এবার wordpress.org দিয়ে তৈরি করুন আপনার নিজের একটি ওয়েবসাইট (পর্বঃ ৩)

সবাই কেমন আছেন..? আশা করছি ভালোই আছেন। ভালোকে আরো ভালো রাখার জন‍্য আপনাদের জন‍্য. নিয়ে এলাম তৃতীয় পর্বটি। বেশি কথা না বলে চলুন কাজের কথায় আসা যাক।
আজকের পর্বে যা যা জানতে পারবেনঃ

  • ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল

  • প্লাগিন ইনস্টল

  • টিউন করা

  • যারা আগের পর্ব গুলো পাননি তারা এখান থেকে দেখে নিন।
    পর্ব ঃ১

    পর্বঃ২

    এখন চলুন ধাপে ধাপে কাজ গুলো করা যাকঃ
    প্রথমে WordPress Theme install

    আপনারা যারা নতুন তারা হয়তো থিমটা (Theme) কি বুঝতে পারছেন না। আসলে থিমটাকে আমরা সাধারণ বলতে পারি একটা ওয়েবসাইট এর ডিজাইন।
    যেমন ধরুন আমার Newtunebd.gA সাইটটি দেখতে পাচ্ছেন। এখানে হোমপেজ, ফরম পেজ সহ বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন। এ সকল ডিজাইন করা হয়েছে যে কোন একটা থিম ব‍্যবহার করে। আপনি যেহেতু এখন একটি Website এর মালিক। সেহেতু আপনারও একটা সুন্দর থিম ব‍্যবহার করার ইচ্ছা নাকি?
    তাহলে চলুন দেখা যাক, কিভাবে Theme Install করা যায়ঃ

    প্রথমে আপনার সাইটের Dashboard এ যান।
    ড‍্যাসবোর্ডে যাওয়ার পর এরকম একটা হোমপেজ পাবেন।

    হোমপেজ

    এবার নিচের চিত্রের মতো করে Appearance এ ট‍্যাপ করুন। তাহলে চিত্রের মতো Theme লেখাতে ক্লিক করুন।

    থিম

    Theme লেখাতে ক্লিক করার পর নিচের চিত্রের মতো একটি পেজ পাবেন।

    ক

    এবার যদি আপনার কাছে কোন থিম থেকে থাকে তাহলে উপরের Upload theme লেখাতে ক্লিক করে থিম ইনস্টল করতে পারবেন।

    আমি ধরে নিলাম আপনার কাছে কোন থিম নেই। কোন সমস‍্যা নেই, এজন‍্য ওয়ার্ডপ্রেস আপনার জন‍্য হাজার হাজার সুন্দর সুন্দর থিম রেখেই দিয়েছে।
    তাহলে চলুন আমরা সেগুলোই ব‍্যবহার করি। আপনি যেহেতু এখন থিম পেজেই আছেন। তাই Add new এ ক্লিক করে আপনার পেজ টা একটু ক্রাউল করে নিচের দিকে যান। তাহলে নিচের চিত্রের মতো অনেক ধরনের থিম দেখতে পাবেন।

    ট

    এবার আপনার পছন্দ মতো একটা থিমের উপর ক্লিক করুন। তাহলে এরকম একটা পেজ পাবেন।

    Page1

    চিত্রের মতো করে Install লেখাতে ক্লিক করুন।
    install

    ইনস্টল হতে একটু সময় নিবে। তাই একটু অপেক্ষা করুন। এবার যে পেজ আসবে সেখানের Active লেখাতে ক্লিক করে থিমটা চালু করে নিন। এখন আপনি চাইলে Coustomize Option ব‍্যবহার করে করে। ইচ্ছে মতো বিভিন্ন ফাংশন পরিবর্তন করতে পারবেন।
    এখন আপাতত থিমের কাজ শেষ।

    এবার চলুন Plugin Install.শিখি
    Dashboard. থেকে নিচের চিত্রের মতো করে Plugins লেখায় ক্লিক করুন। এবার Add New লেখাতে ক্লিক করুন।
    add new

    Add new লেখাতে ক্লিক করার পর নিচের চিত্রের মতো একটা পেজ আসবে।

    gg

    চিত্রের মতো করে আপনার পছন্দের Plugin.টিতে ক্লিক করুন। এরপর যে পেজ আসবে ঐ পেজের Active লেখাতে ক্লিক করে একটিভ করে নিন। আপনার যে সম্পর্কে প্লাগিন দরকার নিচের চিত্রের মতো করো দেখে Category Select করে প্লাগিন খুঁজে ইনস্টল করেনিন।
    hh
    এবার চলুন দেখা যাক কিভাবে আপনার সাইটে টিউন করবেন সেটা দেখা যাকঃ
    প্রথমে আপনার Dashboard থেকে Post লেখাতে ক্লিক করুন। এবার Add New লেখাতে ক্লিক করুন। ববব

    Add New লেখাতে ক্লিক করুন। তারপর এরকম একটা পেজ পাবেন।

    End

    উপরের চিত্রটি ভালো ভাবে দেখে নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
    নতুন Category তৈরি করতে চাইলে Add Category তে ক্লিক করে নতুন Category যোগ করুন।
    এবং Category Mark করে সেই Category তে টিউন করুন।
    সবশেষে Publish লেখাতে ক্লিক করে টিউন Publish করুন। আজ থেকে আমার আমার ধারাবাহিক পর্বটি শেষ হলো। এখন থেকে WordPress সম্পর্কে যে সকল টিউন করব। সেগুলো মূলত একক ভাবে। তাই সকল কাজ গুলো ভালো ভাবে শেখার জন‍্য NewTuneBD.gA তে নিয়মিত ভিজিট করুন।
    কেউ যদি কোথাও বুঝতে সমস‍্যা মনে করেন, তাহলে অবশ‍্যই টিউমেন্ট করে আমাকে জানাবেন।

    আর হ‍্যাঁ, আপনার আমার টিউন গুলো অনুসরণ করে কে কোন সাইট তৈরি করলেন অবশ‍্যই কিন্ত টিউমেন্টে জানাবেন।
    ভালো থাকুন সুস্থ‍্য থাকুন। সেই প্রত‍্যাশায় আমার ধারাবাহিক পর্ব শেষ করছি।

    আল্লাহ হাফেজ

    Level 1

    আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস