ব্যাসিকালি, যখন আমাকে ক্লায়েন্টের জন্য সাইট বানাতে হয় তখন আমাকে লোকালহোষ্টে এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় Xamp বা Wamp এর মাধ্যমে। তাই আমি সময় বাচাতে এ পথ নেই।
টেকটিউনসের সকল ভিজিটরকে জানাই সালাম। যদি টেকটিউনসের শুরু থেকেই আমি আছি তবু সময়ের কারনে কোন টিউন করতে পারি না। তাই আজ সমউ নিয়ে বসে গেলাম। আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে লোকালহোষ্ট বা ফ্রি হোষ্টিং ছাড়া আপনি ওয়ার্ডপ্রেস টেষ্ট করবেন?
লোকালহোষ্টে বা ফ্রি হোষ্টিং এ ওয়ার্ডপ্রেস টেস্ট করতে অনেক ঝামেলা পোয়াতে হয়।
যেমনঃ
1. WordPress থেকে wordpress ডাউনলোড করতে হয়।
2. ডাউনলোড ফাইল আনজিপ করতে হয়।
3. htdocs ফাইল কপি করে রাখতে হয়।
4. phpMyadmin এডাটাবেজ বানাতে হয়, তার পর ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি ফিলাপ করে ইন্সটলেশন করতে হয়।
সাইটের লিংক : http://poopy.life/create
এ সাইট থেকে খুব সহজেই কোন আইডি পাস ছাড়াই wordpress চালু করতে পারবেন। তবে হ্যা, আপনি চাইলে ইমেইল পাসওয়ার্ড যোগ করতে পারবেন।
ফ্রি আপনি ৭ দিন ব্যবহার করতে পারবেন,চাইলে প্রো কিনে নিতে পারেন। তবে না কিনে ৭ দিনেই আপনি আপনার কাজ চালাতে পারবেন।
1. সময় বাচায়
2. ক্লায়েন্টের সাইট না নেড়েই এখানে ভুল গুলো শুধরাতে পারবেন।
3. লোকালহোষ্ট ছাড়াই wordpress শিখার চেষ্টা করতে পারেন।
4. সাইট ডেভেলপমেন্ট এর সময় ক্লায়েন্টকে ইউনিক লিংক দিতে পারেন যাতে করে ক্লায়েন্ট লাইভ সাইট দেখতে পায়।
5. টেস্টিং সাইট কপি করে রাখতে পারবেন আরো অনেক কিছুই
এক কথায় যা যা লোকালহোষ্টে করবেন তার সব টাই করতে পারবেন।
লোকালহোষ্টে অফলাইনে আর এ সাইট অনলাইনে। আর কোন অসুবিধা থাকলে প্লিজ জানাবেন। যেকোন সমস্যা হলে মেসেজ করতে পারেন।
ফেসবুকে আমিঃ
<a "href=http://www.facebook.com/haxortwice"> Abdus Samad </a>
আমি আব্দুস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
link koi??