প্রিয় টেকটিউনস ব্লগার কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। যারা ওয়ার্ডপ্রেস থীম নিয়ে চিন্তায় রয়েছেন বা টাকার জন্য থীম কিনতে পারছেন না তাদের জন্য আমি নিয়ে এসেছি দারুন একটি টেক থীম নিয়ে। এটি পাবেন সম্পূর্ণ ফ্রি! আপনার মনের মত সকল ফিচার পাবেন এই থীমটিতে। আমি গত বছর $59 দিয়ে কিনেছি। থীমটি পাবেন অনপেইজ অপটিমাইজেশন একদম ফ্রিতে। তবে এটি ইংলিশ ব্লগিং এর ক্ষেত্রে অপনপেইজটি খুব কার্যকর হবে। আপনি বাংলার জন্যও এটি ব্যবহার করতে পারবেন। আসুন দেখে নেই কি কি রয়েছে এই ফিচারে।
Blog/Magazine/News/Review and more + (5x faster loading in mobile)+ Custom cache system (2.4x faster) + GDPR Compliant + AdSense + WPML (translation ready) + RTL (Arabic, Hebrew, etc.) + 100% Responsive + WooCommerce + Tons of features + Gutenberg Optimized + SEO optimized + 160+ Elements & Modules + Unlimited Layouts + 7 Premium plugins for free + Lifetime free updates.
থীমটি ডেমো থেকে এখানে ক্লিক করুন। ডাউনলোড করতে এই লিংক থেকে ডাউনলোড করেনিন।
আরও টেকনোলজি টিউন পেতে ঘুরে আসুন আমার টেক বাংলা ব্লগ সাইট থেকে।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।