অনেকে Bikroy.com এর মত WordPress Theme খুঁজেন, কিন্তু পান না। তাদের জন্য নিয়ে এলাম একটি Theme.
সবাই ডেমো টা দেখতে পারেন। আশা করি ভাল লাগবে। আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন আর কী কী এড কার যায়।
এটা বিক্রির জন্য।
ভাবছি Themeforest আপলোড করব।
Demo Link- http://coderstheme.com/demo/bikroy/
আমি অন্ধকার জীবণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক কথাতে একটি অসাধারন থীম তৈরি হয়েছে, শেয়ার করার জন্য ধন্যবাদ। ব্রাদার, আপনি কি নিজে এই থীমের ডেভেলপার? যাইহোক অনেক দিন ধরে আশা ছিল বিক্রয় ডট কমের মত একটি ক্লাসিফায়েড সাইট তৈরি করার এবং এই থীমটি আমি ক্রয় করতে আগ্রহী। অনুগ্রহ করে উক্ত থীমের ডেভেলপারের নাম, প্রতিষ্ঠান, ঠিকানা, ফেবু আইডিসহ আমাকে ইমেইল করলে কৃতজ্ঞ থাকিব। মেইলঃ [email protected]
থীম সম্পকে পরামশঃ
১। থীমে বিভিন্ন ক্যাটাগরীর এড স্লট ব্যবস্থা থাকলে ভাল হয়, কারন অনেক প্রতিষ্ঠান স্পনসরড এড করবে।
২। স্পন্সরড পোষ্টের ব্যবস্থা থাকতে হবে, বলা যেতে পারে বিক্রয় ডট কমের মত বাম্পার পোষ্ট ব্যবস্থা। অথাৎ যারা টাকা খরচ করে এড/পোস্ট করবে তাদের পোস্ট গুলো স্বয়ংক্রিয়ভাবে ভিজিটরদের নজরে আসবে, ১ম দিকে ভিউ থাকবে।
৩। বাংলাদেশী মানচিত্র সংযোজন করলে আরো ভাল লুক দেখাবে
৪। প্রত্যেক ইউজারের ভেরিফিকেশন সিস্টেমটা যুক্ত করলে ভাল হয়।
৫। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য শপ/স্টোর পেজের ব্যবস্থা করা যেতে পারে। যেমনঃ বিক্রয় ডট কমে বিভ্ন্ন প্রতিষ্ঠানের জন্য তারা নিজেরা আলাদা আলাদাভাবে শপ/স্টোর পেইজ ক্রিয়েট করে রেখেছে।
৬। নিজউ টীকারের ব্যবস্থা রাখা যেতে পারে।