ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যদি কারও নুন্যতম ধারনা থাকে - যেমন ওয়ার্ডপ্রেস কি, এটি কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগিন ইন্সটল বা অনইন্সটল করা হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টোমইজ করা হয় ইত্যাদি ছোট খাটো ধারনা গুলো থাকলেই যে কেউ সহজেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি অনলাইন শপ তৈরি করতে পারবে। অনলাইন শপ তৈরী করার জন্য জাস্ট একটা প্লাগিন ইন্সটল করতে হবে, প্লাগিনটি হচ্ছে WooCommerce by Automattic। এটি ইন্সটল করার পরে আনুসাংগিক কিছু ছোট খাটো সেটিং আছে যা যে কেউ দেখলেই করতে পারবে। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা এমন একটি অনলাইন শপ হচ্ছে KEPZONE.COM। ওয়ার্ডপ্রেস দিয়ে অনলাইন শপ তৈরী করলে একটি বিশেষ সুবিধা পাওয়া যায় তা হচ্ছে সার্চ ইজ্ঞিন গুলো খুব তারাতারি প্রডাক্ট প্রমোট করতে সহায়তা করে। ওর্য়াডপ্রেসে তৈরিক্রত কোন সাইটকে দ্রুত সার্চ ইজ্ঞিনে যুক্ত করতে Google XML Sitemaps এই প্লাগিনটি ব্যবহার করা যেতে পারে, তাতে সাইটটি খুব সহজেই সার্চ ইজ্ঞিন বিশেষ করে গুগল-এর সাথে পরিচিত হবে।
আমি আনিছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় আনিছুর রহমান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।