আমরা ওয়ার্ডপ্রেসে দুই ভাবে কাজ করতে পারি। ১। লোকাল কম্পিউটারে, মানে নিজের পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে এবং ২। রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইন ব্যবহার করে। আমাদের লোকাল কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানানোর জন্য Xampp সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। নিচের লিংকটি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করতে।
https://www.apachefriends.org/download.html
ইন্সটল শেষে ডেস্কটপে XAMPP এর একটি আইকন দেখাবে সেখানে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। অথবা যে ড্রাইভে ইনস্টল করেছি সেখানে গেলেই একটা XAMPP Control Panel নামে আইকন দেখতে পাবো। C:\Program Files\xampp বা D:\xampp এই লোকেশনে পাবো। অথবা উইন্ডোজের start বাটানে left এ ক্লিক করলে run অপশনে Xampp লিখলে Xampp Control Panel নামে আইকন দেখতে পাবো, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখন থেকে শুধু Apache এবং MySql এর পাশে start বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর start এর বাম পাশে running দেখা যাবে।
বিশেষভাবে মনে রাখা প্রয়োজন এই যে, Xampp ইন্সটল করার সময় Skype অফ রাখতে হবে এবং পরবর্তীতে Xampp ও Skype একসাথে ওপেন করলেও যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য Skype র setting এ কিছু পরিবর্তনের প্রয়োজন। Skype>tools>option>advanced>connection এ গিয়ে “use port 80 and 443 for additional incoming connections” এর পাশের টিকচিহ্নটা তুলে দিতে হবে এবং সেইভ করলেই কাজ শেষ।
বুঝতে সমস্যা হলে ভিডিও দেখুন
আমি মোঃ কামাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।