প্রথমেই আমার সালাম নিবেন। প্রিয় ভাই-ব্রাদার. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিউন নিয়ে কিভাবে কোন প্লাগিন ছাড়াই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড বাড়িয়ে নিবেন আর আপনার সাইটের হোস্টের ব্যান্ডউইথ সাশ্রয় করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক?
প্রথমেই আপনাকে যেতে হবে আপনার হোস্টের ফাইল ম্যানেজারে। তারপর public_html এ .htaccess ফাইল টি খুঁজে বের করুন। নিচের চিত্রের মত.
তারপর ফাইলটটিকে ইডিট করতে হবে। তো ইডিট অপশনে চলুন আমার মত.
এখানে.htaccess এ কিছু কোড গুলো দেখতে পারতেছেন। এখন আমরা এখানে কিছু কোড বসাবো। নিচের থেকে কোডটা কপি করে নিবেন
# BEGIN GZIP COMPRESSION
mod_gzip_on Yes
mod_gzip_dechunk Yes
mod_gzip_item_include file \.(html?|txt|css|js|php|pl)$
mod_gzip_item_include handler ^cgi-script$
mod_gzip_item_include mime ^text/.*
mod_gzip_item_include mime ^application/x-javascript.*
mod_gzip_item_exclude mime ^image/.*
mod_gzip_item_exclude rspheader ^Content-Encoding:.*gzip.*
# END GZIP COMPRESSION
# BEGIN DEFLATE COMPRESSION
AddOutputFilterByType DEFLATE "application/atom+xml" \
"application/javascript" \
"application/json" \
"application/ld+json" \
"application/manifest+json" \
"application/rdf+xml" \
"application/rss+xml" \
"application/schema+json" \
"application/vnd.geo+json" \
"application/vnd.ms-fontobject" \
"application/x-font-ttf" \
"application/x-javascript" \
"application/x-web-app-manifest+json" \
"application/xhtml+xml" \
"application/xml" \
"font/eot" \
"font/opentype" \
"image/bmp" \
"image/svg+xml" \
"image/vnd.microsoft.icon" \
"image/x-icon" \
"text/cache-manifest" \
"text/css" \
"text/html" \
"text/javascript" \
"text/plain" \
"text/vcard" \
"text/vnd.rim.location.xloc" \
"text/vtt" \
"text/x-component" \
"text/x-cross-domain-policy" \
"text/xml"
# END DEFLATE COMPRESSION
এখান থেকে কোডটা কপি করতে সমস্যা হলে এখান থেকে কপি করুন। এবার নিচের চিত্রের মত .htaccess একবারে নিচের দিকে কপি করা কোডটি বসান।
এবার ফাইলটি সেভ করুন। ব্যাস হয়ে গেল.
এখন দেখুন আপনার সাইটের স্পিড কতটা বেড়ে গেছে।
সাইটের স্পিড পরিমাপের জন্য http://www.pingdom.com ইউজ করে দেখতে পারেন।
ধন্যবাদ এত কস্ট করে পোস্টটি পড়ার জন্য। কোন সমস্যা হলে নিচে টিউনমেন্ট করবেন আমি উত্তর দেয়ার চেস্টা করব ইনসাল্লাহ।
সৌজন্যে আমার সাইট: JobsNews24.Net 🙂
আমি নূর শাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাদ। টিউন করতে ভালবাসি। আমার ওয়েব: https://mobilepriceall.com
ধন্যবাদ, জেজীপ কম্প্রেসার এর ফুল কোডটি শেয়ার করার জন্য।