ওয়ার্ডপ্রেস এর RSS Feed এ থাম্বনেইল দেখান কোড এর মাধ্যমে

আমরা জানি যে, ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস আরএসএস ফীড থাম্বনেইল দেখায় না। যে বিষয় টা শুধু আমার কাছে না অন্যসব ইউজার যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের কাছেও কোন ভাবে গ্রহণযোগ্যতা পায় না। আরএসএস ফীড এ থাম্বনেইল দেখালে সেটা দেখতে যেমন ভালো লাগে তেমনি অন্যান্য সুবিধাও আছে। তাই আমি এখন আপনাদের সাথে একটা কোড শেয়ার করছি যেটা ব্যবহার করলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর আরএসএস ফীড এ থাম্বনেইল দেখাবে।

add_filter('the_content_feed', 'rss_post_thumbnail');
function rss_post_thumbnail($content) {global $post; if(has_post_thumbnail($post->ID)) $content = '<p>'. get_the_post_thumbnail($post->ID, 'thumbnail'). '</p>'. $content; return $content;}

উপরের কোডটা কপি করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম এর functions.php ফাইলে পেস্ট করে সেভ করুন। ব্যাস কাজ শেষ এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস আরএসএস ফীড এ থাম্বনেইল দেখাবে।
ধন্যবাদ সবাইকে।

এই টিউন টি প্রথম প্রকাশিত: ‘আইটি বাতায়ন‘

Level 0

আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস