ওয়ার্ডপ্রেস স্টাগিং সাইট কি? কিভাবে স্টাগিং ওয়েবসাইট ক্রিয়েট করবে বিস্তারিত জেনে নিন

আমরা যারা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করি তাদের মাঝে মধ্যে আপডেট নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসে। কখনো ওয়ার্ডপ্রেস কোর আপডেট, কখন থিম বা কখনো প্লাগিন আপডেট। অনেক সময় আপডেট করার পর সেটা থিমে ঠিক মত কাজ করে না। যদিও এর পরিমাণ বেশি না কিন্তু নেহায়েত কম নয়।

তো চলুন দেখে আসি কিভাবে ওয়ার্ডপ্রেস স্টাগিং সাইট ক্রিয়েট করতে হোয়।

ধাপ – ১ঃ প্রথমে আপনার cPanel এ লগইন করে একটা sab-domain ক্রিয়েট করুন অথবা একটি টপ লেভেল ডোমেইন addon ডোমেইন হিসেবে add করুন।

ধাপ-২ঃ তারপর আপনার cPanel থেকে softaculous এ জান। তারপর নিচের স্ক্রিনশট এর মত পেইজ এর উপড়ে ডান কর্নার থেকে all installations‘ আইকনে ক্লিক করুন।

ধাপ-৩ঃ এরপর আপনি নিচের মত installation লিস্ট দেখবেন।  এরপর মার্ক করা আইকনে (create staging) ক্লিক করুন।

ধাপ-৪ঃ তারপরের পাতায় আপনি নিচের স্ক্রিনশট এর মত একটি পেজ দেখতে পাবেন। সেখানে সঠিক তথ্য দিয়ে ‘create staging‘ বাটনে ক্লিক করুন। বেস আপনার কাজ শেষ।

>কার কিছু জানার থাকলে টিউমেন্ট করতে পারেন।

> Get web hosting with 50% special discount from MucaHost by using coupon code 'TechTunes50'.

ধন্যবাদ 🙂

Level 0

আমি মাহমুদ সাবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

techtunes.io এর একজন সদস্য হতে পেরে আমি গর্ভিত । আমাদের সকল টিউটোরিয়াল দেখতে আমাদের ওয়েবসাইট https://mucahost.com/knowledgebase.php ভিসিট করে দেখতে পারেন । আবার সবাইকে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস