ওয়ার্ডপ্রেস থিমে মেনু সাপোর্ট না করলে কিভাবে সাপোর্ট করাবেন দেখে নিন

আশাকরি সবাই অনেক ভালো আছেন। আজ আমি একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ টিউন করতে বসেছি। আমরা যারা নিয়মিত টেকটিউনস ভিজিট করি বা লেখা-লেখি করি তাদের মধ্যে অনেকেই আছেন যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস সাইট আছে। কেউ ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে শখের বসে আবার কেউ আছেন প্রফেশনাল ব্লগার তবে প্রফেশনালদের কথা না হয় আপাতত বাদ দিলাম যারা সবেমাত্র ওয়ার্ডপ্রেস থিম এডিটিং করা শুরু করেছেন তারা হয়ত একটা জিনিষ খেয়াল করবেন যে অধিকাংশ স্টার্টার ওয়ার্ডপ্রেস থিমে মেনু সাপোর্ট করে না। আর এই জন্য অনেকে থিমটাই বাদ দিয়ে দেন কিন্তু সামান্য কিছু কোডিং এর মাধ্যমে আপনি নিজেই চেষ্টা করে আপনার ওয়ার্ডপ্রেস থিমে মেনু সাপোর্ট করিয়ে নিতে পারেন। আর এটা করার জন্য নিচের স্টেপ গুলি খেয়াল করুন:
১. প্রথমে কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন।

function register_my_menus() {register_nav_menus(array('header-menu' => _('Header Menu')));}
add_action('init', 'register_my_menus');

২. এবার আপনি নিচের কোডটুকু কপি করে আপনার থিমের যে স্থানে মেনু শো করাতে চান সেখানে পেষ্ট করে সেভ করুন।

<?php wp_nav_menu(array('theme_location' => 'header-menu'));?>

এবার হোমপেজ রিফ্রেশ করে দেখুন মেনু ডিসপ্লে হচ্ছে।
আমার একটা ইংরেজি ব্লগ আছে মন চাইলে ঘুরে আসতে পারেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস