ওয়ার্ডপ্রেস এ গুরু শুধু 24 মিনিটে বাংলা টিউটোরিয়াল 2017

আজকে আমি ওয়ার্ডপ্রেস কি ? ওয়ার্ডপ্রেস ব্যবহারের এর সুবিধা, আসুবিধা এবং ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরীর জন্য কি কি বিষয়ে জানা প্রয়োজন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আসলে কি?
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা তৈরী করা হয়েছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং মাইএস্কিউএল ডাটাবেইজ ইউজ করে।

ভিডিও দেখতে ক্লিক করুন ঃ 
এখন কথা হচ্ছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি?
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটি ওয়েব এপ্লিকেশন যেটা আপনাকে একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস দিবে যেটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটটি ডিজাইন করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। এবং সেই ওয়েবসাইট টি ডিজাইন করার বা ম্যানেজ করার জন্য আপনার কোন ধরনের এইচটিএমএল, সিএসএস বা কমপ্লেক্স পিএইচপি,জাভাস্কিপ্ট শেখার কোন প্রয়োজন নেই।
এখন চলুন কথা বলি, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট তৈরী করবেন এবং তার জন্য কি কি প্রয়োজন।
ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরী করা জন্য মাত্র দুটি জিনিস প্রয়োজন একটি ডোমেইন নেইম এবং আরেকটি হোস্টিং।
তো, ডোমেইন কি ?
ডোমেইন নেইম হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। এটা একটা এড্রেস যেটা লিখে ইন্টারনেটে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি দেখা যাবে। ডোমেইন নেইম ইউজ করার আগে আপনাকে ডোমেইন নেইমটি রেজিষ্টার করা লাগবে। আর ডোমেইন নেইম ইউনিক হয় আর সেজন্য দু’টি ওয়েবসাইটের একটি ডোমেইন হয় না।
এবার কথা বলি, হোস্টিং নিয়ে।


হোস্টিং হচ্ছে ইন্টারনেটে একটি স্পেস যেটা আপনাকে কিনতে হবে আপনার ওয়েবসাইট টিকে ২৪ঘন্টা লাইভে রাখার জন্য। যাতে অনান্য ইউজার রা আপনার ওয়েবসাইটটিকে যেকোন সময় দেখতে পারে। এবং এটার জন্য নির্দিষ্ট সময় পর পর আপনাকে টাকা দেয়া লাগবে। এটা অনেকটা একটা বাসা ভাড়া নেয়ার মত, যেখানে আপনি থাকবেন এবং সেটার জন্য আপনাকে বাসা ভাড়া দেয়া লাগবে।

ভিডিও দেখতে ক্লিক করুন ঃ
কোথা থেকে এই ডোমেইন হোস্টিং কিনবেন ?
ডোমেইন বা হোস্টিং প্রোভাইডার দের কাছ থেকেই সাধারনত ডোমেইন বা হোস্টিং কিনতে হয়। উদাহরনস্বরূপ, নেইমচিপ এবং হোস্টগাটর। যারা আপনাকে ডোমেইন হোস্টিং প্রোভাইট করে থাকে।
ডোমেইন হোস্টিং কনফিগারেশন ঃ
সাধারনত একই প্রোভাইডার এর কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং নিলে, ডোমেইন-হোস্টিং কনফিগার করতে হয় না। কিন্তু একটা প্রোভাইডার এর কাছ থেকে ডোমেইন এবং অন্য আরেকজন প্রোভাইডার এর কাছ থেকে হোস্টিং নিলে
আপনাকে ডোমেইন -হোস্টিং কনফিগার করতে হবে। হোস্টিং কেনার পর আপনাকে এরকম একটা ইমেল দেয়া হবে যেখানে নেইম সার্ভার দেয়া থাকবে। এই নেইম সার্ভারটা আপনি আপনার ডোমেইন যেখান থেকে নিয়েছেন সেই একাউন্ট এ যেয়ে এই নেইম সার্ভারটা বসাতে। এবং ২৪ থকে ৪৮ ঘন্টা সময় লাগবে এই ডোমেইন হোস্টিং কনফিগার হতে।
এখন কথা বলি সি-পানেল নিয়ে। যেটি আপনি পাবেন হোস্টিং কেনার পরে এবং এখানেই আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল দিবেন। সফটাকুলাস টুলস ইউজ করে।
সি-পানেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেবার পর আপনি একটি এডমিন প্যানেল পাবেন এবং একটি ড্যাশবোর্ড পাবেন। এবং এই ড্যাশবোর্ড এর মাধ্যমেই আপনি আপনার ওয়েবসাইট টিকে সাজাবেন।

ভিডিও দেখতে ক্লিক করুন ঃ

 

ওয়ার্ডপ্রেস নিয়ে আরও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন -  

Level 0

আমি ইখলাস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস