‘ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন’ এবং ‘এডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট’ ফুল কোর্স টিউটোরিয়াল (বেসিক টু এডভান্স)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় CMS (Content Management System) হচ্ছে ওয়ার্ডপ্রেস, অনলাইন নিউজ পোর্টাল বানানো থেকে শুরু করে ই-কমার্স সহ অনন্য অতি প্রয়োজনীয় অনেককিছুই ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই বানানো যায়। ভালো ভালো মার্কেটপ্লেসে (Upwork, Fiverr, Peopleperhour.. etc) ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং থিম ডেভেলপমেন্ট এর অনেক চাহিদা রয়েছে।

কেউ জিরো লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চাইলে নিচের এই টিটোরিয়ালই যথেষ্ট।

 

উত্তরার জনপ্রিয় SoftTech-IT'র ফুল কোর্স টিটোরিয়াল পেতে নিচের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৪ মাসের এই কোর্স করতে লাগে ১২০০০ টাকা। ৪ মাসের ৩২টি ক্লাসের লেকচার এই চ্যানেলে পাবেন একদম ফ্রি।

যা থাকছে এই টিটোরিয়ালে -

html, css, javascript, psd to html, free wordpress theme customization, premium wordpress theme customization, theme development (basic to advance), অনলাইনে কাজ করার জন্য প্রোফাইল বানানো এবং বিড করার পদ্ধতি (Fiverr এর Gig বানানো সহ)।

চ্যানেল লিঙ্ক: https://www.youtube.com/channel/UC6Fz5JzedRxz09wmbDmPNRg

(শুধুমাত্র ক্লাশে দেখানো কাজগুলা যদি কেউ বাসায় প্যাকটিস করে ভালোমত শিখতে পারে সে নিশ্চিত অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে পারবে)

Level 0

আমি বাবু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস