আস সালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। অনেক দিন হলো আপনাদেরকে ধারাবাহিক পর্বগুলো দিতে পারি নি। তাই আন্তরিকভাবে দুঃখিত। আসলে একদিকে নিজের কিছু পারসোনাল সমস্যা,অন্যদিকে প্রোগ্রামিং কন্টেস্ট ছিল। সব মিলিয়ে একটা ব্যস্ত সময় পার করেছি এই কয়েকদিন।আচ্ছা কাজের কথায় যাওয়া যাক।
আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। এইবার যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা না থাকলে আপনার ওয়েবসাইট সম্পূর্ণঈ মূল্যহীন। কারণ আপনার ওয়েবসাইটের সিকিউরিটিই যদি না থাকে তাহলে আপনার শখের ওয়েবসাইট যেকোনো সময় হ্যাকার হ্যাক করে নিতে পারে।তাহলে আপনার ওয়েবসাইটে যে সময় টি ব্যয় করেছে ন তা সম্পুর্নই বৃথা। মূলত আপনি হ্যাকারের জন্য এতদিন খুব সুন্দর করে একটা ঘর সাজিয়েছিলেন আর কি। যাহোক আমি মনে হয় একটু আজাইরা প্যাচাল বেশি পারি... তাই না??
আচ্ছা এখন একটূ ভদ্র হয়ে যাই, আর মূল কাজের কথায় আসি। আজ আমি আপনাদের দেখাবো মূলত দুইটি জিনিস...
হ্যাকাররা আপনার ওয়েবসাইট কে হ্যাক করার জন্য অবশ্যই লগইন করার চেষ্টা করবে। তাই লগইনেই যদি একটা সিকিউরিউরিটি ইউজ করা যায় তাহলে আপনার ওয়েবসাইট অনেকটা সুরক্ষিত থাকবে। হ্যাকারদের হ্যাক করতে অনেক কষ্ট করতে হবে।
আরে ভাই এটা খুব একটা কঠিন কাজ না। খুব সহজেই আপনি চাইলে সে সিকিউরিটী দিতে পারেন। আর সেটা যদি হয় আবার গুগুলের সিকিউরিটি,তাহলে তো আর কথাই থাকে না।
আচ্ছা চলুন কিভাবে সিকিউরিটি চালু করবেন তা দেখে নিনঃ
এরপর নিচের ছবির মত সেটিংস এ যান।আর সাইট কি এর জন্য click here লিখায় ক্লিক করে জিমেইল/গুগল একাউন্টে লগিন করুন।
আর আপনার gmail এ লগিন করুন।
আপনার ওয়েবসাইটের নাম আর ডোমেইন নেম দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন।
আর site key আর secret key সংগ্রহ করুন।
নিচের ছবিগুলোর মত।
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
সুন্দর হয়েছে!