নিয়ে নিন সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস চিটশীট, সবগুলো একটা ছবিতে।

যারা ওয়ার্ডপ্রেসে নিয়মিত কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন ওয়ার্ডপ্রেসে সব ফাংশন একসাথে সব সময় মনে রাখা সম্ভব না। বিভিন্ন সময় গুগুল করে বের করতে হয়, না হয় আগের থীম বা আগের ডেভেলব করা ওয়েব সাইট থেকে খুজে বের করতে হয়। যাতে সময় ও লাগে, অনেক সময় বিরক্তও লাগে। এমন হলে কিরকম হয়, সব কোড থাকবে একি জায়গায়,  যখন যা লাগবে জাস্ট দেখে লিখে দিবেন। অনেক সময় অফলাইনে থাকার সময় লোকাল সার্ভারে থীম ডেভেলপ করার সময় যদি কোন ওয়ার্ডপ্রেসে ব্লিডইন ফাংশন মনে না পড়ে তখন আবার ইন্টারনেট কানেক্ট দেয়া অনেক বিরক্ত লাগে।

তাই যারা এই রকম কিছু খুজছেন তাদের জন্য এই চিটশীট। জাস্ট ডাউন লোড করে রেখেদিন।  যখন লাগবে জাস্ট ওপেন করবেন,  নিজের প্রয়োজীন কোডটা খুজে ব্যবহার করতে পারবেন।

এইখানে বিগেনার দের জন্যও চিট শীট শুরুতে দেয়া আছে। ইনশাআল্লাহ নেক্সটে টিউন করবো কিভাবে প্লাগিনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে লোকাল হোস্ট থেকে সার্ভারে নিতে পারবেন।

আরো বিভিন্ন রকম টিপস পেতে এইখানে ডু মারতে পারেন WordPress Tips

Save

Level 0

আমি hamidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস