আপনিও বানান Freelancer Nasim ভাইয়ের মতো ওয়েবসাইট

আসসালামু আলাইকুম.
সবাই কেমন আছেন, আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজকে আমি আপনাদের সাথে Freelancer Nasim ভাই যে ওয়ার্ডপ্রেস থিমটি use করতেছেন সেই থিমটি শেয়ার করবো। এই থিমটির সাহায্যে আপনি অতি সহজেই Freelancer Nasim ভাইয়ের মতো ওয়েবসাইট বানাতে পারবেন।

তো থিমটি Download করার আগে থিমটি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক।

🔸🔸🔸থিমটির পরিচয়:🔸🔸🔸

  • Name: Buddy Simple WordPress & BuddyPress theme
  • Current Version: 2.20.1
  • Developer: GhostPool
  • Size: 15.98MB

🔸🔸যে ওয়েবসাইট গোলোর জন্য থিমটি নিতে পারেন:🔸🔸

এটি হলো একটি BuddyPress থিম। এই থিমটির মাধ্যমে আপনি অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি দিয়ে আপনি অনেক ভালো মানের Community ওয়েবসাইট বানাতে পারবেন। যেমন Freelancer Nasim ভাই বানিয়েছেন।

 

🔹🔹🔹এক নজরে আগের টিউন গুলো:🔹🔹🔹

 

🔸🔸🔸কেন অন্যন্য থিম থাকতে এটি নিবেন:🔸🔸🔸

আপনি যদি কমিউনিটি ওয়েবসাইট অথবা সোশালিজে ওয়েবসাইট বানাতে চান। তাহলে অনেক ধরনের থিম ই পাবেন। কিন্তু আমার জানা মতে এটি তাদের মদ্যে সবচেয়ে ভালো একটি থিম।

এই থিমটি রয়েছে অসাধারণ ডিসাইন, যা আপনার সাইট কে দিবে প্রফেশনাল লুক।

🔸🔸🔸যা যা থাকছে এই থিমটিতে:🔸🔸🔸

  • BuddyPress integration
  • bbPress integration
  • Responsive
  • One click install
  • Shortcodes
  • Front-end login/register interface
  • Retina ready
  • Search engine optimisation (SEO)
  • Translation ready
  • Icon font (FontAwesome)
  • Clean code
  • Individual and global options
  • Create unlimited sidebars
  • Child theme
  • Contact Form 7 ready
  • JavaScript fallback
  • Compatible in all major browsers
  • Valid HTML5 and CSS3
  • আরও অনেক

 

তো আর দেরি কিসের এখনই ডাউনলোড করে নিন।

ডাউনলোড করুন: Download Buddy Theme

ডেমো দেখতে এখানে ক্লিক করুন

Level 2

আমি মো আজিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাসিমও ফ্রিল্যান্সার আর তেলাপোকাও পাখি