বছরের অর্ধেক সময় প্রায় শেষ। ্এই সময়ে ্এসে কোন স্মার্টফোনগুলো বাজার নিজেদের দখলে রেখেছে আজ আমরা তাই দেখব ও জানব। বরাবরের মতই বাজারে নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছে দক্ষিণ-কোরিয়ান টেক জায়ান্ট Samsung. সর্বশেষ তাদের মিডল ও লো মিডল রেন্জের দুটি সিরিজ Samsung Galaxy A series ও Samsung Galaxy M series যা সব কম্পানিকেই ছাড়িয়ে গেছে। আমাদের এই Ranking এ 10 টি স্মার্টফোনের মধ্যে Samsung এর 6টি ফোন স্হান করে নিয়েছে। Samsung Galaxy A series এর Samsung Galaxy A50, Samsung Galaxy A70, Samsung Galaxy A30, Samsung Galaxy A20 ও Samsung Galaxy A10 সহ মোট 5টি Galaxy A series জায়গা করে নিয়েছে। এছাড়া Samsung Galaxy M series এর Samsung Galaxy M40 ফোনটিও জায়গা পেয়েছে। এছাড়া Xiaomi এর তিনটি ফোন আমাদর Ranking এ জায়গা পেয়েছে। Xiaomi এর Xiaomi Redmi Note 7 খুব ভাল অবস্থানে রয়েছে এবং Samsung এর সঙ্গে বেশ ভাল প্রতিযোগিতা করছে। এছাড়াও Xiaomi এর Xiaomi Mi 9T ও Xiaomi Redmi K20 Pro ও ভাল করছে। ্এর বাইরে শুধুমাত্র Motorola এর একটি ফোন Motorola One Pro Ranking এ জায়গা পেয়েছে।
Huawei এর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের কোন ফোন বাজারে ভাল অবস্থানে নেই। যার পুরো ফায়দা নিচ্ছে Samsung ও Xiaomi. এছাড়া Google তাদের পাশ থেকে সরে দাড়ানোর ফলে তারা বড় ধাক্কা খেয়েছে।
যাই হোক Ranking এর সবগুলো Smartphone এর Full Specifications জানা যাক।
আরও জানতে নিচের লিংককে যান.
https://glazetechbd.blogspot.com/2019/06/10-trending-smartphones-of-june-2019.html
আমি গ্লেইজ টেক। , https://glazetechbd.blogspot.com/ বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hi,
Good but i think Xiaomi redmi note 7 is No 1