ওয়ার্ডপ্রেস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে।

টেকটিউনস এডমিন ভাইয়েরা প্লিজ এই টিউনি ডিলিট করবেন না আমি এখানে কোনো স্কাম করতে আসি নি, টেকটিউনস আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি কখনো স্কাম করতে পারি এখানে।

আচ্ছা ভাইয়েরা ওয়ার্ডপ্রেস (wordpress.com, wordpress.org) যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে কি সব সাইট বন্ধ হয়ে যাবে, যে সাইট গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।

আমি যতো টুকু যানি যেমন ওয়াপকা যদি বন্ধ হয় তাহলে ওয়াপকা দিয়ে যে সাইট গুলো বানানো সেগুলো বন্ধ হয়ে যাবে।

গুগোল ব্লগার দিয়ে যে সাইট গুলো বানানো গুগোল বন্ধ হলে সেই সাইট বন্ধ হয়ে যাবে।

ঠিক তেমন ওয়ার্ডপ্রেস যদি বন্ধ হয় তাহলে কি ওয়ার্ডপ্রেস দিয়ে পৃথিবীতে যে সাইট গুলো তৈরি করা হয়েছে সব সাইট বন্ধ হয়ে যাবে, আমি wordpress.org এর কথা বলছি।

দয়া করে কেও খারাপ টিউমেন্ট করবেন না আমি যনিনা বলেই যানতে চাচ্চি যানার কোনো শেষ নেই।

আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন আমি বাংলায় খুব একটা লিখতে পারি না।

ধন্যবাধ সবাইকে ভালো থাকবেন সবাই আমার টিউন এখানেই শেষ করছি।

Level New

আমি আমি আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হয়্ত নতুন আপডেট আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু সাইট বন্ধ হওয়ার কোন কারন তো দেখিনা। তবে ভাই ওয়ার্ডপ্রেস এর পিছ্নে যত বড় কমিউনিটি আছে এটি বন্ধ হওয়ারই কোন সম্ভাবনা নাই। তাই এ বিষয়ে চিন্তা বাদ দেন। আশা করি বুঝতে পারছেন?

    ধন্যবাদ ভাই আপনার কথায় একটু সান্তি পেলাম আমি ভেবেই নিয়েছিলাম যে php দিয়ে কাষ্টম সাইট বানবো যদি wordpress কোনোদিন বন্ধ হয়ে যায় তাই।

      About WordPress

      “WordPress started in 2003 with a single bit of code to enhance the typography of everyday writing and with fewer users than you can count on your fingers and toes. Since then it has grown to be the largest self-hosted blogging tool in the world, used on millions of sites and seen by tens of millions of people every day”
      ….
      ওয়ার্ডপ্রেস একটি পাবলিশিং software । এর মাধ্যমে অনেক বড় বড় প্রতিস্ঠানের ওয়েবসাইট বানানো হয়েছে। এখানে দেখুনঃ https://wordpress.org/showcase/
      আমাদের টেকটিউনস ও কিন্তু ওয়ার্ডপ্রেস বানানো .
      …….
      সুতরাং আপনার ভয় পওয়ার কিছুই নাই।

        @সাদাত সায়েম

        আচ্ছা Prothom alo, ntvbd, bdnews24 এরা তো WordPress দিয়ে তৈরি করে নি, তবে কেনো করলো না। বাদ দেন এই ব্যাপার। Prothom alo, ntvbd, bdnews24 এরা কি দিয়ে তৈরি করেছে তাদের সাইট একটু বলতে পারেন ভাইয়া প্লিজ।

          এরা কি দিয়ে সাইট তৈরি করেছে জানি না। সেটা গুরুত্বপূর্ণ না। আপনি নিশ্চিন্ত ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করতে পারেন। আর আপনার সাইট ডাউন যদি কোনদিন হয়, ওয়ার্ডপ্রেস.অর্গের জন্য হবে না। আপনার হোস্টিংয়ের জন্য হবে। দেখেশুনে হোস্টিং নিবেন।

সম্প্রতি অনেককেই বিভিন্ন ফ্রি ডাউনলোড সাইটে ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন হ্যাকিং সফটওয়ার ও ম্যালিসিয়াস ভাইরাসের কবলে পড়েছেন । তার মধ্যে অন্যতম হল www-searching .com
আজ দেখাবো কিভাবে এই ভয়ংকর ভাইরাসের হাত থেকে মুক্তি পাবেন ।
http://www.amraito.com/2016/12/www-searchingcom.html

prothom alo , ntvbd etc বিভিন্ন php framework ব্যবহার করেছে, wordpress তো CMS এটা ও php framework দিয়া করা। আপনি যেকোন সাইট কি ইউজ করতে তা নেচের লিংক থেকে জানতে পারবেন
http://guess.scritch.org/%2Bguess/?url=http%3A%2F%2Fen.prothom-alo.com%2F

আর আপনি যদি wordpress.com er hosting service নিয়ে থাকেন তাহলে তা বন্ধ হলে আপনার ও বন্ধ হবে। কিন্তু wordpress CMS script just php. wordpress service বন্ধ হয়ে গেলে আর নতুন আপডেট পাব না।
আশা করি বুঝতে সহজ হয়েছে।

    আচ্ছা ভাই Prothom alo, ntvbd এদের কি নিজস্ব Dashboard আছে পোষ্ট করার জন্য যেমন Facebook এ আছে।

    WordPress আমার কাছে ভালো লাগে না অন্য একটি লিংক এ গিয়ে পোষ্ট করতে হয় আমি চাই আমার জন্য নিজস্ব একটি এডমিন প্যানেল থাকবে সেখান থেকে আমি সাইট পরিচালনা করবো আর সবাই আমার সাইট এর ভিতর থেকেই পোষ্ট করতে পারবে যেমন ফেসবুক তাদের নিজস্ব এডমিন প্যানেল আছে আর অন্য সবাই ফেসবুক এর সাইট থেকেই পোষ্ট করতে পারে।

    তো ভাই একটা সাজেশন দেন না ভাই আমি কি দিয়ে সাইট বানাবো।