————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পর্ব ভিত্তিক টিউন। আশা করি সবাই সাথেই থাকবেন।
মূল আলোচ্য বিষয়ে যাওয়ার আগে বিষয়বলী জেনে নেওয়া যাক।
আমরা যারা নতুন আছি বা ব্যাসিক থেকে প্রফেশনাল ভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই বা ওয়েব সাইট তৈরি করতে চাই তাদের জন্য এই টিউন। চেষ্টা করবো ফ্রি হোস্টিং এবং ডোমেইন দিয়ে ব্যাসিক থেকে কিভাবে প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরি করা যায়।
তাহলে চলুন যেনে নেওয়া যাক আমরা কোন হোস্টিং গুলো নিবো?
আমাদের হোস্টিং হিসেবে থাকবে ইনফিনিটি ওয়েব হোস্টিং
এবং ডোমেইন হিসেবে থাকবে ডট সিএ, ডট এমএল, ডট টিকে, এই গুলোর মধ্যেই যে কোনো একটা দিয়ে চালাবো এর পর ব্যাসিক শেষ হলেই আমরা চলে যাব প্রিমিয়াম এর দিকে।
এবং ব্যাসিক থেকে আমরা উন্নিত হব প্রফেশনালের দিকে।
সি এম এস হিসেবে থাকবে সবার সেরা ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেস দারুণ সব ফিচার যুক্ত সিএমএস, এখানে যেকোনো ত্রুটি একটু চেষ্টা করলেই মুক্ত করা যায়।
ইনফিনিটিনি ফ্রি ডট নেট এই হোস্টিংটা একটু ভিন্ন মানের।
চলুন দেখা যাক কি কি সুবিধা পাবো আমরাঃ
WordPress, Joomla, Drupal, MyBB, PrestaShop, phpBB,
আমাদের টিউটোরিয়াল গুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রতিটা পর্বের জন্যেই থাকবে ভিডিও টিউটোরিয়াল শুধু ক্লিক করে দেখতে হবে।
তো এই ছিলো আজকের আলোচ্য বিষয়। আমাগী টিউনে আবার দেখা হবে সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।
যদি আপনি চান যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে টিউটোরিয়াল গুলো ফলো করতে তাহলে Tech & Talk এ সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান।
ধন্যবাদ সবাইকে।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}
ভাই চালিয়ে যান…আমরা সঙ্গে আছি।
কিছু মনে করবেন না।
আপনার টিউনে একটি বানান ভূল আছে (আমাগী) তাই দয়া করে বানানটি ঠিক করে আপডেট করে দেন।