wordpress এর জন্য সাহায্য চাই …

যাক অনেক দিন পর সাইটটাতে ঢুকতে পারলাম ...।

আমি wordpress দিয়ে একটা সাইট বানিয়েছি । সাইট টা লগিন , সাইন আপ , পোষ্ট সব ঠিক আছে কিন্তু সমস্যাটা হলো কমেন্ট নিয়ে । কেউ যদি কমেন্ট করে তাহলে এডমিন গ্রহন করা ছারা সেই কমেন্ট প্রকাশ পায় না । আমি চাই কমেন্টও সরা সরি প্রকাশ পাক । এর জন্য আমাকে কি করতে হবে ? কেউ যদি জানেন প্লিজ সাহায্য করেন ।

আমার ব্লগ এর লিঙ্ক হলোঃ http://bd-a2z.co.cc/

ব্লগ এর পোষ্ট দেখে কেউ উলটা পালটা কমেন্ট কইরেন না । এটা আমি শিখার জন্য করেছি । সব পোষ্ট কপি করা । নিজের কোনো লেখা নেই । :P

ওও আর একটা কথা  ইউজার লেভেল আমি author করে দিয়েছি এতে কি কোনো সমস্যা হবে ???

আশা করি সাহায্য পাব সবার
ধন্যবাদ

Level New

আমি ইকরামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেটিংস থেকে কমেন্ট সেটিংস ঠিক করে দিন।

    করেছি তার পরও হচ্ছে না 🙁

    Discussion Settings থেকে Before a comment appears এর ঘর থেকে দুটো চেকবক্সই আনচেক করে দিন। তাহলেই হয়ে যাবে।

    এটাও করে ছি তার পরও হচ্ছে না

    এটা দেখুন http://i53.tinypic.com/4vin10.jpg

    এখন তো মডারেশন ছাড়াই কমেন্ট পাবলিশ হওয়ার কথা। অবশ্য স্প্যাম হলে আলাদা কথা। তবে আপনার সেটিংস অনুযায়ী কিন্তু ইউজারকে অবশ্যই লগডইন হতে হবে কমেন্ট করার জন্য।

    হু জানি । এর পরেও কেনো যে হচ্ছে না এইটাই বুঝতে পাচ্ছি না

আপনি ওয়ার্ডপ্রেস আপডেট দিতে পারেন । আর না হলে নতুন করে ইন্সটল !

@ বাবর ঃ হে হে আপনে মনে হয় সাহায্য বিভাগেই আটকাইয়া গেছেন 😀

    ভাই এইটা সেট আপই দিলাম মাত্র কয়েকদিন আগে । এত কষ্ট করার পর বলেন আবার সেটাপ দিতে 🙁
    আর আপডেট কি দিব ? এইটাতো একদম লেটেষ্ট ভার্সন ।

ইউজার লেভেল অথোর করে দিয়েছেন এটাই মূল সমস্যা।