ওয়ার্ডপ্রেস একটি ওয়েব এপলিকেশন। এটা লোকাল কম্পিউটারে ইন্সটল করার জন্য তিনটি জিনিস লাগবে। Apache, পিএইচপি এবং MySQL। তিনটা আলাদা আলাদা করে ইন্সটল করে কনফিগার করতে হয়। কনফিগারেশনটা একটু ঝামেলার কাজ। তাই সহজে এ তিনটা সফটওয়ার ইন্সটল করার জন্য অনেক গুলো প্যাকেজ রয়েছে।
WAMP হচ্ছে একটা প্যাকেজ, উইন্ডোজের জন্য Apache, পিএইচপি এবং MySQL এক সাথে ইন্সটল করার জন্য একটা প্যকেজ।
WAMP ইন্সটল করা অনেক সহজ। ডাউনলোড এবং ইন্সটল। শেষ।
ডাউনলোডের জন্য ভিজিট করুনঃ http://www.wampserver.com/en/
তারপর ডাউনলোড সেকশন এ চলে যান।
ঐখানে অনেক গুলো ভার্সন পাবেন ঐ গুলো PHP ভার্সনের উপর নির্ভর করে তৈরি। যে কোন একটা হলেই হবে। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে 32bit বা 64bit যেকোন একটা ডাউনলোডের জন্যক্লিক করুন।
নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। you can download it directly লেখাতে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল।
ইন্টল শেষে ওপেন করুন। সিস্টেম ট্রেতে WAMP সার্ভার দেখতে পাবেন। এবার যে কোন ব্রাউজার ওপেন করে ভিজিট করুনঃ http://localhost/ তাহলে যদি নিচের মত দেখতেপারেন তাহলে বুঝতে হবে যে আপনার সব কিছু ঠিক আছে এবং আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন প্রস্তুতঃ
এবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ভিজিট করুনঃ http://wordpress.org/Download এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
এটা একটা জিপ ফাইল। আনজিফ করুন।
তাহলে wordrpess নামক একটা ফোল্ডার পাবেন।
আপনি ওয়ার্ডপ্রেস যেখানে ইন্সটল করছেন ঐ ফোল্ডারটা ওপেন করুন। C ড্রাইভে ইন্সটল করলে C:\wamp\www এ যান এবং wordrpess ফোল্ডারটা www ফোল্ডারের ভিতের রাখুন।
এবার ব্রাউজারে http://localhost/ এ যান। Your Projects এ wordpress লেখা দেখতে পাবেন। ঐখানে ক্লিক করুন। তাহলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার অপশন পাবেন।
ওয়ার্ডপ্রেস ইন্সটলের জন্য আপনাকে একটা ডাটাবেজ তৈরি করতে হবে। তার জন্য আবার http://localhost/ এ যান। এবং phpmyadmin এ ক্লিক করুন। ঐখানে অনেক গুলো অপশন পাবেন। Database এ ক্লিক করুন। থেকে ডেটাবেজ নাম দিয়ে একটি ডাটাবেজ তৈরি করে নিন।
এবার Privilege এ ক্লিক করুন। Add a new User এ ক্লিক করুন। User এর নাম দিন, host থেকে লোকাল হোস্ট সিলেক্ট করুন। Password দিন। এগুলো একটা কাগে লিখে রাখুন। সব গুলো Case Sensitive.
User তৈরি হয়ে গেলে Edit Privilege থেকে ক্লিক করে All Privilege সিলেক্ট করে দিন। তারপর সেভ করুন।
এবার ওয়ার্ডপ্রেসে ইন্সটলে এসে Database Name, User Name হিসবে আপনার তৈরি করা User name দিন। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিন। Host এর ঘরে localhost লিখুন। এবং নেক্সট স্টেপে যান।
এখানে একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে বাংলাতে। ইন্সটল হতে সমস্যা হলে দেখে নিতে পারেন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
amar holod hoa thaka