আস সালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। সারাদিন ব্যস্ত সময় পার করতে হয়।তাই আপনাদের মাঝে নিয়মিত আসতে পারি না।তারপরও চেষ্টা করি একটু সুযোগ পেলেই আপনাদের মাঝে চলে আসতে। এরপরও অনেক দেরি হয়ে যায়।তাই দূঃখিত।
তারপরও যখন লিখা শুরু করি।মনে হয় সব লিখে ফেলবো কিন্তু সময় ফুরিয়ে যায় লেখা শেষ হয় না। চাই আপনাদের জন্য সবটুকু লিখে দিতে। কিন্তু পারি না। পারবোই বা কিভাবে??? আজকের ভিডিওর কথাই ভেবে দেখুন। ভিডিও হয়ে গেছে ৩৩মিনিট। নিজের ইচ্ছায় বড় করিনি। চেষ্টা করেছি,যেন সবাই বুঝতে পারে।
তো আর কথা বাড়াবো না। চলে যাচ্ছি, আজকের মূল বিষয়ে।আজকের বিষয়ঃকিভাবে নিজের পছন্দ মতো নিজের ওয়েবসাইটের হোমপেইজকে সাজাবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে,
প্রথমে, plugin>>> add new এ ক্লিক করুন। নিচের ছবির মত প্লাগিনটি ইনস্টল করে এক্টিভ করে নিন।
এরপর নিচের ছবির মত customize এ ক্লিক করে show static front page এ ক্লিক করে front page >>>home এবং post page শুধু select সিলেক্ট করুন।
এরপর ভিডিও দেখে ব্ল্যাংক থিমস টা ডাউনলোড করে ইন্সটল করে নিন। এছাড়া আরো কয়েকটি প্লাগিন আছে যেগুলো আপনাকে এড করতে হবে। আসলে সবগুলি ছোট ছোট বিষয় তো।তাই লিখতে boring লাগছে। আর শরীরটাও মনে হয় খারাপ। আজ একটুও লিখতে ইচ্ছে করতেছে না।
তাই আজকের জন্য আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে নিচের ভিডিও টি আজ দেখে নিন। ৩৩মিনিটের ভিডিও।লিখতে গেলে অনেক সময় লাগবে। শরীর ভাল থাকলে লিখার চেষ্টা করতাম।ইনশাআল্লাহ,পরবর্তী টিউনগুলো লিখে দেয়ার চেষ্টা করবো।
এখনও অনেক পথ বাকি। আমি আপনাদেরকে আগামী টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওয়েবসাইট থেকে ইনকামের ডিটেইলস টিউটোরিয়াল,শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ই কমার্চ ওয়েবসাইট,জব ওয়েবসাইট। ইত্যাদি।
টিউমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে,আপনারা এগুলো চান কি না? আজকের মত এখানেই বিদায়।
ভাল থাকুন,সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন...
ভিডিওঃ
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
Tnx Vai….