টেকটিউনস এডমিন ভাইয়েরা প্লিজ এই টিউনি ডিলিট করবেন না আমি এখানে কোনো স্কাম করতে আসি নি, টেকটিউনস আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি কখনো স্কাম করতে পারি এখানে।
আচ্ছা ভাইয়েরা ওয়ার্ডপ্রেস (wordpress.com, wordpress.org) যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে কি সব সাইট বন্ধ হয়ে যাবে, যে সাইট গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।
আমি যতো টুকু যানি যেমন ওয়াপকা যদি বন্ধ হয় তাহলে ওয়াপকা দিয়ে যে সাইট গুলো বানানো সেগুলো বন্ধ হয়ে যাবে।
গুগোল ব্লগার দিয়ে যে সাইট গুলো বানানো গুগোল বন্ধ হলে সেই সাইট বন্ধ হয়ে যাবে।
ঠিক তেমন ওয়ার্ডপ্রেস যদি বন্ধ হয় তাহলে কি ওয়ার্ডপ্রেস দিয়ে পৃথিবীতে যে সাইট গুলো তৈরি করা হয়েছে সব সাইট বন্ধ হয়ে যাবে, আমি wordpress.org এর কথা বলছি।
দয়া করে কেও খারাপ টিউমেন্ট করবেন না আমি যনিনা বলেই যানতে চাচ্চি যানার কোনো শেষ নেই।
আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন আমি বাংলায় খুব একটা লিখতে পারি না।
ধন্যবাধ সবাইকে ভালো থাকবেন সবাই আমার টিউন এখানেই শেষ করছি।
আমি আমি আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হয়্ত নতুন আপডেট আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু সাইট বন্ধ হওয়ার কোন কারন তো দেখিনা। তবে ভাই ওয়ার্ডপ্রেস এর পিছ্নে যত বড় কমিউনিটি আছে এটি বন্ধ হওয়ারই কোন সম্ভাবনা নাই। তাই এ বিষয়ে চিন্তা বাদ দেন। আশা করি বুঝতে পারছেন?