লেখকঃ আরিফুল ইসলাম শাওন
ফাইল সাইজঃ 5.64 mb
ফরম্যাটঃ পিডিএফ
পৃষ্ঠা সংখ্যাঃ 79
টেক্স ফরম্যাটঃ ইউনিকোড
বইয়ের সংখ্যাঃ 1 টি
কেমন আছেন সবাই? ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস বেসিক শিখার অনেক বই হয়ত পাবেন বাজারে, সেগুলোর দামও কিন্তু কম নয়। আবার অনেক বই আছে যে গুলো পড়ে কিছুই বুঝবেন না। তাই সঠিক নির্দেশনা সম্বলিত ওয়ার্ডপ্রেস বেসিক শিখার বইটি কাছে থাকা জরুরি। আরিফুল ইসলাম শাওন এর ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা বইটি এমনি একটি বই যাতে সব কিছুই ব্যাখ্যা ও উদাহরণ সহ দেয়া। তাই বইটি সংগ্রহ করুন ফুরিয়ে যাবার আগেই। বর্তমানে ওয়ার্ডপ্রেস বেসিক শিখার এর চেয়ে সহজ কই আর নেই। বইটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে ক্লিক করুন। এখানে সব ধরনের বই পাবেন বিনামূল্যে পিডিএফ আকারে। সহজ ও দ্রুত ডাউনলোড লিংকসহ।
বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।
ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।
গুগল প্লাসে ও আমাকে ফলো করকে পারেন এখান থেকে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।
বেশি করে বই পড়ুন আর জ্ঞানের পরিধিকে প্রসারিত করুন।
আরো কিছু বই যা ওয়ার্ডপ্রেস সাইট তৈরিতে সহায়তা করবেঃ
আমি সাদ্দাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বইগুলো পেয়ে ভালো লাগলো ধন্যবাদ ।