সহজে জেনে নিন কোন ওয়ার্ডপ্রেস সাইটে কি থিম ও প্লাগইনস ব্যবহার করা হয়েছে।

আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে বিভিন্ন পেইড বা ফ্রি থিম ব্যবহার করা হয়। বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় নানা ধরনের প্লাগইনস। যে কোন ওয়েবসাইট থেকে আমরা চাইলেই সহজেই সে সব জেনে নিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন কাজে নেমে পরি।

আমাদের একটি ওয়েব সাইট আছে SHOMOY নামে। এই সাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এটিতে একটি পেইড থিম ও কিছু প্লাগইনস ব্যবহার করা হইয়েছে। আমারা এটির থিম ও প্লাগইনস সম্পর্কে জানতে চাই!

এখন  আমাদের কাজ হল   wpthemedetector    এই লিংকে প্রবেশ করা।

এখানে যে ফর্মটি আছে এখানে আমাদের কাংখিত ওয়েবসাইটের হোম ইউ আর এল দিয়ে এন্টার প্রেশ করব। চায়ের কাপে দুই এক চুমুক দিয়ে ওয়েট করুন আর দেখুন কি ঘটে।

এই সাইটিতে Avada  থিম ব্যবহার করা হইয়েছে। এটি একটি পেইড থিম। প্লাগইনস হিসেবে আছে   Contact Form 7, Slider Revolution  Ultimate Member – User Profile & Membership Plugin, WP Super Cache,Yoast SEO ইত্যাদি. এভাবে আমরা  কোন কোন  প্লাগইনস ও থিম ব্যবহার করেছি সহজেই বের করতে পারব।

আমি  ফেসবুকে

ধন্যবাদ সবাইকে!!

Level 1

আমি Ma Momen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস