দ্রুততম ওয়েব হোস্টিং গুলো কোনটি জেনে নিন এখনি

টিউন বিভাগ ওয়ার্ডপ্রেস
প্রকাশিত
জোসস করেছেন

যারা ওয়েবসাইট এর কাজ করে তাদের জন্য হোস্টিং অনেক গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইট কে একটি ঘর বানিয়ে দিতে হোস্টিং এর গুরুত্ব অনেক। এক্ষেত্রে রয়েছে ভালো  খারাপ হোস্টিং। কোন কোন হোস্টিং এর স্পীড বেশি হয় আবার কোন কোন হোস্টিং এর স্পীড কম। তবে আমরা সকলেই চাই স্পিডি হোস্টিংই যেন আমরা কিনতে পারি। হোস্টিং জিনিসটাকে অনেকে অনেক সময় গুরুত্ব দেয় না। তবে বলে রাখি হোস্টিং আপনার সাইট রাঙ্কিং এ অনেক গুরুত্ব রাখে। গুগল এ যদি সার্চ করেন কিভাবে গুগল এর পেজ এ টপ করা যায় তাহলে সব গুলো সমাধান এর ভেতরে পেজ লোড স্পীড এই একটা সমাধান ও আসবে। আর পেজ লোড স্পীড অনেকটাই হোস্টিং এর উপর নির্ভর করে। আজকে আমি আপনাকে কিছু গাইড দিব যার মাধ্যমে আপনার ভালো ও উন্নত মানের স্পিডি হোস্টিং বাছাই করতে সুবিধা হবে।

1.Inmotion Hosting

অনেকেই হয়ত এই হোস্টিং সাইট এর নাম শুনেছে। এরা অনেক ভালো হোস্টিং দিয়ে থাকে। এদের থেকে হোস্টিং নিলে আপনার সাইট অনেক দ্রুত লোড হবে, কারন এদের সার্ভার অনেক জায়গায় আছে। তাই যে কোন দেশ থেকেই  আপনার সাইট ভিজিট করা হোক না কেন, সেক্ষেত্রে তার সব থেকে নিকটস্থ সার্ভার কাজ করে আপনার সাইট এর লোড স্পীড কমিয়ে দিবে। এটাই এই হোস্টিং প্রভাইডার এর বিশেষ একটা দিক। আর আমি এই হোস্টিং প্রভাইডারকে প্রথমে রাখার কারন হল, আপনি যদি গুগল এ সার্চ করেন ২০১৯ ফাস্ট হোস্টিং প্রভাইডার তাহলে inmotion ই আপনার কাছে প্রথমে আসবে।

2.SiteGround

siteground এর প্রতিটি হোস্টিং প্ল্যান এ এসএসডি ড্রাইভ আছে। সলিড স্টেট ড্রাইভ প্রযুক্তি নিয়মিত ড্রাইভগুলির তুলনায় ওয়েবসাইটগুলিকে ইনপুট এবং আউটপুট ১০০০ গুন বেশি দেয়। এছাড়াও siteground NGINX সার্ভার ব্যবহার করে। যা তাদের সকলে ওয়েবসাইটগুলিকে অনেক দ্রুত লোড হতে সাহায্য করে। এর পর যদি এটাও যথেষ্ট না হলে siteground এর আছে super caching system.জনপ্রিয় অ্যাপ্লিকেশান ওয়রদপ্রেসস, জুমলা এবং ড্রুপাল এগুলর জন্য রয়েছে তাদের super caching system.আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করতে চান তাহলে নিঃসন্দেহে siteground থেকে নিয়েনিন। কারন তাদের super caching system আপনার সাইটকে অনেক দ্রুত লোড হতে সাহায্য করবে। তবে siteground এর হোস্টিং প্ল্যানগুলোর একটু দাম বেশি। তবে অনেকেই আছে যাদের কুপন কোড ব্যবহার করলে আপনি ডিস্কাউন্ট পেতে পারেন।

 

3.Bluehost

Bluehost কাস্টম নির্মিত সার্ভার আছে এবং তা ওয়ার্ডপ্রেস জন্য অপ্টিমাইজ করা হয়। Bluehost এর গতি সর্বোচ্চ হওয়ার জন্য কোন খ্যাতি নেই, তবে গতিটি যথাযথভাবে ভাল, সব কিছু বিবেচনা করলে। তাদের একটি অনন্য সিস্টেম আর্কিটেকচার রয়েছে যা ওয়ার্ডপ্রেসকে দ্রুত করে তোলে, সুতরাং ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা জানতে পারবেন যে ব bluehost তাদের চাহিদাগুলির জন্য যথেষ্ট ভাল কাজ করে। সিস্টেম উন্নত NGINX আর্কিটেকচার এবং কাস্টম পিএইচপি-এফপিএম কনফিগারেশন সহ বিপ্লবী ভিপিএস প্লাটফর্মে নির্মিত।

আমি এখানে যতগুলো হোস্টিং প্রভাইডার এর নাম বলেছি সবগুলেই অনেক ভালো তবে এগুল সব বিদেশি হোস্টিং প্রভাইডার। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাতে চান তাহলে siteground আপনার জন্য বেসট হবে। তবে আপনি যদি বাংলাদেশ থেকে হোস্টিং নেন তাহলে আপনার সাইট শুধু বাংলাদেশেই লোড ভালো হবে অন্য দেশে হবে না। কারন বাংলাদেশের অনেক হোস্টিং  এর সার্ভার শুধু  এশিয়ার মধ্যে থাকে।

ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে টিউমেন্ট করবেন। এবং আমার সাইট টাও ঘুরে আসবেন। https://fusenations.com/

Level 0

আমি আরফিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস