ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১৫] :: নতুন একটি ফ্রী হোস্টিং সাইটে তৈরি করুন ডাউনলোড সাইট আর ইনকাম করুন ওয়েবসাইট থেকেই |পর্ব-১

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে

আস সালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। জানি আপনারা অনেকেই আমার টিউনের জন্য অপেক্ষা করতেছেন। অনেকে অলরেডি টিউমেন্টও করেছেন।

আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এ কারণে যে, আমি আপনাদেরকে ৭দিনের কথা বলে গ্রামের বাড়ি গিয়ে ১৩/১৪দিন ছিলাম। কি করবো বলুন??? ৪মাস পর বাড়িতে গিয়েছি। মা কি এত সহজে আসতে দেয়???

তাই আর কি একটু দেরি হয়ে গেল ঢাকায় আসতে। তাই আন্তরিকভাবে দুঃখিত।

ঐ মিয়া হুনুইন,মনমনসিংহের আঞ্চলিক ভাষায় কইতাছি, টিউনটা অনেক বড় অইবো... তাই যদি কারও পড়তে বিরক্ত লাগে তাইলে নিচের ভিডিও টিওটোরিয়ালডা দেইক্ষা লন। আর টিউন টা অনেক কষ্ট কইরা লেহা অইছে।তাই  লাইক,টিউমেন্ট,শেয়ার না করলে রাগ করমু কইলাম... না করলে পরবর্তী টিউন দেরিতে পাইবেন কইলাম... হা হা হা 😜😜😜

আমি জানি অনেকেই,

  • ১। আপনাদের ফ্রী  হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে লগইন করতে পারতেছেন না।
  • ২আবার অনেকেই ফ্রী হোস্টিং এ রেজিস্ট্রেশন ই করতে পারতেছেন না।

চলুন সমস্যা সমাধান দিয়ে দেইঃ

সমাধান-১ঃ আপনি panel.byethost.com   এই লিংকে গিয়ে আপনার ইমেইলে পাওয়া আগের আপনার ফ্রী হোস্টিং এর কন্ট্রোল প্যানেলের  username এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

সমাধান-২ঃ আপনি অন্য একটি ফ্রী হোস্টিং সাইট https://byet.host এই লিংকে গিয়ে একটি ফ্রী হোস্টিং একাউন্ট করুন। তবে এই ফ্রী হোস্টিং এর ডিস্ক স্পেস কম।মাত্র ১জিবি। আর আগেরটায় আরও বেশি ছিল। আর এটার ব্যান্ড ওয়াইডথ মাসিক ৩০জিবি। তবে আপনি যখন ইনকাম করতে শুরু করবেন তখন আপনার ওয়েবসাইট প্রিমিয়ামে আপগ্রেড করে নিবেন। এটাই আমার উপদেশ থাকবে।এটাই ভাল হবে। কারণ ১জিবি দিয়ে আপনি বেশি দিন চলতে পারবেন না।

যারা এই ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তারা আমার নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।

তো চলুন, আজকের বিষয়ে আলোচনা শুরু করি...

আজকে মূলত এটাই দেখাবো যে, আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেল বা অন্যের ইউটিউব চ্যানেল দিয়েই একটা ডাউনলোড সাইট বানাবেন সে বিষয়টি। তবে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো পাবলিক প্লেসে বলা যাবে না। আপনারা পারলে আমাদের টিউটোরিয়াল তৈরির জন্য বানানো ওয়েবসাইট loldownload.is-great.net থেকে দেখে নিন।

আমরা এই পর্বেও ডাউনলোড সাইটের জন্য sahifa নামক থীমসটি ব্যবহার করেছি।  তো sahifa themes নিয়ে আমরা ১২,১৩ এবং ১৪নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। এরপরও যদি কেউ কোনো কিছু জানতে বা বুঝতে চান তিনি টিউমেন্ট করে জানাতে পারেন। সম্ভব হলে অবশ্যই শেয়ার করবো। কারও যদি ওয়ার্ডপ্রেসের কোনো প্লাগিন বা থীমস নিয়ে টিউন দরকার হয় তাহলে আমাকে জানাতে পারেন কোনো সমস্যা নেই।

তো চলুন এক নজরে দেখে নিই, আমি আপনাদের দেখানোর জন্য যে ওয়েবসাইট টি তৈরি করেছি সেই ওয়েবসাইট টি...

আমার মনে হচ্ছে,ওয়েবসাইট টি একেবারে খারাপ হয় নি। কিভাবে এমন ডিজাইন করলাম?? সেটা আমার চেইন টিউনের ১২,১৩ এবং ১৪ নাম্বার টিউন দেখলেই বুঝতে পারবেন। তো আজ আর আজাইরা কথা বলবো না। চলুন দেখাই কিভাবে ইউটিউবের ভিডিও দিয়েই ডাউনলোড সাইট বানাবেন...

👉 ১। প্রথমেই youtube এর যেকোনো একটি ভিডিও ওপেন করুন। এরপর  নতুন একটা টেবে আপনার ওয়েবসাইটে লগিন করে ড্যাশবোর্ডে যান। এরপর নিচের ছবির মত post>>>> add new এ ক্লিক করুন।

👉 ২। এরপর যদি গুগল এডসেন্স পেতে চান তাহলে ইউটিউবের টাইটেল সম্পূর্ণ কপি না করে তাদের মত আপনিও একটু চেঞ্জ করে টাইটেল দিন। এরপর নিজের ইচ্ছামত ডিস্ক্রিপশন দিন। তাদের ডিস্ক্রিপশন হুবহু কপি না করে নিজের মত করে লিখুন।আর না পারলে তাদের ডিস্ক্রিপশন ৬০% ইডিট করে আপনার টিউনে দিন।

অবশ্যই সার্চ ইঞ্জিনে ভাল করার জন্য আপনাকে টেগ ইউজ করতে হবে।ক্যাটাগরি তো সিলেক্ট করতে হবেই। আর ফিচার ইমেজ অবশ্যই ব্যবহার করবেন।সেটা যদি গুগল থেকে ডাউনোড করেন তাহলে অবশ্যই একটু ইডিট করে দেয়ার চেষ্টা করবেন

👉 ৩। আমি youtube থেকে spiderman homecomming movie trailer এর একটি ভিডিও ওপেন করেছি। এটা ওয়েবসাইটে কিভাবে টিউন করবো।চলুন দেখে নিই।

👉 ৪। ফিচার ইমেজ অবশ্যই দিবেন। আর ফিচার ইমেজ দিয়ে কি করবেন সেটা নিচের স্ক্রিনশট থেকে দেখে নিন।

👉 ৫। ভিডিও লিংকটা কপি করুন। এরপর আপনি আপনার ওয়েবসাইটের Text মোডে যান। আর এই ভিডিও লিঙ্কটা পেস্ট করুন।

👉 ৬। এবার আবার ভিজুয়্যাল মোডেই চলে আসুন। আসার পর download now লিখা একটা ইমেইজ ডাউনলোড করুন/তৈরি করুন  ঠিক নিচের ছবির মত।

👉 ৭। এটা দিয়ে কি করবেন??? এটা দিয়ে এমন ব্যবস্থা করবেন যেন যে কেউ ডাউনলোড করে নিতে পারে ইউটিউবের ঐ ভিডিও টা...

ভাবছেন কিভাবে???  চলুন দেখে নিই কিভাবে করবেন।

👍👍

এবার যে কেউ এই ভিডিও টি ডাউনলোড করতে পারবে যেকোনো ফরমেটে। অনেকেই বলতেছেন,এত বড় টিউন লিখলাম কেন???

আসলে টেকটিউনস এর রুলস অনুযায়ী চেইন টিউন ৮০০ ওয়ার্ডের হতে হবে। এখনো ২৬ ওয়ার্ড বাকি।সেগুলো লিখবো না। হা হা হা।😜😜😜

তো আজকের পর্বটি এই পর্যন্তই। আগামী পর্বে দেখাবো কি কি উপায়ে আপনি এই ডাউনলোড সাইট থেকে ইনকাম করতে পারবেন।

অনেক কষ্ট করে লিখা তাই লাইক,টিউমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।

ধন্যবাদ।👍👍

ভাল থাকুন,সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

ভিডিওঃ

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx vai….derite hole o apnake pelam……..
vai 10youtube dile new tab a chole jai ….youtube ar video download botton click korle direct download korar kono way nei…

    আচ্ছা, সেটা আমি মাথায় রাখলাম। পরবর্তী টিউনে দেখি এর কোনো সমাধান দিতে পারি কি না। অবশ্য মাথায় আছে এখনই কিন্তু তবুও চেক করতে হবে 10youtube link expire ব্যবহার করে কি না। যদি না করে তাহলে ডাউনলোড সরাসরি দেয়া যাবে।
    কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ…।