কোন প্রকার কোডিং জানা ছাড়াই নিজের নামে একটি ওয়েব সাইট তৈরি করি

সবাই কেমন আছেন আসা করি ভালই আছেন। আজ আমরা দেখব কিভাবে সাইটের লোগো change করব। চলুন কাজে নামি।logo ২টি উপায়ে চেন্জ করা যায়।

  • ১। সাইটের Admin mode থেকে
  • ২। ফাইলে চেন্জ করে সাইটে uplode করে

আমরা ২নং টি নিয়ে কাজ করব। কারন অনেক থিমে admin mode এ গিয়ে চেন্জ করা যায় না। মনে আছে? আমরা গত পর্বে আপনাদের একটি Zip ফাইলের থিম দিয়েছিলাম। এখন এই Zip ফাইলকে unzip করুন unzip করার জন্য অনেক apps পাবেন। যে কোন একটি use করতে পারবেন।

unzip করা হয়ে গেলে nayanv4 নামের একটি ফোল্ডার আসবে সেই ফোল্ডারে যান nayanv4 > Images ফোল্ডারে যান নিচের মত আসবে।

ছবিতে লক্ষ করুন সাইটের ২টা logo দেখাচ্ছে। এখন logo ২টি ডিলেট করুন কিন্তু name গুলো নোট করে রাখুন। এখন আপনারা যে logo ব্যবহার করতে চান সেই দুটি logo images ফোল্ডারে পেস্ট করুন এবং logo ২টার নাম দেন [যে ২টি নাম নোট করতে বলেছিলাম সেয়গুলো]

ব্যস কাজ শেষ এখন এই thime মানে nayan4 ফোল্ডারকে Zip ফাইল করুন। বিদ্রঃ nayan4 এর ভিতরে আর একটি nayan4 পাবেন এই ২য় nayan4 ফোল্ডারকে zip ফাইল করুন। কাজ হয়ে গেলে আপনার সাইটের Admin mode এ যান। আমরা যেহেতু মোবাই ডেসবোর্ড এর থিম use করছি তাই ডেসবোর্ড থেকে admin mode যেতে পারবেন না।

আপনার সাইটের link যেমন itpagla.uhostfull.com/admin  এইভাবে সরাসরি admin mode এ যান। admin mode থেকে Add thime গিয়ে uplode করে activ করে দিন। এবার দেখুন আসাদের logo চেন্জ হয়েগেছে। আশা করি সবাই পেরেছেন। আমাদের সাইট বানানো হয়ে গেল। কারও কোথাও বুজতে সমস্যা হলে টিউমেন্ট করে জানান। পরের টিউন এ দেখাবো কি ভাবে সাইট থেকে আয় করতে হয়।

Level 0

আমি সাহালম মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস