কিভাবে আপনার ওর্য়াডপ্রেস ও ইকর্মাস ওয়েবসাইটকে অপটিমাইজ করার মাধ্যমে দ্রুততর করবেন ?

আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা হলো কিভাবে আপনি আপনার ওর্য়াডপ্রেস সাইটটি দ্রুততর ও নিথুত করবেন। আমাদের অনেক ক্লাইন্ট আমাদের কাছ থেকে হোস্টিং নেওয়ার পর তাদের ওর্য়াডপ্রেস সাইট চালিয়ে বলে, আমার সাইট অনেক স্লো লোড নিচ্ছে ? আপনাদের হোস্টিং ভালো না ?  আপনারা কিসের এস এস ডি হোস্টিং দেন ? এরকম অনেক প্রশ্ন। যা অনেকই না জেনে অনেক কিছু বলতে থাকে।

ওর্য়াডপ্রেস হলো বিশ্বের একটি জনপ্রিয় সিএমএস (কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম)। ওর্য়াডপ্রেস তার ডিফল্ট কনফিগারেশন এ কিছুটা স্লো থাকে, যদি সাইটি বেশি ভিজিটর ও ভারী কনটেন্ট থাকে। এছাড়াও আপনার সাইটি টে যদি ভারী টেমপ্লেট থাকে, যদি আপনার কনটেন্ট ও থিম এর ছবি গুলো অপটিমাইজ না করা থাকে্ ইত্যাদি।

গুগল ২০১০ সাল থেকে, সাইট র‌্যাংকিং এর জন্য ওয়েবসাইট এর পেজ লোডকে প্রধান্য দিয়ে আসছে, তাদের অলগারিদমে।

ভাগ্যক্রমে, এই ওর্য়াডপ্রেস সাইটের নমনীয়তার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যা আপনার ওর্য়াডপ্রেস সাইটকে দ্রুততর করে ও সাইট লোড সময়কে কমিয়ে দেয়। তাছাড়াও আপনি আপনার ওর্য়াডপ্রেস সাইটটি গুগল পেজ স্টিড দ্বারা টেস্ট করে, কিভাবে ? কি করে ? সাইট দ্রুততর করতে পারবেন এবং লোড টাইম কমাতে পারবেন সেটা সর্ম্পকে অবগত হতে পারবেন।

নিম্নে্ আপনারা কিছু পথ বা পদ্ধতি খুজে পেতে পারেন, কিভাবে আপনার ওর্য়াডপ্রেস সাইট তৈরী করার সময় থেকে সাইটটি দ্রুততর করতে পারবেন ?

ওর্য়াডপ্রেস সাইট দ্রুততর করার কিছু টিপস :

  • সঠিক থিম নির্বাচন করা।
  • ইমেজগুলো অপটিমাইজ করা।
  • ফাইল সংকুচিত করা বা কমপ্রেস করা।
  • ব্রাউজার cache ব্যবহার করা।
  • caching প্লাগইন ব্যবহার করা।

ওর্য়াডপ্রেস সাইট অপটিমাইজ করার কিছু টিপস :

  • হোমপেজ অপটিমাইজেশন করা।
  • হটলিংক প্রোটেকশন চালু করা।
  • ডাটাবেজ অপটিমাইজ করা।

সঠিক থিম নির্বাচন করা :

থিম মুল ভুমিকা পালন করে একটি ওর্য়াডপ্রেস সাইট এর লোড স্পিড বাড়ানো ও কমনোর জন্য। যদি আপনি পরিকল্পনা করেন একটি ব্যস্ত ব্লগ বা সাইট করতে চান, তাহলে আমি বলবো আপনাকে সবচেয়ে লাইট থিম পছন্দ করে সাইটটি তৈরী করতে। এতে আপনার সাইট লোড নিতে সময় কম লাগবে ও দ্রুততর হবে।

ইমেজগুলো অপটিমাইজ করা :

ইমেজগুলো অপটিমাইজ হলো আপনার সাইটে যত কনন্টেন আছে তাদের ভিতর যেসব ছবি আছে, সেগুলোর সাইজ দুর করা বা কমানো। ইমেজগুলো অপটিমাইজ করার জন্য ওর্য়াডপ্রেস এর অনেক প্লাগইন আছে। ওর্য়াডপ্রেস প্লাগইন স্টোর থেকে  রেটিং ও ব্যবহারকারীদের ভিত্তিতে প্লাগইন পছন্দ করে নিবেন ইমেজগুলো অপটিমাইজের জন্য।

ফাইল সংকুচিত করা বা কমপ্রেস করা :

আমাদের নেটকন হোস্টি এর সিপ্যানেল এ অপটিমাইজ ওয়েবসাইট নামে একটি প্লাগইন আছে। ঐ অপটিমাইজ ওয়েবসাইট প্লাগইন করতে হয় আপনার সাইট এর ফাইলগুলো অপটিমাইজ করার জন্য। এর মাধ্যমে আপনি সহজেই আপনার সাইটে ফাইলগুলো অপটিমাইজ করতে পারবেন।

 

প্রথমে আপনার সিপ্যানেলে অপটিমাইজ ওয়েবসােইট প্লাগইন টি প্রবেশ করবেন  এবং নিচের ছবির মত করবেন।

 

এখন আপডেট ‍ সেটিংস বাটনে ক্লিক করবেন।

ব্রাউজার cache ব্যবহার করা :

Expires Header হলো একটি পথ যার মাধ্যমে একটি নিদিষ্ট সময় পযন্ত আপনার সাইটের (css, java scripts, images etc) এসব ফা্ইল গুলো ভিজিটর এর ব্রাউজার স্টোর করে রাখা যায়। এটাকে বলা হয় ব্রাউজার cache। এটা করা জন্য কিছু কোড আছে যা আপনার সাইটের .htaccess ফাইলে ভিতর বসিয়ে প্রযোগ করতে হয়। নিচের কোড গুলো আপনার সাইট এর  root  এ  .htaccess ফাইলে বসিয়ে  ব্রাউজার cache ব্যবহার করতে পারবেন।

ExpiresActive on

ExpiresByType image/jpg "access plus 60 days"
ExpiresByType image/png "access plus 60 days"
ExpiresByType image/gif "access plus 60 days"
ExpiresByType image/jpeg "access plus 60 days"

ExpiresByType text/css "access plus 2 weeks"
ExpiresByType image/x-icon "access plus 2 weeks"

ExpiresByType application/pdf "access plus 1 month"
ExpiresByType audio/x-wav "access plus 1 month"
ExpiresByType audio/mpeg "access plus 1 month"
ExpiresByType video/mpeg "access plus 1 month"
ExpiresByType video/mp4 "access plus 1 month"
ExpiresByType video/quicktime "access plus 1 month"
ExpiresByType video/x-ms-wmv "access plus 1 month"
ExpiresByType application/x-shockwave-flash "access 1 month"

ExpiresByType text/javascript "access plus 2 weeks"
ExpiresByType application/x-javascript "access plus 2 weeks"
ExpiresByType application/javascript "access plus 2 weeks"

caching প্লাগইন ব্যবহার করা :

ওর্য়াডপ্রেস সাইটে caching প্লাগইন ব্যবহার করা আরেকটি গুরুত্বপূণ দিক যার মাধ্যমে আপনার ওর্য়াডপ্রেস সাইটি সহজেই দ্রুতগতির করেত পারবেন। ওর্য়াডপ্রেস প্লাগইন লাইব্রেরীতে caching প্লাগইন নামে অনেক প্লাগইন খুজে পাবেন যার মধ্যমে আপনার সাইট এর পেজ ক্যাস, সব মিডিয়া ফাইল মিনিফাই ও ব্রাউজার ক্যাস ও করতে পারবেন। জনপ্রিয় কয়টি caching প্লাগইন হলো W3 Total Cache এবং WP Super Cache। এর মধ্যে W3 Total Cache ই ভালোভাবে কাষ্টমাইজ করতে পারবেন।

 

হোমপেজ অপটিমাইজেশন করা :

ওর্য়াডপ্রেস সাইটে অপটিমাইজ করার প্রথম কাজ হলো হোমপেজ অপটিমাইজেশন করা। কিন্তু অনেকই এটা করে না। ফলে সাইট লোড নিতে সময় লাগে। ওর্য়াডপ্রেস সাইটে হোমপেজ অপটিমাইজেশন করার জন্য নিচের টিপস গুলো ব্যবহার করবেন :

  • আপনার ওর্য়াডপ্রেস সাইটেরে হোমপেজ সহ বাকি পেজ গুলো বিভিন্ন ধরনে widgets ব্যবহার করে ভারী করবেন না। যেমন সোস্যাল শেয়ারীং বাটন widget না রেখে টিউন গুলোর ভিতরে একমাত্র রাখা উচিৎ।
  • ওর্য়াডপ্রেস সাইটের টিউনগুলো ফুল শো না করে Read More ব্যবহার করা উচিৎ।
  • ওর্য়াডপ্রেস সাইটের হোমপেজ বেশি টিউন রাখা উচিৎ না। মিনিমাম ৫ - ৬ রাখলেই যথেষ্ট।

হটলিংক প্রোটেকশন চালু করা :

হটলিংক প্রোটেকশন সাধারণত আপনার ওয়েব হোস্টিং এর ব্যান্ডউইথ চুরি প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। যখন অন্য কোনো ওয়েব সাইট আপনার ওয়েবসাইট এর কোনা ছবি তার ওয়েবসাইটে ব্যবহার করে করে তাহলে ঐ সাইটে ভিজিটর আপনার সাইট ব্যবহার করবে এতে আপনার ব্যান্ডউইথ যাবে। হটলিংক প্রোটেকশন যদি আপনি চালু রাখেন তাহলে কেউ যদি আপনার ছবি তার ‍ওয়েবসাইট এ ব্যবহার করে তাহলে আপনার হটলিংক প্রোটেকশন সেট করা ছবি দেখাবে। সে যে ছবিটি চেয়েছিলো সেটা শো করবে। এটা আপনার সাইট অপটিমাইজ করার জন্য খুবই দরকার হয়। কিভাবে হটলিংক প্রোটেকশন চালু করবেন ? হটলিংক প্রোটেকশন আপনি আপনার সিপ্যানেল হটলিংক প্রোটেকশন প্লাগইন ও আপনার ওয়েবসাইট এর .htaccess ফাইল এ কোড দিয়ে করা যায়।

আপনি আপনার সিপ্যানেল হটলিংক প্রোটেকশন প্লাগইন  প্রবেশ করুন।

এখন এনাভেল বাটনে ক্লিক করুন।

ডাটাবেজ অপটিমাইজ করা :

একটি ওর্য়াডপ্রেস সাইটের জন্য ডাটাবেজ অপটিমাইজ করা খুবই দরকারী। নিচের চিত্র অনুযায়ী আপনি আপনার সাইটের ডাটাবেজ অপটিমাইজ করতে পারেন।

প্রথমে আপনার সি প্যানেল থেকে phpmyadmin যান  এবং আপনার যে ডাটাবেজ টি অপটিমাইজ করবেন  ঐটা ‍সিলেক্ট করেন।

এখন ডাটাবেজর সবগুলো টেবিল সিলেক্ট করেন  check all  বাটন ক্লিক করেন।

তারপর অপটিমািইজ টেবিল সিলেক্ট করেন।

যদি অপনার ডাটাবেজ অপটিমাইজ হয়ে যায় তাহলেেএকটি কনর্ফামেশন বার্তা পা্বেন।

এভাবে আপনি সহজেই  অাপনার ওর্য়াডপ্রেস সাইটকে দ্রুততর ও অপটিমাইজ করতে পারবেন। আপনি যদি আপনার ওর্য়াডপ্রেস সাইটকে আরও নমনীয়, দ্রুততর  ও ফাস্ট করতে চান, তহলে নেটকন হোস্টিং এর এস এস ডি হোস্টিং ব্যবহার করুন।

টিউনার:
Netcone Hosting Bangladesh

phone - 01970 566 668

সৌজন্যে : Net Cone Hosting

Level New

আমি নেটকন ওয়েবহোস্টিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।