আপনার ওয়েবসাইট লোডিং হতে বেশি সময় নেয়? এদিকে আসুন আপনার ওয়েবসাইটের স্পিড বাড়ান

টিউন বিভাগ ওয়ার্ডপ্রেস
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড বাড়াবেন।  আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এটা খুব গুরুত্ব পূর্ণ ব্যাপার যে আপনার সাইটের স্পিড কেমন।  কারণ আজকাল আপনার সাইটের স্পিড এর উপর আপনার ভিসিটর নির্ভর করছে। আপনার ওয়েবসাইটের স্পিড যদি ভালো হয় তবে আপনি আপনার ভিসিটর ধরে রাখতে পারবেন।

বর্তমানে গুগল রেঙ্কিং ফ্যাক্টর এর মধ্যে সাইট স্পিড অন্যতম।  তাই এখন ই আপনার সাইট স্পিড বাড়িয়ে নিন। নিম্মের পদ্দতি অবলম্বন করে আপনি সাইট এর স্পিড বাড়াতে পারবেন।

প্রথমে আপনার cpanel থেকে File Manager এ গিয়ে.htaccess ফাইলে এডিট করে নিচের কোড টুকু কপি করে পেস্ট করে দিন।

# Accept-Encoding Header
<IfModule mod_headers.c>
<FilesMatch ".(js|css|xml|gz|html)$">
Header append Vary: Accept-Encoding
</FilesMatch>
</IfModule>
# End Accept-Encoding Header

## EXPIRES CACHING ##
<IfModule mod_expires.c>
ExpiresActive On
ExpiresByType image/jpg "access 1 month"
ExpiresByType image/jpeg "access 1 month"
ExpiresByType image/gif "access 1 month"
ExpiresByType image/png "access 1 month"
ExpiresByType text/css "access 1 month"
ExpiresByType text/html "access 1 month"
ExpiresByType application/pdf "access 1 month"
ExpiresByType text/x-javascript "access 1 month"
ExpiresByType application/x-shockwave-flash "access 1 month"
ExpiresByType image/x-icon "access 1 month"
ExpiresDefault "access 1 month"
</IfModule>
## EXPIRES CACHING ##

<ifModule mod_gzip.c>
mod_gzip_on Yes
mod_gzip_dechunk Yes
mod_gzip_item_include file.(html?|txt|css|js|php|pl)$
mod_gzip_item_include handler ^cgi-script$
mod_gzip_item_include mime ^text/.*
mod_gzip_item_include mime ^application/x-javascript.*
mod_gzip_item_exclude mime ^image/.*
mod_gzip_item_exclude rspheader ^Content-Encoding:.*gzip.*
</ifModule>

# BEGIN Expire headers
<ifModule mod_expires.c>
ExpiresActive On
ExpiresDefault "access plus 5 seconds"
ExpiresByType image/x-icon "access plus 2592000 seconds"
ExpiresByType image/jpeg "access plus 2592000 seconds"
ExpiresByType image/png "access plus 2592000 seconds"
ExpiresByType image/gif "access plus 2592000 seconds"
ExpiresByType application/x-shockwave-flash "access plus 2592000 seconds"
ExpiresByType text/css "access plus 604800 seconds"
ExpiresByType text/javascript "access plus 216000 seconds"
ExpiresByType application/javascript "access plus 216000 seconds"
ExpiresByType application/x-javascript "access plus 216000 seconds"
ExpiresByType text/html "access plus 600 seconds"
ExpiresByType application/xhtml+xml "access plus 600 seconds"
</ifModule>
# END Expire headers

আপনার Cpanel এর কাজ শেষ।  এখন যেকোনো একটি Caching প্লাগিন ইনস্টল করুন।  আপনি ফ্রি তে পাবেন

W3 Total Cache অথবা W3 Super Cache যেকোনো একটি ইনস্টল করে কনফিগার করে নিন।

আপনি চাইলে WP Rocket প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল করতে পারেন। এটা ক্যাশিং প্লাগিন এর মধ্যে সব চেয়ে বেশি কাজ করে।

আপনি WP Rocket প্রিমিয়াম প্লাগিন ডাউনলোড করতে পারবেন এখন থেকে।

ডাউনলোড করুন WP Rocket Premium WordPress Plugin

এখন প্লাগিন ইনস্টল করে কনফিগার করে নিন।

এরপর আপনার ওয়েবসাইট স্পিড টেস্ট করুন দেখবেন আপনার সাইট এর স্পিড আশা করি অনেক ভালো হবে।

যেকোনো দরকার এ আপনি টিউমেন্ট করতে পারেন, সময় করে সল্ভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সবাই ভালো থাকবেন। অনেক অনেক ভালো।

Level 0

আমি নাজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নাজিম উদ্দিন, অনলাইন মার্কেটার হিসেবে গুগল এডসেন্স এ কাজ করছি। সাথে আমাজন এফিলিয়েট মার্কেটিং এ কাজ করছি। বর্তমানে আমার 8টা ওয়েবসাইট আছে। আশা করছি আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস