সবাইকে স্বাগতম জানায় ইসলামি সার্বজনীন সম্ভাষণে আসসালামু আলাইকুম অর্থাৎ মহান প্রতিপালকের রহমত আর শান্তি সবার উপর বর্ষিত হোক। ধারাবাহিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। আজ আমি ওয়ার্ডপ্রেস এর সাথে আপনাদের পরিচয় করাতে চেষ্টা করবো। আর একটি কথা কম্পিউটার নাম মহাসাগরে বুকে আমার এই প্রচেষ্টা সামান্য এক বিন্দু পানি আমি জানি। তবুও ভুল গুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল পাঠক সমাজে।
ওয়ার্ডপ্রেস আসলে কি? আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখব ? ওয়ার্ডপ্রেস শিখলে কি লাভ বা ক্ষতি হবে এর মাধ্যমে কি অনলাইন থেকে ইনকাম করা যায় ? ওয়াডপ্রেস শিখলে কি কোন লাভ আছে ? আমি জানি উপরোক্ত প্রশ্নগুলি আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। চিন্তা গুলি হিমালয়ের বরফে রেখে আসুন আর একটু কষ্ট করে আমার ধারাবাহিক টিউন গুলি পড়ুন আশা করি আপনার সমস্ত চিন্তা ভাবনার অবসর হবে। চলুন শুরু করা যাক।
ওয়াডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স cms (conten management system) এটি মূলত সৃষ্টি আদি লগ্নে ব্লগ তৈরিতে ব্যবহার করা হত কিন্তু বর্তমানে ব্লগ তৈরির পাশাপাশি বিভিন্ন ধরণের ওয়েব সাইটে তৈরিতে এটির ব্যবহার দিন দিন বাড়ছে। এটিকে একটি সফ্ট ওয়ার্ড বা এপলিকেশন বলা যায়। বলা যাই কি আসলে এটি একটি ওপেন সোর্স সপ্টার। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনি কোন প্রকার প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই ওয়েব সাইট তৈরি করতে পারবেন। ওয়াডপ্রেস শিখলে কি হেব?
(১) ওয়েব সাইট তৈরি করা যায়।
(২) ডাইনামিক ওয়েব সাইট তৈরি করা যায়।
(৩) আপনি চাইলে বাংলা ওয়েব সাইট তৈরি করতে পারবেন।
(৪) ফ্রিল্যান্সিং করতে পারবেন।
(৫) এটি শিখতে কোন প্রগ্রামিং জ্ঞান দরকার নাই।
ম্যাট মুলেন ওয়েগ ২০০৩ সালের মে মাসে সর্ব প্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশ করেন। এর পর থেকে কর্তমান সময় পর্যন্ত ওয়ার্ডপ্রেস খুব সফলতার সাথে চলে আসছে। ২০০৯ সালে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে ওয়ার্ডপ্রেস সবচেয়ে অধিক জনপ্রিয়তা লাভ করে।
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টম বা সি এম এস হচ্ছে একটি সফটওয়্যার, যেটি দিয়ে আপনি খুব সহজে এবং অল্প সময়ে প্রত্যেকটি কন্টেন্টকে আপনার ওয়েব সাইটে রাখতে পারেন। চলুন দেখা যাক কন্টেন্ট বলতে আসলে কি বোঝায়?
(1) Simple text
(2) Photo
(3) Music
(4) Videos
(5) Documents
অর্থাৎ আমরা বলতে পরি কন্টেন্ট কে সুন্দর ভাবে ম্যানেজ করা পদ্ধতি হচ্ছে সিএমএস। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে ওয়ার্ডপ্রেস সেটআপ, রিয়েল ওয়ার্ড ও ওয়ার্ডপ্রেস এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব।
আমি রবিউল ইসলাম। admin, freelancer, dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a professional Web-designer ,WordPress Developer & also an MCSA ( Microsoft Certified Solutions Associate ).