শুরুর কথা:
আজ কিছু একটা দিবো বলেই টেকটিউনস-এ আসলাম। ভাবছি নিজের তৈরী একটা থিম দিবো ফ্রিতে। সাইবার জগতে ফ্রিতে অনেক থিম পাওয়া যায়। কিন্তু সেগুলো ব্যবহার করা অনেক কঠিন। আবার সেগুলোর স্ক্রিনশটের সাথে মূল থিমে মিল পাওয়া যায় না। স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিতে হলে তাদের প্রো-থিম নিতে হয়।এসব সমস্যায় পড়েননি এমন লোক কমই পাওয়া যাবে। তাই ভাবলাম নিজে কিছু করি। ব্যাস, বানিয়ে ফেললাম থিম একদম রেসপনসিভ। ডেমো দেখতে চাইলে এখানে যান।
আসল কথা:
আসল কথা হচ্ছে আমার থিমটি একদম সিম্পল, ইউজার ফ্রেন্ডলি এবং রেসপনসিভ। অনেকেরই এ ধরনের থিম ভালো লাগে। থিমের একটা স্ক্রিনশট নিচে দিলাম-
নতুনদের জন্য:
ওয়ার্ডপ্রেস থিম নিজেই বানিয়ে ফেলতে পারবেন। এজন্য ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়। সেগুলো দেখেও অনেক শিখতে পারেন।
আমার থিমটি ভালো লাগলে টিউমেন্টে জানাবেন। পরামর্শ থাকলে দিবেন। থিমটি ব্যবহার করতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। ও হ্যাঁ ডাউনলোড লিংক তো দিলাম না। ডাউনলোড লিঙ্ক এখানে।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে একটা জমকালো থিম নিয়ে হাজির হওয়ার আশ্বাস দিয়ে বিদায় নিলাম।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
আমি M Masud Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।