আস সালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভাল আছি। তবে একটু ঠান্ডা লেগেছে।এটা কোনো ব্যাপার না।তো প্রতিটি টিউনের মত আজকেও আসলাম আপনাদেরকে একটু জ্বালাইতে।জানি আমি তেমন কিছু হয়ত জানি না।তবে যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি।
অনেকে টাইটেল দেখেই হয়ত আমাকে গালি দিয়ে বসেছেন যে, আমি মনে হয় পাগল হয়ে গেছি। নাহলে একটা নিউজপেপার ওয়েবসাইট ১০মিনিটে আবার তৈরি করে কিভাবে????
আরে ভাই, কারও সম্পর্কে কিছু না জেনে কখনই এমন ধারণা করা উচিত নয়।আগে টিউন পড়বেন। পড়ে যা মন চায় ভেবে নিবেন।তাতে কোনো সমস্যা নেই। যদি কিছু বলার থাকে টিউমেন্টে বলবেন। তবে অবশ্যই ভদ্র ভাষায় এবং টেকটিউনসের নীতিমালা মেনে।
আচ্ছা, অনেক আজাইরা প্যাঁচাল পারলাম। তার জন্য প্রতিদিনের মত আজকেও দুঃখিত। তো চলুন আজকে টিউনটি শুরু করা যাক। চলুন দেখে নিই কিভাবে ১০মিনিটেই একটি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন।এই টিউনের জন্য একজন ফেসবুকে রিকোয়েস্ট করেছিল তাই এখনই করলাম।নাহলে আরও পরে এটা শেয়ার করতাম।
প্রথমে আপনার ওয়েবসাইটে লগইন করে dashboard এ যান।এরপর appearance>>>>>>themes এ ক্লিক করে >>>add new এ ক্লিক করুন।
এরপর নিচের ডাউনলোড লিংক থেকে থীমস টি ডাউনলোড করুন।
এবার থীমসটি extract করুন। এরপর wesite এ add new এ ক্লিক করার পর upload এ ক্লিক করার পর installable themes folder এ ঢুকে sahifa সিলেক্ট করে install now এ ক্লিক করুন।এরপর আপ্লোড হওয়ার পর activate এ ক্লিক করে থীমস টি এক্টিভেট করে নিন।
এবার নিচের ছবির মত begin install plugins এ ক্লিক করুন। এবং সবগুলো প্লাগিন ইনস্টল করে activate করুন।
এরপর আপনি woocommerce plugin টা কনফিগার করে নিন। প্রয়োজনে নিচের ভিডিও টিউটোরিয়ার অনুসরণ করতে পারেন।
এরপর আপনি ড্যাশবোর্ডে গিয়ে sahifa তে গিয়ে import demo data তে ক্লিক করুন। আর দেখুন আপনার ওয়েবসাইট নিউজপেপার ওয়েবসাইট হয়ে গেছে।
যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়।তাহলে আপনি আমার দেয়া ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিন।সব ক্লিয়ার হয়ে যাবে।
ভিডিও টিউটোরিয়ালঃ
ভালো থাকুন,সুস্থ থাকুনপ্রযুক্তিকে ভালবাসুনআর প্রযুক্তির সাথেই থাকুন
আল্লাহ হাফিজ।দেখা হবে পরের টিউনে
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
ভাই আপনার দেওয়া থিম টি ইন্সটল করলে এমন সমস্যা হচ্ছে।
Installing Theme from uploaded file: Sahifa-Theme.zip
Unpacking the package…
Installing the theme…
The package could not be installed. The theme is missing the style.css stylesheet.
Theme install failed.