটে নিজের লেখাগুলো পাঠকদের কাছে পৌছে দিতে পারবেন। হোস্টিং এর জন্য কোন খরচ নাই, সাইট অফলাইনে যাবে না এবং ওয়েবসাইট লোডিং স্পিড পৃথিবীর সব প্রান্ত থেকে ভালো থাকবে। শুধু নিজের লেখা অন্যদের কাছে পৌছে দেয়ার জন্য ব্লগস্পট সেরা। গুগল সার্চে ওয়েবসাইটের স্পিড, আর লেখার মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নতুন শুরু করতে চাইলে ব্লগস্পটে লেখা শুরু করে দিন। এখানে যে সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে-
প্রফেশনাল ওয়েবসাইট তৈরির পরিকল্পনা থাকলে আমি বলবো ওয়ার্ডপ্রেস বেছে নিতে। একটি ফোরাম, প্রশ্নোত্তর ওয়েবসাইট, কোন প্রডাক্ট বিক্রির ওয়েবসাইট এবং আরো হাজার রকম সুবধা ওয়ার্ড প্রেসে পাওয়া যাবে। তবে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যে হোস্টিং নিয়ে ওয়ার্ড প্রেস সাইট তৈরি করবেন তাদের কাছ থেকে ভালো স্পিড আশা করতে হলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। ২০১৯ সালের গুগল সার্চে সাইট লোডিং স্পিড অত্যন্ত দরকারি একটা ফ্যাক্টর।
আমি সাবিলা নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 28 টিউনারকে ফলো করি।